আরিয়ান খান পরিচালিত ওয়েব সিরিজ ‘ব্যাডস অফ বলিউডে’ অভিনয়ের সুবাদে ফের একবার লাইমলাইটে উঠে এসেছেন রজত বেদী। হালে একটি পুরানো সাক্ষাত্কারের জন্য আচমকা চর্চায় রয়েছেন রজত। সেখানে তিনি বলিউডের দাবাং খানের বিরুদ্ধে কড়া অভিযোগ এনেছিলেন। রজত জানান, 'রাধে' ছবির জন্য তাঁকে নির্বাচিত করা হয়েছিল, তবে সলমন তাঁকে শেষ মুহূর্তে ছবি থেকে সরিয়ে দেন। রজত ভেবেছিলেন, দীর্ঘদিন রুপোলি পর্দা থেকে দূরে থাকার পর এই ছবির সঙ্গে দারুণ প্রত্যাবর্তন হবে। সলমনের সঙ্গে কাজ করতে পারবেন, এই ভেবে উচ্ছ্বসিত থাকলেও সুপারস্টার সলমন তাঁকে সিনেমা থেকে সরিয়ে দেন।
সলমন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি আরও ভাল প্রত্যাবর্তন করবেন। রজত বলেন, ‘আমি মুকেশ ছাবরার অফিস থেকে ফোন পেয়েছিলাম যে আপনি রাধে জন্য নির্বাচিত হয়েছেন। ছবির লেখকের সঙ্গে দেখা করে আমিও খুব খুশি হয়েছিলাম। তারাও খুব খুশি ছিল। রাধের সাথে, আমি ভেবেছিলাম আমি একটি দুর্দান্ত প্রত্যাবর্তনের সুযোগ পাব’। রজত বলেন, ‘এটি একটি দুর্দান্ত প্রজেক্ট এবং বিশেষত ভাইয়ের সঙ্গে কাজ করার ইচ্ছে সবার মনেই থাকে। সলমন ভাইয়ের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক, সেলিম সাহেব এবং আমার বাবা নরেন্দ্র বেদীর খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি খুব উত্তেজিত ছিলাম কিন্তু ভাই (সলমন) আমাকে ডেকেছিল। যখন আমার ভাই জানতে পারলেন যে রজত এই চরিত্রে অভিনয় করতে চলেছেন, তখন আমার ভাই আমাকে বলেছিলেন, ’রজত একটু অপেক্ষা করো। আমি আপনাকে এমন একটি প্রত্যাবর্তন দিতে চাই যা রাধের চেয়ে অনেক ভাল হবে। ভাই বলল, আমি চুপ করে রইলাম। আমি বললাম, কোনও সমস্যা নেই ভাই। তিনি বলেন, রজত, তোমার উচ্চতা, ব্যক্তিত্ব খুব ভালো। আপনি খুব ভালো রক্ষণাবেক্ষণ করেছেন। আমি খুব শিগগিরই আপনাকে একটি বড় প্রত্যাবর্তন দেব। আমি বললাম, 'ঠিক আছে ভাই'। ভাইয়ের কথা না শোনার সাধ্যি কার?
'ব্রোকেন হার্ট, ব্যাডস অব বলিউড'-এর পর নতুন করে চর্চায় রজত বেদী। প্রভুদেবা তাঁকে রাধের জন্য ডেকেছিলেন তবে সলমনের মনে হয়েছিল সেই চরিত্রের জন্য উপযুক্ত নন রজত। এরপরই হৃদয় ভেঙে যায় অভিনেতার।