১৯ জুলাই পর্ন ছবি কাণ্ডে গ্রেফতার হয়েছেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। অনলাইন অ্যাপের জন্য পর্ন ভিডিয়ো তৈরি করে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে সোমবার রাতে মুম্বই পুলিশের জালে রাজ কুন্দ্রা। মুম্বই পুলিশের তরফে দাবি করা হয়েছে এই পর্ন চক্রের ‘মূল ষড়যন্ত্রকারী’ রাজ কুন্দ্রা।আদালতের তরফেও স্বস্তি মেলেনি, আগামী ২৩শে জুলাই পর্যন্ত পুলিশ হেফাজত মঞ্জুর হয়েছে অভিযুক্তর।এদিকে ২৩ জুলাই ডিজনি+হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা শিল্প শেট্টি অভিনীত ছবি 'হাঙ্গামা ২'-এর। এই ছবির সুবাদেই প্রায় ১৪ বছর পর হিন্দি ছবিতে কামব্যাক করলেন শিল্পা। কিন্তু স্বামীর মাথার ওপর এই অভিযোগ এবং গ্রেফতারি কি শিল্পের ছবি রিলিজের ব্যাপারে অন্তরায় হয়ে দাঁড়াবে?
এ প্রসঙ্গে 'হাঙ্গামা ২' এর প্রযোজক রতন জৈনকে জিজ্ঞেস করা হলে তিনি জানিয়েছেন রাজের গ্রেফতারি 'হাঙ্গামা ২' এর মুক্তির পথে কাঁটা হয়ে দাঁড়াবে না। তাঁর আশা, রাজ কুন্দ্রার বিতর্ক এই ছবির ওপর কোনও প্রভাব ফেলবে না। ছবি মুক্তির তারিখ নিয়ে তাঁর যুক্তি খুব স্পষ্ট,' এই ছবিতে তো অভিনয় করেছে শিল্পা। রাজ তো আর অভিনয় করেননি। আর সমস্ত অভিযোগ তো রাজের বিরুদ্ধে। শিল্পের বিরুদ্ধে তো কিছুই নেই। তাই হাঙ্গামা ২-এর মুক্তি খামোখা পিছোতে যাবেই বা কেন?'
এ প্রসঙ্গে 'হাঙ্গামা ২' এর প্রযোজক রতন জৈনকে জিজ্ঞেস করা হলে তিনি জানিয়েছেন রাজের গ্রেফতারি 'হাঙ্গামা ২' এর মুক্তির পথে কাঁটা হয়ে দাঁড়াবে না। তাঁর আশা, রাজ কুন্দ্রার বিতর্ক এই ছবির ওপর কোনও প্রভাব ফেলবে না। ছবি মুক্তির তারিখ নিয়ে তাঁর যুক্তি খুব স্পষ্ট,' এই ছবিতে তো অভিনয় করেছে শিল্পা। রাজ তো আর অভিনয় করেননি। আর সমস্ত অভিযোগ তো রাজের বিরুদ্ধে। শিল্পের বিরুদ্ধে তো কিছুই নেই। তাই হাঙ্গামা ২-এর মুক্তি খামোখা পিছোতে যাবেই বা কেন?'
|#+|
এখানেই না থেমে তিনি আরও জানিয়েছেন যে এই ছবিতে অভিনয় করার পাশাপাশি প্রচারের কাজেও অন্যতম মুখ ছিলেন শিল্পা। নিখুঁতভাবে সে দায়িত্বও তিনি পালন করেছিলেন। তাই বলি-অভিনেত্রীকে কোনওভাবেই অপমান করাটা সাজে না তাঁদের। বক্তব্য শেষে 'হাঙ্গমা ২' এর প্রযোজকে আক্ষেপের শুরে বলেন যে পর্ন কাণ্ডের সঙ্গে কোনওভাবেই জড়িত না থাকা সত্ত্বেও শিল্পের নামে যেভাবে কুৎসা রটছে তাতে তাঁরা দুঃখিত। তবে তাঁর দৃঢ় বিশ্বাস মানুষ এই ছবি শিল্প শেট্টি কিংবা রাজ কুন্দ্রার বিতর্কের জন্য দেখবেন না। স্রেফ ভালো গল্প শোনা এবং ভরপুর বিনোদন পাওয়ার আশায় দেখবেন।