বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘লাল, অদ্ভুত বাচ্চা’, ছেলেকে প্রথম দেখার অভিজ্ঞতা রাজা শোনালেন ইস্মার্ট জোড়িতে

‘লাল, অদ্ভুত বাচ্চা’, ছেলেকে প্রথম দেখার অভিজ্ঞতা রাজা শোনালেন ইস্মার্ট জোড়িতে

ছেলে কেশবকে প্রথমবার দেখার অভিজ্ঞতা শোনালেন রাজা ‘ইস্মার্ট জোড়ি’তে। 

ছেলে কেশবকে নিয়ে ‘ইস্মার্ট জোড়ি’তে হাজির হয়েছিলেন রাজা আর মধুবনী। সেখানেই জানালেন, ছেলেকে প্রথম দেখার অভিজ্ঞতা কেমন ছিল। 

বাংলা টেলিভিশনে রমরমিয়ে চলছে ‘ইস্মার্ট জোড়ি’। তারকা জুটিদের জীবনের গল্প জমিয়ে উপভোগ করছেন দর্শকরা। সস্ত্রীক ভুবন বাদ্যকর, জিতু-নবনীতা, রাজা-মধুবনী, গায়ক রূপঙ্কর বাগচি আর ওর বউ চৈতালি, সুদীপ চট্টোপাধ্যায়-পৃথারা এর মধ্যেই দর্শক মনে জায়গা করে নিয়েছে।

সম্প্রচতি স্টার জলসার এই রিয়েলিটি শো-র মঞ্চে হাজির হয়েছিলেন রাজা আর মধুবনীর একমাত্র ছেলে কেশব। এক বছরের এই খুদে মা-বাবার কোলে চেপে হাজির হয়েছিল টিভির সামনে প্রথমবার। রাজা-মধুবনী স্টেজে ছেলেকে নিয়ে আসতেই খুদেকে নিজের কোলে নিয়ে নেন জিৎ। তারপর সোজা তুলে দেন আকাশে। কী না, কেশব বড় হয়ে অনেক উপরে উঠতে চায়। সেসব দেখে রাজার হাল তো খারাপ! বারবার ছুটে গিয়ে ধরতে থাকেনছেলেকে, পড়ে না যায় সেই ভয়ে। জিৎ বললেও ছেলেকে ছাড়তে রাজি নন তিনি। এরপর ছেলে মধুবনীর কোলে ফিরে এলে শান্তি হয়। আরও পড়ুন: ‘কেশব মানে তো চুল, এমন নাম রাখলেন কেন?’, ছেলের নামের অর্থ বোঝালেন মধুবনী

প্রথমবার আত্মজকে দেখার অভিজ্ঞতা কেমন ছিল? জিতের প্রশ্নের উত্তরে রাজা জানান, ‘প্রথমবার যখন তাকিয়ে দেখলাম লাল কীরকম অদ্ভুত একটা বাচ্চা। তার আগে কোনও সদ্যোজাতকে দেখিনি। বাচ্চা হ্যান্ডেলও করিনি। এর আগে ‘ফাদারস নেম’-এর জায়গায় বারবার আমার বাবার নাম লিখে এসেছি, এই প্রথম নিজের নাম লিখলাম। একদম আলাদা ছিল ওই মুহূর্তটা। আমি কোনওদিন ভুলতে পারব না।’

রাজা ‘খড়কুটো’র শ্যুট করছিলেন কেশব হওয়ার পরে। কাজের জন্য করোনা পরিস্থিতর মাঝে বাইরে বের হতেন বলে মাঝেমধ্যে ছেলের কাছেও আসতেন না। ২০২১ সালের ১০ এপ্রিল মা হন মধুবনী। আপাতত ছেলে কেশবের সাথেই নিজের সমস্ত সময়টা কাটান তিনি। অভিনয় থেকে নিয়েছেন একটা বিরতি। বলেই দিয়েছেন, ছেলেকে একটু বড় না করে ফিরছেন না সেটে।

বন্ধ করুন