২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন এদেশে মুক্তি পাওয়ার কথা ফাওয়াদ খান এবং মাহিরা খান অভিনীত পাকিস্তানি ছবি ‘দ্য লিজেন্ড অফ মওলা জাট’। তবে ছবি মুক্তির ঘোর বিরোধিতায় সরব মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। এমএনএস প্রধান রাজ ঠাকরে একটি কড়া সতর্কতা জারি করেছেন, সাফ জানিয়েছেন এই ছবিটি মহারাষ্ট্রে প্রদর্শনের অনুমতি দেওয়া হবে না। সাফ জানিয়েছেন, পাকিস্তানের এই ছবি এদেশে মুক্তি পেলে তার তীব্র বিরোধিতা করবে MNS।
রাজ ঠাকরে সাফ জানিয়েছেন, ‘শিল্পের কোনও সীমান্ত হয় না, সেটা ঠিকই। তবে সেটা অন্যান্য ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে এটা মোটেও প্রযোজ্য নয়। ওই দেশের অভিনেতারা এখানে নাচতে নাচতে এসে তাঁদের ছবি দেখানো শুরু করবেন, আর অন্যদিকে ভারত বিদ্বেষও জারি থাকবে, এটা কেমন ব্যাপার? মহারাষ্ট্রের কথা ছেড়ে দিন, দেশের কোনও রাজ্যেই এই সিনেমা প্রদর্শনের অনুমতি দেওয়া উচিত নয়। অবশ্যই, বাকি রাজ্যগুলির কী করবে সেটা তাদের বিষয়। তবে এটা নিশ্চিত যে এই সিনেমাটি কোনওভাবেই মহারাষ্ট্রে মুক্তি পাবে না।’
(আরও পড়ুন: নাতাশার সঙ্গে ডিভোর্সের পর ছেলে অগস্ত্যর সঙ্গে প্রথমবার দেখা হার্দিকের, কোথায় গেলেন, কী কী করলেন বাপ-বেটায়?)
কড়া ভাষায় এই ছবি মুক্তি না দেওয়ার জন্য সতর্ক করে দিয়েছেন রাজ ঠাকরে। তিনি বলেছেন, ‘আমাদের আগের পদক্ষেপগুলির কথা নিশ্চয় মনে আছে? এই সিনেমা যে সময়ে মুক্তি পাবে সেই সময়েই শুরু হবে নবরাত্রি উৎসব। আমি চাই না সেসময় মহারাষ্ট্রে কোনও সংঘাত ঘটুক। আর রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের মহাপরিচালকেরও সেই ইচ্ছা থাকবে না। আর আমরা কোনও সংঘাত চাই না।’
রাজ ঠাকরে আরও লিখেছেন, ‘আমাদের উচিত সময়োপযোগী পদক্ষেপ নেওয়া। এটা দেখা যে এই সিনেমাটি আমাদের দেশে যেন মুক্তি না পায়। এটা ভুলে গেলে চলবে না যে থিয়েটার মালিকরা মারাঠি ছবির থিয়েটারে ঢুকতে দিতে অনিচ্ছুক তাঁরা যদি পাকিস্তানি সিনেমাকে এই ভূখণ্ডে প্রবেশ করতে দেয়, তাহলে তার মূল্য চোকাতে হবে।’
(আরও পড়ুন: 'আমি মিষ্টি মেয়ে, তুমি ভালো আছো?' ছোট্ট দেবীকে মাতৃভাষা বাংলা শেখাচ্ছেন বিপাশা বসু)
এথানেই শেষ নয়, রাজ ঠাকরের দলের সিনেমা উইংয়ের সভাপতি আমিয়া খোপকার জানিয়েছেন, 'ভারতে কোনও পাকিস্তানি অভিনেতা এলে তাঁদের আমরা মারধর করব । রাজনীতি ও শিল্প আলাদা ঠিকই। কিন্তু আমাদের সেনার জীবনের মূল্যের বিনিময়ে শিল্প চাই না। আমরা ওদের আসতে দেব না। গত সপ্তাহেও হামলা হয়েছে। আর আমরা পাকিস্তানি অভিনেতাদের ছবি দেখব? এইরকমটা কেউ ভাবতেও পারে কী করে? আমাদের জমিতে পা রাখতে দেব না। ভেঙে দেব।'