'অলক্ষ্মীজ ইন গোয়া'র সাফল্যের পর পরিচালক জয়দীপ বন্দ্যোপাধ্যায়ের নতুন ওয়েব সিরিজ আসতে চলেছে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে। সেখানেই দুই মুখ্য চরিত্রে প্রথমবার ওয়েব সিরিজে একসঙ্গে দেখা যাবে জনপ্রিয় জুটি অর্পণ ঘোষাল আর স্বীকৃতি মজুমদারকে। এর আগে ‘মেয়েবেলা’ ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। সিরিজের নাম ‘রাজা রাণী রোমিও’। ওয়েব সিরিজে প্রথমবার দেখা যাবে টেলিভিশনের অতি পরিচিত মুখ জয়জিৎ বন্দ্যোপাধ্যায়কেও। অভিনয় করেছেন রাতাশ্রী দত্তও।
রোম্যান্টিক থ্রিলার নিয়ে ফিরছেন 'মেয়েবেলা' জুটি। ওয়েব সিরিজে অর্পণের চরিত্রের নাম ইমরান মণ্ডল। যে নিজের নাম পাল্টে মিঠুন দাস রেখেছে। খুব কম বয়সে একটা ঘটনায় পুলিশ কেসে ফেঁসে যায় ইমরান। এরপর বর্ধমানে নিজের গ্রাম থেকে পালাতে হয়েছিল তাঁকে। তারপর থেকে সারাজীবন শুধু পালিয়েই বেড়াচ্ছে সে। আরও পড়ুন: শাড়ির সঙ্গে পায়ে স্নিকার্স পরে বিয়ের মণ্ডপে সন্দীপ্তা, নতুন বৌয়ের সাজে বিশেষ চমক
ওয়েটার হিসেবে কাজ করার সময় এক কাস্টোমারের ফেলে যাওয়া ফোন তার জীবন ওলোট-পালোট করে দেয়। সেই কাস্টোমার প্রভাবশালী ব্যবসায়ী বিষ্ণু অধিকারীর স্ত্রী গায়ত্রী। যেই চরিত্রে অভিনয় করছেন স্বীকৃতি মজুমদার। সেই সুন্দরী মহিলার ওই ফেলে যাওয়া ফোনটা নিতে আসে। এরপরই গায়ত্রীর সঙ্গে সম্পর্ক এগোতেই এক খুনের ঘটনায় জড়িয়ে পড়ে ইমরান। তার জীবনটা আবার সেই মোড়ে এসে দাঁড়ায় যেখানে সে আবার পালাচ্ছিল। নিজেকে রক্ষা করতে পুলিশের চোখ এড়িয়ে কীভাবে সমাধান করবে এই রহস্য?

‘রাজা রাণী রোমিও’
পরিচালক জয়দীপ বন্দ্যোপাধ্য়ায়ের কথায়, 'বাংলার বটতলার সাহিত্য থেকে নব্বইয়ের দসকের বলিউড থ্রিলার, যাবতীয় 'পাল্প' শিল্পই হলো আমার এই সিরিজের অনুপ্রেরণা। এখানে চরিত্ররা জটিল, বহুমাত্রিক এবং অবশ্যই ধূসর .. অভিনেতারা অত্যন্ত দক্ষতা এবং নৈপুণ্যের সাথে এই চরিত্রগুলিতে প্রাণ দিয়েছেন'।
অভিনেত্রী স্বীকৃতি মজুমদারের কথায়, ‘রাজা রাণী রোমিও-তে আমার প্রথমেই যেটা দারুণ লেগেছিল তা হলো গল্পের গভীরতা এবং অবশ্যই এর চিত্রনাট্য যা ক্রমাগত দর্শকের মনস্তত্ত্বকে প্রভাবিত করে। আমার চরিত্রেরও একটা অন্ধকার দিক ছিলো যা একজন অভিনেতার কাছে যতটা চ্যালেঞ্জিং ততটাই আকর্ষণীয়। অর্পণের মতো সহ অভিনেতা থাকায় আমার একটু বাড়তি সুবিধা হয়েছে। ওর সাথে আমার এটা দ্বিতীয় কাজ। দর্শক আমাদের জুটিকে বারবার একসাথে দেখতে চেয়েছিলেন, তারা অপেক্ষা করেছেন কবে আমরা পর্দায় ফিরবো’।

অর্পণ ঘোষাল, স্বীকৃতি মজুমদার

জয়জিত বন্দ্যোপাধ্যায়, রাতাশ্রী দত্ত
সিরিজে কাজ করার প্রসঙ্গে অভিনেতা অর্পণ ঘোষাল জানিয়েছেন, ‘জয়দীপ দা শুরু থেকেই আমাদের সবাইকে খুব অনায়াসে নিজের ভাবনার সাথে জড়িয়ে নিয়েছিলো। আর আমার পুরোনো সহ-অভিনেতা স্বীকৃতি থাকায় আমি তো একটু বেশীই আত্মবিশ্বাসী ছিলাম, যদিও স্বীকৃতি এই কথাটা শুনে ভাববে আমি মজা করেছি’।
‘রাজা রাণী রোমিও’ যেমন ভালোবাসার গল্প, তেমনই বিশ্বাসঘাতকতা আর প্রতিশোধেরও গল্প। ডিসেম্বরে ওটিটি প্ল্যাটফর্ম ক্লিকে মুক্তি পাবে এই ওয়েব সিরিজ।