পুজোর ঠিক প্রাককালে মহালয়ার দিন মুক্তি পাবে রাজন্যা হালদার অভিনীত আগমনী তিলোত্তমাদের গল্প। কিন্তু সেই ছবির পোস্টার প্রকাশ্যে আসার পরই শুরু হয়ে গিয়েছে নিন্দার ঝড়। যেখানে এখনও বিচার অধরা, যেখানে এখনও একটা গোটা শহর আরজি করের নির্যাতিতার বিচারের আসায় দিন গুনছে, তখন এমন কোনও জিনিস কেউ ভালো ভাবে মোটেই দেখছেন না। বিশেষ করে জিনিসটা এখনও বিচারাধীন সেটা নিয়ে এভাবে ছবি করায় অনেকেই ক্ষুব্ধ। এবার ছবির বিষয়বস্তু নিয়ে মুখ খুললেন খোদ 'নায়িকা'।
আরও পড়ুন: 'অনেক ভুল করেছি, কাউকে দোষারোপের...' রিহ্যাব থেকে বেরিয়েই নিজেকে শুধরে নেওয়ার বার্তা নোবেলের
কী ঘটেছে?
আগেই জানা গিয়েছিল আরজি কর কাণ্ড নিয়ে আসছে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী রাজন্যা হালদার। ছবিটির পরিচালনাও করেছেন তৃণমূল কংগ্রেসের এক নেতা প্রান্তিক চক্রবর্তী। এদিন সকালে ছবিটির পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় সমালোচনার ঝড়। অনেকেই লেখেন, 'একটা বিচারাধীন বিষয় নিয়ে যখন সবার সামনে আলোচনা করা যায় না, এমনকি লাইভ স্ট্রিমিং, ভিডিয়োগ্রাফি সবেতেই উত্তর আসে 'না' ― তখন সেই বিষয়ে আদ্যোপান্ত 'নাম' নিয়ে কিভাবে তৈরি হয় সিনেমা!এতটা দুঃসাহস হয় কিভাবে?' কেউ আবার লেখেন, ‘মোড় ঘোরাতে ওস্তাদ। রাজন্যা ডাক্তার! আদালতে বিচারাধীন বিষয়ে সিনেমা!’
এবার এই গোটা বিষয় নিয়ে মুখ খুললেন খোদ রাজন্যা। তিনি টিভি ৯ বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, 'কোনও তথ্য, কোনও বিচার ব্যবস্থা, বা কোনও তদন্তের বিষয়ের সঙ্গে যোগসূত্র নেই এই ছবির। কোনও ন্যারেটিভ তৈরি করার ব্যাপার নেই। যাঁরা এই প্রশ্নগুলো তুলছেন তাঁদের বলব, আগে ছবিটা দেখুন তারপর বিচার করবেন। আগে ছবিটা দেখার আবেদন রইল। না দেখে সবক্ষেত্রে এই বিচার করবেন না।'