রাজা-মধুবনী, টলিপাড়ার এই তারকা দম্পতির জুটি অনেকেরই বড় পছন্দের। জনপ্রিয়তার কথা মাথায় রেখে প্রায়দিনই নানান ভ্লগ করেন অভিনেত্রী মধুবনী গোস্বামী। সোশ্যাল মিডিয়াতেও তাঁদের বহু অনুরাগী। এই মুহূর্তে রাজা-মধুবনী সপরিবারে রয়েছেন পুরীতে। সুযোগ পেলে মাঝে-মধ্যেই পুরী বেড়াতে চলে যান তাঁরা। সেখানেই ওয়াচ টাওয়ারে ওঠার ভিডিয়ো ইনস্টাগ্রামের পাতায় পোস্ট করেছেন মধুবনী।
লাইট হাউস- ওয়াচ টাওয়ারে ওঠার সময়ের ভিডিয়ো পোস্ট করেছেন মধুবনী। সেখানে রাজা গোস্বামীকে ১০টাকা দিয়ে দুটো টিকিট কাটতে দেখা যাচ্ছে। এরপর ১১৩টি সিঁড়ি বেয়ে ওয়াচ টাওয়ারে উঠতে দেখা যাচ্ছে। মধুবনীকে সিঁড়ি বেয়ে উঠার সময় বলতে শোনা যায়, ‘১১৩টা সিঁড়ি বেয়ে উঠতে হবে, কারণ লিফট নেই। আমাদের এমনিতে কোনও অসুবিধা নেই। তবে কেশবকে নিয়ে উঠতে হবে, এটাই যা অতিরিক্ত ভার। আর কোনও সমস্যা নেই।’
রাজার উদ্দেশ্যে মধুবনী বলেন, ‘৫০-৫০ করে কেশবকে নেব, তুমি কিছুটা নাও, তারপর আমি নেব।’ পরেই কিছুজনকে সিঁড়ির মাঝে বসে থাকতে দেখিয়ে অভিনেত্রী বলেন, ‘অনেকটা উপরে আমদের সকলের অবস্থা খারাপ, অনেকেই সিঁড়েতেই বসে পড়েছেন।’
এরপর সেই একই সিঁড়ি বেয়ে নামার সময় রাজার গা দিয়ে টপটপ করে ঘাম ঝড়তে দেখা যায়। রাজা বললেন, ‘মোটামুটি দেখলাম ওখানে ১১২টা সিঁড়ি। আপনারা যদি ১১২টা সিঁড়ি উঠতে ও নামতে সক্ষম হন তবেই উঠুন, নাহলে উঠতে যাবেন না।’ মধুবনী বলেন, ’ওয়ার্ক আউট হয়ে গেল।' এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘রাজার অবস্থা দেখলে কান্না পেয়ে যাবে! শরীর ফিট থাকলে তবেই এটা করা উচিৎ, নাহলে ঘোর বিপদ!’
এরপর গোল আকৃতির ওয়াচ টাওয়ারে উঠে পুরো ভিডটা অনুরাগীদের দেখালেন রাজা। যে ভিডিয়ো পোস্ট করে মধুবনী লিখেছেন, ‘পুরীর সমুদ্র ও জগন্নাথ মন্দির একসঙ্গে যেখান থেকেই দেখা যায়!’
প্রসঙ্গত, রাজ-মধুবনী দুজনেই ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী। একসঙ্গে কাজ করতে গিয়েই একে অপরের সঙ্গে আলাপ তাঁদের। ১১ বছর প্রেম করার পর ২০১৬ সালে সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। এরপর ২০২১ সালে তাঁদের জীবনে আসে প্রথম সন্তান কেশব। মাঝে মধ্যে ছেলে কেশবকে নিয়েও ভিডিয়ো পোস্ট করতে দেখা যায় এই তারকা দম্পতিকে।