বাংলা নিউজ > বায়োস্কোপ > Rajesh Khattar-Ishaan Khatter: নীলিমার সঙ্গে বিচ্ছেদ, ছেলে ঈশান কেন বাবাকে নিয়ে এক্কেবারে চুপ? মুখ খুললেন রাজেশ খট্টর

Rajesh Khattar-Ishaan Khatter: নীলিমার সঙ্গে বিচ্ছেদ, ছেলে ঈশান কেন বাবাকে নিয়ে এক্কেবারে চুপ? মুখ খুললেন রাজেশ খট্টর

রাজেশ খট্টর-ঈশান খট্টর ও নীলিমা আজিম

রাজেশ খট্টর বলেন, তাঁর ও ছেলে ঈশানের মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে, একে অপরের জীবনে কখন কী ঘটছে সেবিষয়ে তাঁরা ওয়াকিবহাল। তবে রাজেশের কথায়, ‘আমার আর নীলিমার যখন বিচ্ছেদ হয় তখন ঈশান মাত্র ৫ বছরের। আর বাবা-মায়ের সম্পর্কে এমন ঘটনা শিশু মনকে প্রভাবিত করে সেকথা অস্বীকার করার উপায় নেই।’

অভিনেতা হিসাবে ঈশান খট্টর এখন ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ পরিচিত মুখ। ব্যক্তিগত জীবনে শাহিদ কাপুরের ভাই হিসাবেই তাঁকে সকলে চেনেন। অনেকেই হয়ত জানেন না, ঈশান হলেন শাহিদ কাপুরের সৎ ভাই। অর্থাৎ শাহিদের মা নীলিমা আজিম ও তাঁর দ্বিতীয় পক্ষের স্বামী রাজেশ খট্টরের সন্তান হলেন ঈশান। তবে বাবা রাজেশ খট্টরকে নিয়ে কখনওই বিশেষ কথা বলতে শোনা যায়নি ঈশানকে। সম্প্রতি সেবিষয়েই মুখ খুলেছেন রাজেশ।

সম্প্রতি রাজেশ খট্টর স্বীকার করে নিয়েছেন নীলিমা আজিমের সঙ্গে তাঁর বিবাহ-বিচ্ছেদ ছেলে ঈশানকে প্রভাবিত করেছিল। নীলিমার সঙ্গে যখন তাঁর বিবাহ-বিচ্ছেদ হয় তখন ঈশানের বয়স ছিল মাত্র ৫। রাজেশ খট্টর মেনে নেন যে এধনের ঘটনা শিশু মনকে প্রভাবিত করে। আর ঈশানের জন্মের পর তিনিও ছেলের প্রতি দায়িত্ব পালন করেছিলেন। সম্প্রতি, এক সাক্ষাৎকারে ছেলে ঈশান কেন বাবাকে নিয়ে কোনও কথা বলেন না সেবিষয়ে মুখ খুলেছেন রাজেশ খট্টর।

আরও পড়়ুন-শরিফুলের বান্ধবীদের ব্যক্তিগত ভিডিয়ো ফাঁস, পরীমনির দিকেই উঠল অভিযোগের আঙুল

ছেলে কেন বাবার সম্পর্কে কোনও কথা বলেন না, সেবিষয়ে রাজেশ বলেন, ‘আমি জানি না মিডিয়া কতটা গুরুত্বপূর্ণ! আমার মনে হয় সম্পর্ক সংবাদ-মাধ্যমের ঊর্ধ্বেে, কিন্তু আমার মনে হয় এটা নিয়ে আপনার ওকেই প্রশ্ন করা উচিত, আমাকে নয়। আর কে কতটা কাকে নিয়ে কথা বলছেন, সেটা গুরুত্বপূর্ণ নয়, আসল হল বাবা-ছেলে একে অপরকে নিয়ে কী অনুভব করেন। রাজেশ খট্টর বলেন ঈশান শাহিদকে নিয়ে কথা বলেন, কারণ, ওঁর জীবনেই বড় দাদার প্রভাব রয়েছে।

রাজেশ খট্টর বলেন, তাঁর ও ছেলে ঈশানের মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে, একে অপরের জীবনে কখন কী ঘটছে সেবিষয়ে তাঁরা ওয়াকিবহাল। তবে রাজেশের কথায়, ‘আমার আর নীলিমার যখন বিচ্ছেদ হয় তখন ঈশান মাত্র ৫ বছরের। আর বাবা-মায়ের সম্পর্কে এমন ঘটনা শিশু মনকে প্রভাবিত করে সেকথা অস্বীকার করার উপায় নেই।’

প্রসঙ্গত ১৯৭৯-অভিনেত্রী, নৃত্যশিল্পী নীলিমা আজিম পঙ্কজ কাপুরকে বিয়ে করেছিলেন, সেবিয়ে ভেঙে যায় ১৯৮৪তে, শাহিদ কাপুর হলেন নীলিমা ও পঙ্কজ কাপুরের সন্তান। পরবর্তী সময়ে ১৯৯০ সালে অভিনেতা রাজেশ খট্টরকে বিয়ে করেন নীলিমা ২০০১-এ সেই বিয়েও ভেঙে যায়। তাঁদের সন্তান হলেন ঈশান। এরপর ২০০৪-এ রাজা আলি খানের সঙ্গে বিয়ে হয় নীলিমার, সেটাও ভেঙে যায় ২০০৯ সালে। যদিও সে পক্ষে কোনও সন্তান নেই। এদিকে শাহিদের বাবা পঙ্কজ কাপুর ও ঈশানের বাবা রাজেশ খট্টরও বর্তমান পরে ফের বিয়ে করেন, তাঁদের দ্বিতীয় পক্ষেরও সন্তান রয়েছে।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

বন্ধ করুন