গত বছর তাঁদের উপর দিয়ে ঝড় বয়ে গিয়েছে। তবে সময় যত গড়িয়েছে, ততই মলিন হয়েছে তিক্ত স্মৃতি। চলতি বছরে ধুমধাম করে মহাষ্টমীর পুজো করলেন শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রা।
পুরোহিতের উপস্থিতিতে মেয়ে সমিশা শেট্টির পা ধুইয়ে তাকে পুজো করলেন রাজ। এর পর তার পায়ে ফুল ছুঁইয়ে দিলেন তিনি, এঁকে দিলেন তিলক। মেয়ের আরতি করে তার হাত নিজের মাথায় রেখে আশীর্বাদ চেয়ে নেন শিল্পার স্বামী। আর এই পুরো বিষয়টি লেন্সবন্দি করে তা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন শিল্পা।
শিল্পার এই পোস্টে ফারহা খান লিখেছেন, 'ও (সমিশা) কিন্তু বেশ আনন্দ পাচ্ছে'। কুন্দ্রা পরিবারকে ভালোবাসা জানিয়ে কমেন্ট বক্সে একটি হৃদয় ইমোজি রেখে গিয়েছেন বিপাশা বসু।
২০০৯ সালে বিয়ে করেছিলেন রাজ এবং শিল্পা। ২০২০ সালে সারোগেসির মাধ্যমে সমিশাকে পৃথিবীতে আনেন তাঁরা।
২০২১ সালের জুলাই মাস। বেআইনি ভাবে পর্ন তৈরি এবং অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে রাজের বিরুদ্ধে। প্রায় দু'মাস পুলিশি হাজতে কাটাতে হয়েছিল রাজকে। তাঁর সাময়িক ঠিকানা ছিল আর্থার রোড জেল। শিল্পা শেট্টির স্বামী যদিও দাবি করছেন, অপরাধ দমন শাখার উচ্চপদস্থ কর্তারা তাঁকে ফাঁসিয়েছেন। জানা গিয়েছে, বিষয়টি খতিয়ে দেখার জন্য সিবিআই-কে একটি চিঠিও দিয়েছেন তিনি।
অন্য দিকে, রোহিত শেট্টির ওয়েব সিরিজ 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স'-এ দেখা যাবে শিল্পাকে। এই ওয়েব সিরিজে তাঁর সঙ্গে অভিনয় করবেন সিদ্ধার্থ মালহোত্র। এ ছাড়াও সোনালী জোশীর 'সুখী'তেও কাজ করবেন শিল্পা।