খবর বলছে পুজোর পর ৩টি ধারাবাহিক আসছে নতুন। ইতিমধ্যেই স্বস্তিকা দত্ত, শ্বেতা ভট্টাচার্যদের ছোট পরদায় ফেরার কথা শোনা গিয়েছে। আর এবার খবর ফিরছেন টলিউডের দুই পরিচিত মুখ। নায়কটি একসময় টিভিতে কাজ করলেও, এখন সে বেশি কাজ করে ওয়েব সিরিজে। ভাবছেন কে সে?
স্টার জলসায় নতুন জুটি নিয়ে আসতে চলেছেন চিত্রনাট্যকার সাহানা দত্ত। আর তাতে নায়ক চরিত্রে কাজ করার কথা চলছে রাজদীপ গুপ্ত-র। আর বিপরীতে থাকবেন নবনীতা দাস। অভিনেত্রীকে কিছুদিন আগে অবধি দেখা গিয়েছিল ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিকে। তারপর বেশ মাসকয়েকের বিরতি নিলেন। যদিও মাঝে স্বামী জিতু কমলের সঙ্গে অংশ নিয়েছিলেন স্টার জলসার রিয়েলিটি শো ‘ইস্মার্ট জোড়ি’-তে।
আর রাজদীপ তো আজকাল ওয়েবপাড়ার পাকা বাসিন্দা। হইচই-এর একাধিক সিরিজে কাজ করেছেন তিনি। যদি সব কথা ফাইনাল হয়, তাহলে প্রায় বছর ছয় পর ফিরবেন রাজদীপ। ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিক দিয়ে সকলের মন কেড়েছিলেন। কাজ করেছেন ‘জাপানি টয়’, ‘মিসম্যাচ’-এর মতো সিরিজে। তাঁকে দেখা গিয়েছে মধুমিতার সঙ্গে ‘উত্তরণ’-এও। কাজ করেছেন অঞ্জন দত্তের পরিচালনায় 'মার্ডার ইন দ্য হিলস'-এর মতো জনপ্রিয় সিরিজেও।
ছোট পরদায় কামব্যাক প্রসঙ্গে রাজদীপ সংবাদমাধ্যমকে জানান, ‘এখনও কিছুই চূড়ান্ত হয়নি। আমি কিছু বলতে পারব না এই বিষয়ে।’ শোনা যাচ্ছে পুজোর পরেই সমস্তটা অফিসিয়াল হবে। এখনও প্রাথমিক পর্যায়েই রয়েছে। তবে কেন্দ্রীয় চরিত্রে রাজদীপ আর নববীতাকে ভেবেই কাজ এগনো হচ্ছে। আর যদি এটাই ঠিক থাকে তাহলে আরও একটা জুটি পাবে টেলিদুনিয়া।