আগমনীর জেরেই দল থেকে ‘বিসর্জন'! সেই নিয়েই ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের সদ্য সাসপেন্ড হওয়া ছাত্রনেত্রী রাজন্যা হালদার। আরজি কর কাণ্ড নিয়ে দেশজুড়ে হইচই। এর মাঝেই আরজি করের প্রেক্ষাপটে তৈরি একটি শর্ট ফিল্মে অভিনয় করেছেন তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্যা হালদার। যা পরিচালনা করেছেন রাজন্যার ঘনিষ্ঠ বন্ধু তথা তৃণমূল ছাত্র পরিষদেরই নেতা প্রান্তিক চক্রবর্তী। আরও পড়ুন-তিলোত্তমা শর্ট ফিল্মের জন্য ভাইস প্রেসিডেন্ট প্রান্তিক এবং ২১-এর মঞ্চে আসা রাজন্যাকে সাসপেন্ড করল তৃণমূল ছাত্র পরিষদ
মহালয়া-তে মুক্তি পেতে চলা সেই শর্টফিল্মের পোস্টার বেরোতেই শোরগোল সোশ্যাল মিডিয়ায়। বিতর্ক শুরু হতেই বড় পদক্ষেপ গ্রহণ করে তৃণমূল ছাত্র পরিষদ। শুক্রবার রাতেই প্রান্তিক ও রাজন্যাকে সাসপেন্ড করা হয়। দল থেকে নিলম্বিত হতেই অভিমানের সুর রাজন্যার গলায়। কিছু দিন আগে রাম-বাম ‘শেম-শেম’ বলে ভাইরাল হওয়া সুন্দরী ছাত্রনেত্রী স্পষ্ট করেছেন, সাসপেন্ড হলেও তাঁদের ছবিতে কোনও বদল আসবে না।
রাজন্যা জানান, ‘আমরা জানি, কোন উদ্দেশ্য নিয়ে এই ছবি তৈরি করেছি। স্বল্পদৈর্ঘ্যের ছবিটি মুক্তি পাওয়ার পরে সকলেই বুঝতে পারবে এটা কোন উদ্দেশ্য নিয়ে করা।’ তবে সাসপেনশনের ক্ষেত্রে দলের সিদ্ধান্তই চূড়ান্ত মেনে নিয়েছেন রাজন্যা। টিভি নাইন বাংলাকে তিনি বলেন, ‘আমাকে সিবিআই ডাকেনি। ইডির ঘরে যাইনি। খুন করিনি। আমার ঘরে টাকা পাওয়া যায় না। কোন ক্ষেত্রে দলবিরোধী, সেটা জানি না।’
রাজন্যা জানিয়েছেন, কখনই প্রচ্ছদ দেখে গোটা উপন্য়াস কেমন সেই ধারণা তৈরি করা উচিত নয়। সাসপেন্ড হওয়া ছাত্রনেত্রী বলেন, ‘আগেও বলেছিলাম দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত। আমার মনে হয় আজও আমার আদর্শের জায়গা থেকে এটাই বলা উচিত- দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত।’
শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এক প্রেস বিবৃতিতে জানান, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতির পদ থেকে সাসপেন্ড করা হয়েছে প্রান্তিক চক্রবর্তীকে। অন্যদিকে যাদবপুর-ডায়মন্ডহারবার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতির পদ থেকে সাসপেন্ড করা হয়েছে রাজন্যা হালদারকে।
ছবির পোস্টারে দেখা গিয়েছে মাথায় শোলার মুকুট, গা-ভর্তি সোনার গয়না, লাল পাড় সাদা শাড়িতে সেজে রাজন্যা যেন কোনও দেবীর প্রতিরূপ। অথচ তাঁর হাতে স্টোথোস্কোপ এবং গায়ে চিকিৎসকদের সাদা অ্যাপ্রোন। পোস্টারের উপর বড় বড় হরফে লেখা- ‘আরজি করের পটভূমিতে তৈরি’। স্বভাবতই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় পোস্টার ঘিরে। আদালতে বিচারাধীন এই ঘটনা নিয়ে সরাসরি দুই তৃণমূল ছাত্র নেতার ছবি নির্মাণের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এমনই অভিযোগ বিরোধীদের। তবে কুণাল ঘোষ তাঁর ফেসবুক পোস্টে স্পষ্ট করেছেন, ‘আরজি কর প্রসঙ্গ উল্লেখ করে একটি শর্ট ফিল্মের খবর এসেছে। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। আমরা তিলোত্তমার ঘটনার ন্যায়বিচার চাই। এই স্পর্শকাতর বিষয়কে প্রচারে ব্যবহার করার চেষ্টার আমরা বিরোধী।’
২রা অক্টোবর ‘আগমনী….তিলোত্তমাদের গল্প’ মুক্তি পাওয়ার কথা। এখনও পর্যন্ত সেই সিদ্ধান্তে কোনও বদল আসেনি, শুক্রবার সাসপেন্ড হওয়ার পরে জানিয়েছেন পরিচালক প্রান্তিক চক্রবর্তী।