কলকাতার উপকণ্ঠে এক ফার্মহাউজের জমি থেকে উদ্ধার হয় দুটি কঙ্কাল। এই ফার্ম হাউজের মালিক হলেন পাহাড়ের ধনী ব্যবসায়ী। সমাজসেবী হিসেবেও তিনি বেশ জনপ্রিয়। শোনা গিয়েছে, তিনি নাকি এবার নির্বাচনেও লড়তে পারেন। সেই জনপ্রিয় 'সুপ্রিয় মুখোপাধ্যায়'কে এবার জিজ্ঞাসাবাদ করার দায়িত্ব নিয়েছে রজতাভ দত্ত!! কিন্তু তিনি অভিনয় ছেড়ে এইসব কেন করছেন? ভাবছেন ব্যাপারটা কী? আসলে তিনি আবার ফিরছেন 'নলিনীকান্ত' হয়ে। এই সিরিজের প্রথম সিজেন খুব ভালো প্রতিক্রিয়া পাওয়ার পর, আবার 'ইন্সপেক্টর নলিনীকান্ত'কে নতুন সিজনে ফিরিয়ে আনছে ক্লিক ওটিটি প্ল্যাটফর্ম। সৌমিক চট্টোপাধ্যায়ের পরিচালনায় 'ইন্সপেক্টর নলিনীকান্ত-২' আসছে।
এই সিরিজের নাম ভূমিকায় রয়েছেন রজতাভ দত্ত। এছাড়াও এই সিরিজে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অমৃতা চট্টোপাধ্যায়, সুপ্রভাত দাস, ছন্দক চৌধুরী, রাজা চট্টোপাধ্যায়, মানস মুখোপাধ্যায়, মধুমিতা সেনগুপ্ত ও দেবাদ্রিতা। গল্প ও চিত্রনাট্য লিখেছেন রুদ্র। সম্পাদনা করছেন কৌস্তভ সরকার।
আরও পড়ুন: ক্যানসারের সঙ্গে লড়াই, মুঠো মুঠো চুল উঠে যাচ্ছে, মানসিক যন্ত্রণায় কঠিন পদক্ষেপ নিলেন হিনা খান
এবার সিরিজের দেখা যাবে ফার্ম হাউজ খুনের রহস্যের জট খুলতে পাহাড়ে স্ত্রী 'পরমা'কে নিয়েই হাজির হবে 'নলিনীকান্ত'। তাঁদের অভ্যর্থনা জানাবে লোকাল থানার সাব-ইন্সপেক্টর, নলিনীকান্তরের জুনিয়র শাক্য। এরপরে একের পর এক খুন হতে থাকে। রহস্যের জাল ঘনীভূত হয়। নলিনীকান্ত কি পারবে সেই রহস্য ভেদ করতে তা জানতে হলে চোখ রাখতে হবে ক্লিকের পর্দায়।
এই সিরিজে নিজের চরিত্র নিয়ে রজতাভ দত্ত বলেন, 'একটি সিরিজ যখন প্রথম সিজন পর আবার দ্বিতীয় সিজন নিয়ে ফিরছে, তখন বুঝতে হবে দর্শকেরা সেটা পছন্দ করেছেন। আর নলিনীকান্তের মধ্যে যেটা সবচেয়ে আকর্ষণীয়, সেটা হল নলিনীকান্ত কিন্তু সুপারকপ নয়। সে একজন স্নেহশীল মানুষ, সবটা অনুভব করে। তার বয়স বেড়েছে তাই কিছুটা অগোছালো সে, সুস্থও নয় পুরোপুরি। কিন্তু সে প্রকৃতই আইনের রক্ষক। আমাদের গত সিরিজে, আমরা দর্শকদের কাছ থেকে অনেক প্রশংসা পেয়েছিলাম। তাই এবার তাঁদের আরও একটু বেশি কিছু দিতে চাই আমাদের পক্ষ থেকে। সেই জন্যই এবার গত সিজনের মতো আমরা এবার কেবল কলকাতায় আবদ্ধ নেই। এবার আমরা ডুয়ার্সে শুট করেছি। সেটা বেশ কঠিনও ছিল।'
সিরিজের নতুন অধ্যায় নিয়ে কী বললেন পরিচালক সৌমিক চট্টোপাধ্যায়, 'ইন্সপেক্টর নলিনীকান্ত চরিত্রটি আমার সৃষ্ট সবচেয়ে কাছের মানুষ, গোয়েন্দাদের মধ্যে অন্যতম। তার চারিত্রিক বৈশিষ্ট্য শুধু দর্শকরাই নয়, অভিনেতারাও ভালোবেসেছেন। বিভিন্ন বয়সের দর্শকদের কাছেও এই চরিত্রটা গ্রহণযোগ্য। সেই কারণেই দ্বিতীয় সিজন আনার পরিকল্পনা। আর এইবার, নলিনীকান্ত আমাদের শহরের সীমানায় আবদ্ধ নয়, সে রহস্যের সমাধান করতে পাড়ি দিয়েছে উত্তরবঙ্গের ডুয়ার্সে।'