বাংলা নিউজ > বায়োস্কোপ > Rajdeep Gupta: ধুতির 'পকেটহীন'তার সমস্যা মেটালেন রাজদীপ! কী করলেন পঞ্চমীর বর?

Rajdeep Gupta: ধুতির 'পকেটহীন'তার সমস্যা মেটালেন রাজদীপ! কী করলেন পঞ্চমীর বর?

ধুতির 'পকেটহীন'তার সমস্যা মেটালেন রাজদীপ

Rajdeep Gupta: ধুতির পকেট হয় না, তাই বলে কি ফোন কাছে রাখা যাবে না? এই সমস্যা দূর করতে রাজদীপ কী করলেন জানেন? দেখুন!

ইলাস্টিক দেওয়া ধুতির মতো পকেটওয়ালা ধুতি কেন হয় না? পকেটওয়ালা শাড়ি মিললেও, পকেটওয়ালা ধুতি কেন মেলে না। প্রতিবাদী পুরুষরা এ হেন প্রশ্ন তুলতেই পারেন। অসুবিধার কিছু নেই। সত্যি তো ধুতিতে কি আর ফোন রাখা যায় বলুন? কতই না অসুবিধা হয়। বিশেষ করে যাঁদের পকেটে হাত রেখে চলা ফেরা করার অভ্যাস। এবার তাঁদের জন্যই নতুন একটি উপায় খুঁজে বের করলেন অভিনেতা রাজদীপ গুপ্ত। কী করলেন তিনি? আসুন দেখে নেওয়া যাক!

দেখুন, বাঙালি, তথা ভারতীয়দের বিশেষ নাম ‘জুগাড়’ করার জন্য। কোনও চাপ হলেই তাঁরা ঠিক ম্যানেজ করে নেয়। সে সাইকেলের সিটের সমস্যা হোক থেকে আলো, কিছুই বাদ দেয় না। কিন্তু তাই বলে ধুতির পকেটের বিকল্প এটা হবে কেই বা আর ভেবেছিল! পঞ্চমীর সেটে এখন কালনাগিনী আর পঞ্চমীর 'বাবু'র বিয়ের শ্যুটিং চলছে। আর বাঙালি বাড়ির বিয়ে মানেই ছেলেকে ধুতি পরতে হবে। আর সেই ধুতি পরতে গিয়ে সকলেই এক দারুণ বুদ্ধি দিলেন রাজদীপ।

ভিডিয়োতে দেখা যাচ্ছে অভিনেতা একটি স্যান্ডো গেঞ্জি এবং ধুতি পরে ঘুরছেন। অথচ তাঁর হাত দুটি পকেটে রাখা! নিচে উঁকি মারছে প্রিন্টেড শর্টস! কী বুঝলেন না? আসলে অভিনেতা ধুতির নিচে শর্টস পরেছেন। সে অনেকেই পরেন। কিন্তু তাই বলে ধুতি তুলে এবার তার পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে থাকবেন!

যখন তাঁকে একজন এমন কাণ্ডের জন্য খ্যাপাচ্ছেন তখন অভিনেতা বলেন, 'ধুতির পকেট হয় না। ফোন রাখতে অসুবিধা হয়। এরম হাফ প্যান্ট পরে থাকলে সহজেই পকেটে ফোন রাখা যায়।' তিনি আরও বলেন, 'এটা মেন্টাল পিস। রিল্যাক্স করতে ইচ্ছে করলেও পকেটে হাত রাখা যায়!' ঠিকই তো, একটা জিনিস কত কিছুর সাহায্য করে।

তবে তাঁর এমন কাণ্ড দেখে অনেকেই মজা পেয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'জুগাড় প্রো ম্যাক্স!' আরেক ব্যক্তি লেখেন, 'তোমার লেভেলই আলাদা। ৫ বছর মিশনে পড়েও এটা ভাবিনি।' রাজদীপের আরেক অনুরাগী লেখেন, 'ধুতি আল্ট্রা প্রো ম্যাক্স।'

বর্তমানে রাজদীপকে পঞ্চমীতে দেখা যাচ্ছে মুখ্য ভূমিকায়। এই ধারাবাহিকটি স্টার জলসায় সম্প্রতচারিত হয় রাত ৮.৩০ টা থেকে।

বন্ধ করুন