গোপনে বিয়ে সেরে ফেললেন রাজদীপ গুপ্ত! সোশ্যাল মিডিয়ায় বিয়ের বেশে একাধিক ছবি পোস্ট করে চমক অভিনেতার! অবশ্য এখন তো ভালোবাসার নয়, বিয়ের মরশুম। আর অনেকেই গোপনে বিয়ে টিয়ে সেরে আচমকাই ছবি পোস্ট করে সবাইকে চমকে দিচ্ছেন। অভিনেতাও কি এবার সেই দলে নাম লেখালেন?
সোশ্যাল মিডিয়ায় দুটি বিয়ের সাজে ছবি পোস্ট করেন অভিনেতা। ইনস্টাগ্রামে তাঁর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে তিনি তসরের ধুতি এবং পাঞ্জাবি পরে আছেন। তাঁর গলায় রজনীগন্ধা এবং গোলাপের মালা। মাথায় টোপর। পায়ে চপ্পল। এক্কেবারে পারফেক্ট বরবেশ যাকে বলে আর কী! দুটি ছবিতেই তাঁকে একটি হাতে টানা রিক্সায় বসে পোজ দিতে দেখা গিয়েছে। মুখে লেগে আছে চেনা হাসি। কিন্তু ব্যাপার ঠিক কী?
এই ছবি দুটি পোস্ট করে অভিনেতা লেখেন, 'ওই আর কি!' তাঁর এই কাণ্ড দেখে ব্যোমকে গেছেন অনেকেই। বিষয়টা কেউই ঠাওরাতে পারছেন না।
আসলে এখন তাঁকে পঞ্চমী ধারাবাহিকে দেখা যাচ্ছে। সেখানে তাঁর বিয়ের তোড়জোড় চলছে। সেটা সেই শ্যুটিংয়ের দৃশ্য, নাকি অন্য কোনও প্রজেক্ট বা ফটো শ্যুট সেটা স্পষ্ট নয়। তবে অনেকেই বিষয়টায় মজা পেয়েছেন।
এক ব্যক্তি তাঁর এই পোস্টে কমেন্ট করেন, 'সেরেই ফেল এবার।' আরেকজন লেখেন, 'ওমা! মাকে পাঠাচ্ছি এটা।' তাঁর এক অনুরাগী মশকরা করে লেখেন, 'কখন আসবে আমি তো রেডি!' বুঝুন কাণ্ড।
ওদিকে পঞ্চমী ধারাবাহিকে পঞ্চমীর সঙ্গে একপ্রস্থ বিয়ে সেরেছেন অভিনেতা। এদিকে তাঁর আবার বিয়ে ঠিক হচ্ছে কালনাগিনীর সঙ্গে। যদিও কালনাগিনীর উদ্দেশ্য তাঁকে এক ছোবলে ছবি বানানোর, কিন্তু তাঁর বাড়ির লোক সেটা বুঝলে তো! পঞ্চমী যদিও চেষ্টা করছে তাঁর 'বাবু' কে আটকানোর, বাঁচানোর। যদিও জানা নেই শেষ পর্যন্ত কে জিতবে। আপাতত টানটান উত্তেজনা রয়েছে ধারাবাহিকে।
বর্তমানে এই ধারাবাহিক স্টার জলসায় রাত ৮টা থেকে দেখা যাচ্ছে রোজ।