বাংলা নিউজ > বায়োস্কোপ > ইঁদুর দাঁতে একগাল হাসি, রাজা-মধুবনীর ছেলে কেশবের ক'টা দাঁত উঠল ১০ মাসে?

ইঁদুর দাঁতে একগাল হাসি, রাজা-মধুবনীর ছেলে কেশবের ক'টা দাঁত উঠল ১০ মাসে?

ছেলের দাঁত ওঠার খবর দিলেন রাজা সোশ্যাল মিডিয়ায়।

খুদে কেশব কত বড় হয়ে গেল দেখুন!

২০২১ সালের ১০ এপ্রিল মা হন মধুবনী। আপাতত ছেলে কেশবের সাথেই নিজের সমস্ত সময়টা কাটান তিনি। অভিনয় থেকে নিয়েছেন একটা বিরতি। বলেই দিয়েছেন, ছেলেকে একটু বড় না করে ফিরছেন না সেটে। যদিও সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করা, ইউটিউব চ্যানেলের জন্য ব্লগ বানানো চলতেই থাকে তাঁর আর রাজার।

ছেলে আর বউয়ের ছবি শনিবার শেয়ার করে নিলেন রাজা ইনস্টাগ্রামে। আর তাতেই দেখা গেল ১০ মাসে কেশবের ‘ইঁদুরের দাঁত’। খুদে খুদে দাঁত নিয়ে সে ব্যস্ত একগাল হাসি দিতে। ছবিটি শেয়ার করে রাজা লিখেছেন, ‘এই দেখ আমার দাঁত ......’

দীর্ঘ ১১ বছরের সম্পর্ক রাজা-মধুবনীর। ভালোবাসা ডট কমের সেটে শুরু এই প্রেমের গল্প। এরপর ২০১৬ সালে সাত পাকে বাঁধা পড়েন এই জুটি। একবার মধুবনীর প্রেমে পড়ার গল্প শেয়ার করে রাজা লিখেছিলেন, ‘আবেগঘন ইনস্টা পোস্টে অভিনেতা লেখেন, ‘২০১০-এ ভালোবাসা.কম নামক ধারাবাহিকে কাজ করতে গিয়ে স্যাট করে প্রেমে পরে গিয়েছিলাম। মনে হয় এই তো সেদিনের ঘটনা। আজও চোখ বন্ধ করলে দেখতে পাই লাল মারুতিতে বসে আছি তুমি আর আমি। গাড়িটা ছোট হলেও কখনও জায়গার অভাব হয়নি। মাঝে অনেক কিছু বদলে গেছে, গাড়ি বদলেছে, বাড়ি বদলেছে, সরকার বদলেছে, বদলায়নি শুধু প্রেম। এটাইতো জীবন...’

রাজা আর মধুবনীর মতোই তাঁদের ছেলে কেশবও এখন থেকেই তারকা। খুব পছন্দ করে তাঁকে সকলে। তাই তো দেখতে পেলেই ঝাঁপিয়ে পড়ে আদর জানাতে।

বন্ধ করুন