টলিপাড়ার জনপ্রিয় তারকা দম্পতি রাজা-মধুবনী। একটি ছোট্ট ছেলেও রয়েছে তাঁদের। কিন্তু এর মাঝেই স্যোশাল মিডিয়ায় পোস্ট করে রাজা লেখেন, ‘আমাদের ডিভোর্স হচ্ছে’। চলতি বছরে ঘর ভেঙে বহু জনপ্রিয় তারকা জুটির। রাজা-মধুবনীকেও কি সেই তালিকায় ফেলছেন? একদমই এই ভুল করবেন না, তাহলে কিন্তু খুব ঠকতে হবে। আসুন আপনাদের খুলে বলি আসল ব্যাপার কী।
টলিউডের অন্যতম চর্চিত জুটি রাজা গোস্বামী এবং মধুবনী গোস্বামী। সোশ্যাল মিডিয়াতে তাঁদের অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। তাঁদের জনপ্রিয়তার কথা মাথায় রেখে তাঁরা লাইফস্টাইল ভ্লগও বানাতে শুরু করেন। সেখানে যেমন তাঁদের দৈনিক জীবনের নানা খুঁটিনাটি দর্শকদের সঙ্গে ভাগ করে নেন তাঁরা। তেমনই মজার মজার সব ভিডিয়ো বানিয়ে অনুরাগীদের মুখে হাসি ফোটান তারকা দম্পতি। মঙ্গলবার ইনস্টাগ্রামে সেরকমই একটি মজার ভিডিয়ো পোস্ট করেন রাজা। ভিডিয়োটি পোস্ট করে মজার ছলেই ক্যাপশনে লেখেন ‘আমাদের ডিভোর্স হচ্ছে’।
ভিডিয়োয় শুরুতেই দেখা যায় মধুবনী রাজাকে বলছেন, 'আমরা হাসবেন্ড-ওয়াইফ গেম খেলব।' তাঁর কথাই রাজা সম্মতি জানাতেই, মধুবনী তাঁকে ভালো করে খেলার নিয়ম বুঝিয়ে দেন। অভিনেত্রী জানান, তিনি রাজাকে ৩টি প্রশ্ন করবে আর রাজাও একই ভাবে তাঁকে ৩টি প্রশ্ন করবে। এরপরই একের পর এক প্রশ্ন করতে শুরু করেন মধুবনী।
অভিনেত্রী প্রথম প্রশ্ন হিসেবে স্বামীকে জিজ্ঞাসা করেন, ‘একটা ঘরে প্রচুর মেয়ে রয়েছে, আর তাঁদের সঙ্গে রয়েছি আমিও। তুমি সবার মধ্যে কাকে বেছে নেবে?’ এত সহজ প্রশ্ন শুনেই রাজা উত্তর দেন, ‘অবশ্যই তোমাকে’। কিন্তু তাঁর এই উত্তর শুনে বেজায় রেগে যান নায়িকা। তিনি বলেন, ‘প্রশ্ন সেটা ছিলই না। প্রশ্ন হচ্ছে, যখন তুমি জেনে গিয়েছ যে ওই ঘরে প্রচুর মেয়ে রয়েছে, তাহলে তুমি সেই ঘরে ঢুকলে কেন?’ বউয়ের কথা শুনেই চমকে যান রাজা।
আরও পড়ুন: 'ডেসপ্যাচ'-এ ক্যামেরার সামনে নগ্ন, উদ্দাম যৌনতা! ‘আমার স্ত্রী যদি এটা করত…’, মুখ খুললেন মনোজ
মধুবনী বেশ রেগে গিয়ে বলেন, ‘পারলে না তো!’ তারপর পরবর্তী প্রশ্নে চলে যান তিনি। এবার অভিনেত্রী স্বামীকে জিজ্ঞাসা করেন, ‘তোমার বাড়ির দরজায় একজন প্রচন্ড সুন্দরী মেয়ে এসে কলিং বেল বাজাচ্ছে।’ এই কথা শুনে বেশ উৎসাহ ধরা পড়ে রাজার চোখে মুখে তারপর বেশ গম্ভীর গলায় মধুবনী জানতে চান এই অবস্থায় রাজা দরজা খুলবেন কিনা?
প্রশ্নে শুনে নিজেকে সামলে নিয়ে আগের বারের ভুল শুধরে রাজা জবাব দেন, ‘দরজা খুলব না।’ কিন্তু রাজার উত্তরে বেশ বিরক্ত হয়ে অভিনেত্রী বলেন, আরে সেই সুন্দরী মেয়েটা আমি।' স্ত্রীর কথা শুনে চক্ষু-ছানাবড়া হয়ে যায় রাজার। তবে এখানেই না। মধুবনী আরও বলেন, ‘মানে তোমার বাড়ির দরজায় আমি ছাড়া আরও কোনও সুন্দরী মেয়ে আসবে? তুমি এইসব ভাবো? নাকি আসে কোনও সুন্দরী মেয়ে?’ তখন বেশ ঘাবড়ে গিয়ে রাজা 'না, না' বলতে থাকেন।
বেশ চটে গিয়ে মধুবনী বলেন, ‘এটাও পারলে না। এবার কিন্তু লাস্ট প্রশ্ন। এবার কিন্তু পারতেই হবে।’ তারপর নায়িকা তাঁর বরের থেকে জানতে চান, ‘তোমার একটা পছন্দের জিনিস রাখা আছে আর তার পাশে আমিও আছি। কোনটা বেছে নেবে তুমি?’ দ্বিধা ভরে, মনে একরাশ সংশয় নিয়ে রাজা উত্তর দেন 'অবশ্যই তোমাকে'। আর ব্যাস তাতেই একেবারে ক্ষেপে লাল হয়ে যান মধুবনী। বলেন, ‘ওহ তার মানে আমি তোমার সবচেয়ে বেশি পছন্দের নই?’ তারপর তাঁর কোনও এক বন্ধু 'পূজা'র নাম উল্লেখ্য করে অভিনেত্রী বলেন, ‘তার মানে পূজা ঠিকই বলেছিল তুমি আমার সঙ্গে চিট করছ। ডিভোর্স, ডিভোর্স, ডিভোর্স।’ এই বলে নায়িকা উঠে চলে যান। আর সঙ্গে সঙ্গে ব্যাকগাউন্ডে বেজে ওঠে 'ওগো বধূ সুন্দরী' -এর বিখ্যাত গান 'নারী চরিত্র বেজায় জটিল…'।
কেবল মাত্র বিনোদনের কথা মাথায় রেখেই এই ভিডিয়ো। আসলে দর্শকদের আনন্দ দিতেই রসিকতায় ভরা এই মজার ভিডিয়ো বানিয়েছেন তাঁরা। তাঁদের মধ্যে কোনও সমস্যাই সৃষ্টি হয়নি যাতে করে তাঁরা সত্যি বিচ্ছেদের পথে হাঁটতে পারেন না। তাঁদের এই মজার ভিডিয়ো দেখে অনুরাগীরাও যথেষ্ঠ মজা পেয়েছেন। নানা মন্তব্যও করেছেন।
একজন লেখেন, 'হাসতে হাসতে শেষ।' অন্যে একজন মজা করে লেখেন, ‘রাজাদার নিশ্চয়ই মাথা ঘুরছে।’ তাঁদের সবচেয়ে জনপ্রিয় মেগা ভালোবাসা ডট কম -এর স্মৃতিচারণ করে এক ভক্ত লেখেন, ‘দারুন হয়েছে 'ওম-তোড়া'। তোমাদের অভিনয় খুব সুন্দর। যদিও এখন তোমদের রাজা আর মধুমিতা নামেই সবাই চেনে। আমি তোমাদের প্রথম ওই নামে চিনতাম। খুব ভালো থেকো।'
প্রসঙ্গত, রাজ-মধুবনী একসঙ্গে কাজ করতে গিয়েই একে অপরের প্রেমে পড়েন। ১১ বছর প্রেম করার পর ২০১৬ সালে সাতপাকে বাঁধা পড়েন তাঁরা। এরপর ২০২১ সালে তাঁদের জীবনে আসে প্রথম সন্তান কেশব।