আরজি করের প্রেক্ষাপটে স্বল্প দৈর্ঘ্যের ছবি বানিয়ে রোষের মুখে পড়েছেন তৃণমূলের একসময়ের পোস্টার গার্ল রাজন্যা হালদার। এর জেরে ইতিমধ্যেই তৃণমূল ছাত্র পরিষদ থেকে সাপসেন্ড করা হয়েছে রাজন্যাকে। কিন্তু তাতেও ডোন্ট কেয়ার মনোভাব দল থেকে নিলম্বিত ছাত্রনেত্রীর। বরং পালটা দলের সাংসদের দিকে আঙুল তুলেছেন রাজন্য়া। জানতে চেয়েছেন দেব কি দলকে জানিয়ে প্রধান তৈরি করেছিলেন?
যে ছবির পোস্টার ঘিরে এত বিতর্ক, সেই ‘আগমনী….তিলোত্তমাদের গল্প' নির্ধারিত দিনে অর্থাৎ আগামী ২রা অক্টোবর মহালয়ার দিনেই মুক্তি পাবে জানিয়ে দিলেন রাজন্যা। এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন দল থেকে সাসপেন্ড হওয়া অপর ছাত্রনেতা প্রান্তিক চক্রবর্তী। সাসপেনশনের পর তাঁদের আরও দাবি, শহরে বড় করে স্ক্রিনিং করা হবে এই শর্টফিল্মের। ছবির বিতর্কিত পোস্টারে নয়া সংযোজন একটা বার্তা-'প্রচারে নেই, বিচারে আছি।'
আরজি করের সেন্টিমেন্টকে ক্যাশ ইন করার চেষ্টা করছেন রাজন্যা ও প্রান্তিক, ছবির পোস্টার রিলিজ হওয়ার পর থেকে এমন অভিযোগ উঠেছে। অনেকেই ছিছিকার করেছেন দুই ছাত্র নেতাকে। এই ছবি থেকে সমস্ত দায় ঝেরে ফেলে গত শুক্রবার রাতে রাজন্যা ও প্রান্তিককে সাসপেন্ড করে তৃণমূল কংগ্রেস। প্রান্তিককে সংগঠনের রাজ্য সহ-সভাপতির পদ থেকে এবং প্রান্তিকের হবু স্ত্রী রাজন্যাকে যাদবপুর-ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সহ-সভাপতি পদ থেকে সাসপেন্ড করে তৃণমূল ছাত্র পরিষদ।
প্রান্তিক শনিবারও জানিয়েছেন, 'দলের সিদ্ধান্ত নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু আমার শিল্পী সত্ত্বাকেও যেন গুরুত্ব দেওয়া হয়।' শাসক দল কি ভয় পাচ্ছে? এই প্রশ্নের জবাবে রাজন্যা How-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘এটার উত্তর আমি দিতে পারব না, দল পারবে। তবে একটা জিনিস আমার কাছে খুব দৃঢ়ভাবে মনে হতে শুরু করেছে। আমার শিল্পভাবনা আমার রাজনৈতিক ভাবনার থেকে আলাদা হবে। আর এই শর্ট ফিল্ম নিয়ে যা উত্তর, সব উত্তর ২ তারিখ ছবিটা যখন রিলিজ করবে তখন জানা যাবে’।
তিনি আরও বলেন, 'আমাকে তো দলই প্রতিবাদ করতে শিখিয়েছিল। সেখানে দল প্রতিবাদ করতে গিয়ে আটকাবে সেই ভাবনা কী করে মাথায় আসবে? আমার শর্টফিল্মেও তো প্রতিবাদের ভাবনাই রয়েছে। তাই আমি ভাবতে পারব না, যে আমার দল আমাকে বাধা দেবে….'। রাজন্যা আরও স্পষ্ট করেন, তাঁকে সাসপেন্ড করেছে তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্বে থাকা ব্যক্তি, মুখ্যমন্ত্রী নন। আরও বলেন, তাঁদের তৃণমূল কর্মী হিসাবে সাসপেন্ড হননি, শুধুমাত্র দলীয় পদ গেছে। দলের সঙ্গেই রয়েছেন তিনি। জানিয়ে দেন রাজন্যা।