বাংলা নিউজ > বায়োস্কোপ > প্রতি এপিসোডের জন্য মিলবে ৩.৫ কোটি, তবুও কেন বিগ বসের লোভনীয় অফার ফিরিয়ে দিয়েছিলেন রাজেশ খান্না?

প্রতি এপিসোডের জন্য মিলবে ৩.৫ কোটি, তবুও কেন বিগ বসের লোভনীয় অফার ফিরিয়ে দিয়েছিলেন রাজেশ খান্না?

কেন বিগ বসের লোভনীয় অফার ফিরিয়ে দিয়েছিলেন রাজেশ খান্না?

Bigg Boss-Rajesh Khanna: বিগ বসের জন্য প্রস্তাব নিয়ে যাওয়া হয় রাজেশ খান্নার কাছে কিন্তু তিনি সেটা গ্রহণ করেননি। উল্টে ফিরিয়ে দিয়েছিলেন লোভনীয় অফার। কিন্তু কেন?

ভারতীয় সিনেমা তথা বলিউডের প্রথম সুপারস্টার বলা হতো তাঁকে। আজ তাঁর মৃত্যুর পরও তাঁকে নিয়ে চর্চা চলে। আর এ হেন তারকা রাজেশ খান্নার কাছেই একবার গিয়েছিল বিগ বসের প্রতিযোগী হওয়ার অফার। কিন্তু তিনি সেই অফার মোটেই গ্রহণ করেননি না। উল্টে ফিরিয়ে দিয়েছিলেন। প্রসঙ্গত সেই সময় রাজেশ খান্নার কাছে অত ছবির অফার আসত না।

আরও পড়ুন: সাদা কাগজে হাতে লেখা জনগণমনর ইংরেজি অনুবাদ, ছবিতে দেখতে পাওয়া হাতের লেখা কার চিনতে পারছেন?

আরও পড়ুন: রং চড়ানো নয়, শুভশ্রী যেন বুদ্ধদেব গুহর উপন্যাসেরই সেই 'মোটাসোটা নায়িকা'! কেমন হল রাজের বাবলি?

কী বলেছিলেন রাজেশ খান্না?

জানা গিয়েছে রাজেশ খান্নার যাচ্ছে যখন বিগ বসে অংশ নেওয়ার অফার গিয়েছিল তখন তাঁকে বলা হয় এপিসোড প্রতি তাঁকে তিন কোটি ৫০ লাখ টাকা করে দেওয়া হবে। কিন্তু তিনি সেটা ফিরিয়ে দেন। এই তথ্য অভিনেতা মারা যাওয়ার পর এক সাংবাদিক আলি পিটার জন প্রকাশ্যে এনেছিলেন। তিনিও প্রয়াত হয়েছেন। রেডিইফের তরফে যখন আলির একটি সাক্ষাৎকার নেওয়া হয়েছিল তখনই তিনি এই কথা জানিয়েছিলেন। সেই সাংবাদিক জানান, 'একবার বিগ বসের নির্মাতারা আমায় ফোন করে ওঁর সঙ্গে একটা মিটিংয়ের ব্যবস্থা করে দিতে বলেন। ওঁরা ওঁকে বিগ বস হাউজে চেয়েছিল।' কিন্তু উনি নিজেই এই প্রস্তাব ফিরিয়ে দেন। বলেন, 'না না, রাজেশ কেন এই ধরনের শো করবে?'

আলি আরও জানিয়েছিলেন যদিও তিনি এই কথা বলার পরও রাজেশ খান্নাকে বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু অভিনেতা সেটা মোটেই শোনেননি। রাজি হননি। যদিও বেশ অনেক পরে যখন অবশেষে বর্ষীয়ান অভিনেতা সম্মতি জানান ততক্ষণে চ্যানেল আর তাঁকে সেই শোতে রাখতে আগ্রহী ছিল না। রাজেশ খান্নার মৃত্যুর দুই মাস আগে এই সাংবাদিকের সঙ্গে অভিনেতার শেষ দেখা হয়েছিল।

আরও পড়ুন: 'প্রশাসনকে লাথি মারতে পারছ না? মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করো',আরজি কর প্রসঙ্গে ফের সরব রোদ্দুর রায়

২০১৩ সালের ১৮ জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজেশ খান্না। ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করে অবশেষে হার মানেন। ২০১১ সাল থেকেই তাঁর স্বাস্থ্যের অবনতি হতে থাকে।

বায়োস্কোপ খবর

Latest News

টানা ১০ ম্যাচে হারের ধারা কাটিয়ে ভারতের বিরুদ্ধে রেকর্ড জয় নিউজিল্যান্ডের 'পুলিশ এই লাথি মারল ডাক্তারদের মুখ্যমন্ত্রীকে ভরসার উপর', সোচ্চার বিজেপি ‘ইজরায়েলি টাইম মেশিন’ দিয়ে বয়স কমানোর প্রতিশ্রুতি দিয়ে ৩৫ কোটি প্রতারণা দম্পতির সায়ন্তকে ভুলে শুভ্রজিতের গলাতে মালা দিলেন প্রিয়াঙ্কা, আইনি বিয়ে সারলেন নায়িকা স্কুলের বাচ্চাদের নিয়ে পিকনিকে যাচ্ছিল বাস, ঘুমিয়ে গেলেন চালক, মৃত ১, আহত ৫ ভয় পাই না, জামশেদপুর আমাদের হোম গ্রাউন্ডের মতোই; ম্যাচের আগে হুঙ্কার বিনোর রত্নগর্ভাদের ‘আলো’ই আলোকিত করছে কাশী বোস লেনের পুজো, থিমের নেপথ্যে বাংলার ইতিহাস আদালতের বাইরেই মিটমাট! CBFC-র দাবি মেনে ইমার্জেন্সি-তে ১৩টি বদল আনবেন কঙ্গনা শনিবার থেকে শুরু হয়ে যাবে রাজ্য সরকারি কর্মচারিদের ছুটি, টানা ১৬ দিন বন্ধ নবান্ন আরজি করের 'দুর্ঘটনা দুঃখজনক', পুজো উদ্বোধনের মধ্যেই মন্তব্য মুখ্যমন্ত্রীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.