বাংলা নিউজ > বায়োস্কোপ > আজব মুখোশ রাজ কুন্দ্রার, দেখে চমকে গেল শিল্পাও! ‘বরকে সামলাও’, পরামর্শ নেটিজেনের

আজব মুখোশ রাজ কুন্দ্রার, দেখে চমকে গেল শিল্পাও! ‘বরকে সামলাও’, পরামর্শ নেটিজেনের

রাজ কুন্দ্রাকে দেখে হেসে ফেলল শিল্পা। 

‘জোকারের মতো থাকলেই লোক ভুলে যাবে না তোমার কীর্তি’, রাজকে দেখে বিরক্ত এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। 

নিজের আজব সাজ দিয়ে আবার সকলের নজর কাড়লেন শিল্পা শেট্টির বর রাজ কুন্দ্রা। বেশ কয়েকদিন ধরেই প্রায় মাথা থেকে পা পর্যন্ত মুড়ে লোকসমাজে বের হতে দেখা যাচ্ছে রাজকে। এই নিয়ে সমালোচনা, হাসহাসিও কম হচ্ছে না! এবার তো রাজ কুন্দ্রাকে দেখে চমকে গেল খোদ শিল্পাও।

রবিবার শিল্পা-শমিতা, শাশুড়িকে নিয়ে সিনেমা দেখতে যান রাজ। একটি পাপারাৎজি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ভিডিয়োতে দেখা গেল ওভাল শেপের কালো ট্রান্সপারেন্ট মাস্ক পরে রয়েছেন রাজ। যা ঢেকে রেখেছে তাঁর গোটা মুখখানাই। ওইভাবে রাজকে লিফটে উঠতে দেখেই হেসে ফেলেন শিল্পা

নজরে আসার মতো নানা কমেন্ট পড়েছে সেই ভিডিয়োতে। একজন লিখেছেন, ‘জোকারের মতো থাকলেই লোক ভুলে যাবে না তোমার কীর্তি।’ আরেকজন নিজের কটাক্ষে টেনে এনেছেন শিল্পাকেই। লিখেছেন, ‘বরকে সামলাও। পাবলিসিটির জন্য আর কত নীচে নামবে!’

গত বছর জুলাই মাসে পর্ন মামলায় নাম জড়ায় রাজ কুন্দ্রার। শুধু তাই নয় হাজতবাসও হয়। আপাতত বেলে ছাড়া পেয়েছেন। নীল ছবি তৈরি, তা প্রচারের মতো অভিযোগ আছে শিল্পার স্বামীর উপরে। জেল থেকে বেরনোর মাসখানেক পর্যন্ত লোকসম্মুখে দেখা মেলেনি এই ব্যবসায়ীর। এমনকী, নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও মুছে ফেলেন। তবে মাসকয়েক ধরে কখনও রেস্তোরাঁর কাজে, তো কখনও আবার পরিবারের সঙ্গে প্রায়ই দেখা যাচ্ছে তাঁকে। তবে এভাবেই মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রেখে!

 

বন্ধ করুন