টলিউডের অভিনেত্রী তন্বী লাহা রায়ের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বহু টলি-তারকাই। তবে আলাদাভাবে নজরে এল রাজদীপ গুপ্তার একটি পোস্ট। বেশ কয়েকটি ছবি দিয়েছেন তিনি মিঠাই-খ্যাত এই অভিনেত্রীর সঙ্গে। আর ভালোবাসা মাখা একটি ক্যাপশন। যা দেখে নেটিজেনদের মনে প্রশ্ন, ‘প্রেম চলছে না তো?’
রাজদীপের শেয়ার করা প্রথম ছবিটা তোলা তন্বীরই বাড়ির ব্যালকনিতে। গ্রিলে হেলান দিয়ে অভনেত্রী। আর তন্বীর হায়ে হালকা ঠেঁস দিয়ে রাজদীপ। পিছন থেকে হাতটি কোমরে জড়িয়ে রেখেছেন। পরের ছবি চায়ের কাপ হাতে। কোনও এক কথায় বেজায় হাসছেন। তৃতীয় ছবিটিও একই লোকেশনে। চার নম্বর ছবিটি সাদাকালো। সেলফি তুলেছেন তন্বী। পিছনে রাজদীপ, কারও সঙ্গে কথা বলছেন ফোনে।
আরও পড়ুন: ‘যদি খারাপ মানুষের শরীর-মন থেকে দুর্গন্ধ ছড়াত…’, দেবযানীর প্রতিই কি ফের অভিযোগ ঋষি কৌশিকের?
‘আচ্ছা ঠিক আছে… আজকের দিনটা তোমার… আর আগামীকাল ও তার পরের দিনও তোমার… এমন একটা দিন কাটাও যা ভালোবাসা, হাসি আর আনন্দে পরিপূর্ণ, যা তোমাকে খুশি রাখে। আজকের দিনটাও খুশি থাকো, বাদবাকি দিনগুলোও। হ্যাপি বার্থ ডে এইচ এস।’
বলা বাহুল্য, তন্বীর জন্মদিনে রাজদীপের এই পোস্ট বিশেষ করে নজর কাড়ল সকলের। টলিপাড়ার অন্য এক অভিনেত্রী স্বস্তিকা দত্ত কমেন্টে লিখলেন, ‘আমিও ঠিক এমনটাই চাই… হ্যাপি বার্থ ডে তন্বী।’ মিশমি দাস, ইশা সাহা, দেবচন্দ্রিমা সিংহ রায়, সুস্মিতা দে, দিয়া মুখোপাধ্যায়রা এই পোস্টে লাইক করেছেন।
আরও পড়ুন: যিশুকে আনফলো, নীলাঞ্জনার ঢাল! মা-বাবার বিচ্ছেদ কীভাবে সামলাচ্ছেন সারা, দিলেন ছবি
এক নেট-নাগরিকের মনে প্রশ্ন, ‘এটা সুন্দর… তোমরা কি প্রেম করছ?’ আরেকজন লিখলেন, ‘মিষ্টি।’ সঙ্গে অনেকগুলো লাভ ইমোটিকন। প্রসঙ্গত, জি বাংলার বাক্স বদল সিরিয়ালে একসঙ্গে কাজ করেছিলেন তন্বী আর রাজদীপ।
আরও পড়ুন: বউয়ের ধূমপান-মদ্যপানে বিরক্ত, ১২ বছরে নেননি সন্তান, কী করে আলাপ ঋষি-দেবযানীর
কদিন আগেই মা-কে হারিয়েছেন তন্বী। দীর্ঘ অসুস্থতার পর না ফেরার দেশে চলে যান অভিনেত্রীর মা। সেই শোক কাটিয়ে উঠে, ধীরে ধীরে জীবনের স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছেন। কাজের সূত্রে, তন্বীর ছোট পর্দায় শেষ কাজ ছিল মিঠাই। এছাড়াও মিমি ও আবীর চট্টোপাধ্যায়ের আলাপে-ও তাঁকে দেখা গিয়েছে।