সুপুরুষ অভিনেতা হলেও তেমন ভাবে বলিউডে নিজের জায়গা অর্জন করতে পারেননি রজত বেদী। যেটুকু অভিনয় করেছেন, তার মধ্যে বেশিরভাগ ছবিতে নেগেটিভ চরিত্রই অভিনয় করতে দেখা দিয়েছে তাঁকে। দীর্ঘদিন পর আরিয়ান খান পরিচালিত সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’ -এ কাজ করার সুযোগ পান তিনি।
আরিয়ান খানের এই সিরিজেও বারবার তুলে ধরা হয়েছে রজতের কাজ না পাওয়ার যন্ত্রণাকে। তবে এই সিরিজে অসাধারন অভিনয় করে আবার লাইমলাইট নিয়ে নিয়েছেন অভিনেতা। তবে শুধু এই একটি বিষয়ের জন্য নয়, আরও একটি কারনে সোশ্যাল মিডিয়ার শিরোনামে রয়েছে রজত বেদীর নাম।
আরও পড়ুন: লাল পাড় সাদা শাড়িতে সেজে উঠলেন নুসরত, করলেন মায়ের বরণ
আরও পড়ুন: 'মা ছাড়া সংসার অসম্পূর্ণ...', কবিরের সঙ্গে সিঁদুর খেলায় মাতলেন কোয়েল
সম্প্রতি রজত বেদীর পুরনো একটি পডকাস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যা নিয়ে তৈরি হয় বিতর্ক। অভিনেতার দাবি অনুযায়ী, গত বছরের একটি পুরনো সাক্ষাৎকারকে এমন ভাবে কেটে ছেঁটে ভাইরাল করা হয়েছে, যার সম্পূর্ণ অর্থ অন্য হয়ে দাঁড়ায়। তিনি বলেন, ‘মুকেশ খান্না চলচ্চিত্র নির্মাতা রাকেশ রোশন এবং তাঁর কানাডায় চলে যাওয়ার বিষয়ে তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করেছিলেন।’
অভিনেতার দাবি, তিনি যা বলেছিলেন তার পুরোপুরি ভুল ব্যাখ্যা করা হয়েছে। রাকেশ রোশনকে নিয়ে কখনওই তাঁর মনে কোন ক্ষোভ ছিল না। ‘কোই মিল গেয়া’ ছবি মুক্তির পর তিনি কানাডায় পাড়ি দিয়েছিলেন, কিন্তু সেটা পুরোপুরি ব্যক্তিগত কারণে।
রজতের দাবি, ব্যাপারটা কেমন ভাবে দেখানো হয় যাতে মনে হয় রাকেশ রোশন ছবির প্রচার থেকে তাঁকে বাদ দিয়ে দেওয়ায় তিনি অভিমানে দেশ ছেড়েছিলেন। এটা সম্পূর্ণ ভুল এবং অন্যায়। শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য এমনটা করা যাই বলে মনে করেন না অভিনেতা।
আরও পড়ুন: লাল শাড়িতে নতুন বউ সেজে মাকে বরণ করলেন শুভশ্রী, গোলাপি পাঞ্জাবিতে সঙ্গ রাজের
আরও পড়ুন: অভিষেকের কোলে ছোট্ট কুমারী, নবমীর সকালে আবেগপ্রবণ সাইনা
রাকেশ প্রসঙ্গে অভিনেতা জানিয়েছেন, রাকেশ স্যার নিজে অভিনয় করে বুঝিয়ে দিতেন যাতে আমরা চরিত্রটা বুঝতে পারি। উনি ভীষণ ভালো একজন পরিচালক। আমার সঙ্গে ওঁর সম্পর্ক ভীষণ ভালো। তাই আমার ওঁকে নিয়ে কোনও কথাকে বিকৃতভাবে ছড়িয়ে দেওয়ার আমি ভীষণ কষ্ট পেয়েছি।
কানাডায় যাওয়ার ব্যাপারে রজত বলেন, ওটা কোন পেশাগত অভিমান ছিল না, বরং বাস্তবতার মুখোমুখি হওয়ার জন্যই আমি দেশ ছেড়েছিলাম। তখন আমার কাছে খ্যাতি ছিল, কাজ ছিল কিন্তু স্থিতিশীলতা ছিল না। সংসার চালানো ভীষণ কঠিন হয়ে উঠেছিল তাই ওই সিদ্ধান্ত নিয়েছিলাম আমি।