টেলিভিশনের জনপ্রিয় জুটি হলেন রাজা ও মধুবনী গোস্বামী। ২০১৬ সালে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। দুজনের সম্পর্ক হয়েছিল ভালোবাসা ডট কমের সেট থেকে। পর্দায় ওম-তোড়ার চরিত্রে অভিনয় করতে করতে, ভালোবেসে ফেলেছিলেন একে-অপরকে। এরপর ২০২১ সালের ১০ এপ্রিল ফুটফুটে পুত্র সন্তানের মা হন তিনি। নাম কেশব। ভালোবাসার সংসারে, হঠাৎ কীসের এত অভিযোগ তাঁর?
কেন্দ্রীয় চরিত্রে না হলেও, একের পর এক জনপ্রিয় সিরিয়ালের পার্শ্ব চরিত্রে দেখা যাচ্ছে রাজাকে। তবে মধুবনী লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়া থেকে দূরে। মাঝে কয়েকদিন সান বাংলায় ‘শ্যামা’ ধারাবাহিকে মা কালীর চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তবে সিরিয়ালে না দেখা গেলেও, সোশ্যাল মিডিয়ায় মারাত্মক অ্যাক্তিভ তিনি। ভ্লগিং করেন নিয়মিত, সঙ্গে ইনস্টা-ফেসবুকে রিলসও শেয়ার করেন। এছাড়াও তাঁর নিজের স্যালোঁ রয়েছে। সেখানের কাজ দেখাশোনা করতেও লেগে থাকে নিত্য যাতায়াত।
আরও পড়ুন: কেকেআর-এর IPL জয়ের আগেই কেক কাটলেন আরিয়ান, কীসের উদযাপনে শাহরুখ-পুত্র?
এমনই একটি রিলসে দেখা গেল মধুবনীর অভিযোগ, বদলে গিয়েছে রাজা। ‘বিয়ের পর বরগুলো এমনই হয়ে যায়’ ক্যাপশনে একটি ভিডিয়ো শেয়ার করলেন। তাতে দেখা যাচ্ছে, বরের কাছে তাঁর আবদার কাঁধে হাত রাখো। ‘আনরোমন্যান্টিক’ রাজা হাত দিল নিজের কাঁধে। ব্যস আর কী! রেগে ঘুষি বাগিয়ে দিলেন কেশবের মা। পুরোটাই হয়েছে মজার ছলে। তবে এই কনটেন্টটি বেশ মনে ধরেছে নেট-নাগরিকদের।
আরও পড়ুন: চোখে-মুখে রাগ, বিরক্তি! দেবের ‘টেক্কা’ লুক প্রকাশ্যে, সৃজিতের সিনেমার মুক্তি কবে
একজন লেখেন, ‘ক্যাপশন টা কিন্তু একদম সত্যি’। অপরজনের মন্তব্য, ‘আমার বরটাও এরকম, আমিও ঘুষি মারব’। তৃতীয়জন আবার মস্করা করে লিখলেন, ‘ঘুষিটা একটু এদিক ওদিক হলেই, দাদার খবর হয়ে যেত…’
আরও পড়ুন: ‘আমি খুব একটা…’, সৌমিতৃষার মতো সিরিয়ালে কাজের ইচ্ছে আদৃতেরও নেই? জবাব উচ্ছেবাবুর
কদিন আগেই প্রেগন্যান্ট লিখে একটি পোস্ট শেয়ার করেছিলেন মধুবনী। যা দেখে অনেকেই ভেবে নেয় আসছে কেশবের ভাই বা বোন। যদিও হিন্দুস্তান টাইমস বাংলার তরফে যোগাযোগ করা হলে মধুবনী জানান, ‘না, না আমি দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা নই। ওটা পুরোনো ছবি। ওটা প্রেগন্যান্সিরই ছবি ছিল। একটু মজা করছিলাম অডিয়েন্সের সাথে। আমাদের যাঁরা ফলো করেন, ভালোবাসেন তাঁদের সঙ্গে মাঝেমধ্যে একটু হালকা মজা করাই যায় আর কী! ভালো লাগে।’