মৌসুমী চট্টোপাধ্যায় ১৬ বছর বয়সে হেমন্ত মুখোপাধ্যায়ের ছেলে জয়ন্ত মুখোপাধ্যায়কে বিয়ে করেন। তাঁদের দুটি সন্তান। কিন্তু অভিনেত্রীকে এই সন্তানদের নিয়ে কুরুচিকর প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। আর সেই প্রশ্ন কে করেছিলেন জানেন? রাজেশ খান্না! এতদিন পর অবশেষে গোটা ঘটনায় মুখ খুলেছেন এই বর্ষীয়ান অভিনেত্রী।
মৌসুমী জানান তিনি যখন গর্ভবতী তখন তাঁকে রাজেশ খান্না নোংরা ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করেছিলেন। তিনি তাঁর থেকে জানতে চেয়েছিলেন, 'গর্ভে কার সন্তান তোমার? বিনোদ মেহরার?' এই প্রশ্ন শুনে রীতিমত রেগে গিয়েছিলেন অভিনেত্রী।
রাজেশের প্রশ্নের পাল্টা প্রশ্ন মৌসুমীও ছুঁড়ে দেন তাঁকে। এ হেন প্রশ্নের পর তাঁকে তিনি মোটেই রেয়াত করেননি। রাজেশ যখন মৌসুমীকে এই প্রশ্ন করেন তখন তাঁর নিজের স্ত্রী ডিম্পল কাপাডিয়াকে নিয়েই বিস্তর চর্চা, আলোচনা চলছে। ঋষি কাপুরের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে তখন জল্পনা তুঙ্গে। পর্দাতেও তাঁদের জুটি যেমন হিট ছিল তেমনই বাস্তবের রোম্যান্সও। আর মৌসুমীকে যখন রাজেশ এমন প্রশ্ন করেন তিনি এই বিষয়কে খোঁচা মেরে রাজেশকে পাল্টা আক্রমণ শানান। বলেন, ডিম্পলের সন্তানেরা কার? তাঁর নাকি ঋষির?
সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই পুরনো ঘটনা মনে করেছেন মৌসুমী চট্টোপাধ্যায়। প্রসঙ্গত তাঁর দুই মেয়ের নাম পায়েল ও মেঘনা। পায়েল অর্থাৎ অভিনেত্রীর ছোট মেয়ে ২০১৯ সালেই মাত্র ৪৫ বছরে প্রয়াত হয়েছেন।
এই বর্ষীয়ান অভিনেত্রীকে শেষবার পিকু ছবিতে দেখা গিয়েছিল। সুজিত সরকারের এই ছবিটি ২০১৫ সালে মুক্তি পেয়েছিল। এছাড়া তাঁকে গয়নার বাক্স ছবিতেও দেখা গিয়েছিল। মৌসুমী চট্টোপাধ্যায় সম্প্রতি তাঁর কেরিয়ারের বিষয়ে একটি সাক্ষাৎকারে জানালেন নানা অজানা কথা। তিনি জানান গুলজার পরিচালিত ছবি কোশিশের জন্য তিনি ৩ দিন শুট করেছিলেন। তারপর তাঁকে বদলে জয়া বচ্চনকে তাঁর জায়গায় নেওয়া হয়। এই ছবিটি ১৯৭২ সালে মুক্তি পেয়েছিল।