বাংলা নিউজ > বায়োস্কোপ > সোমবার রাতে চেন্নাইয়ের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হল রজনীকান্তকে, এখন অবস্থা ‘স্থিতিশীল’

সোমবার রাতে চেন্নাইয়ের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হল রজনীকান্তকে, এখন অবস্থা ‘স্থিতিশীল’

হাসপাতালে রজনীকান্ত।

জানা গিয়েছে, সোমবার হৃদরোগ সংক্রান্ত কোনো সমস্যা দেখা দেয় বর্ষীয়ান অভিনেতার শরীরে। তব এখন অবস্থা স্থিতিশীল।

সোমবার বেশ রাতের দিকে রজনীকান্তকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করার খবর পাওয়া যাচ্ছে। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, সোমবার হৃদরোগ সংক্রান্ত কোনো সমস্যা দেখা দেয় বর্ষীয়ান অভিনেতার শরীরে। তব এখন অবস্থা স্থিতিশীল। 

হাসপাতাল বা পরিবারের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

৭৬ বছর বয়সী অভিনেতা ২টি সিনেমা নিয়ে ব্যস্ত ছিলেন- পরিচালক জ্ঞানভেল রাজার ভেট্টিয়ান, যা ১০ অক্টোবর মুক্তি পাবে এবং লোকেশ কানারাজের কুলি। কয়েকদিন আগেই চেন্নাই ফিরেছিলেন তিনি।

আরও পড়ুন: বড় বিপদে ‘সিঙ্গেল ড্যাড’ তুষার কাপুর, তড়িঘড়ি ইনস্টাগ্রামে সকলকে করলেন সাবধান

প্রায় এক দশক আগে সিঙ্গাপুরে কিডনি প্রতিস্থাপন করিয়েছিলেন এই সুপারস্টার। সম্প্রতি, তিনি স্বাস্থ্যের অবনতিকে কারণ হিসেবে দেখিয়ে রাজনীতি থেকেও বেরিয়ে এসেছেন। 

আরও পড়ুন: ছেলেকে পড়াশোনায় মনোযোগী করতে নতুন বুদ্ধি কোয়েলের, কবীরকে স্কুলে যাওয়ার আগে কী বলেন?

রজনীকান্ত, যাঁকে ভালোবেসে সকলে ‘থালাইভা’ নামে ডাকে, ভারতীয় সিনেমার অন্যতম বিখ্যাত এবং প্রভাবশালী অভিনেতা। শিবাজি, বাশা, এনথিরান (রোবট), আনাত্তে, পেট্টা, কালা, দরবার এবং কাবালি-সহ বহু সফল সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে। চার দশকেরও বেশি সময় ধরে অসাধারণ অভিনয় দিয়ে মানুষের মনে জায়গা করে আসছেন। তাঁর শেষ রিলিজ ছিল জেলার, যা ২০২৩ সালে ৯ অগস্ট মুক্তি পেয়েছিল। এবং বক্স অফিসে পাওয়ার হাউজ প্রমাণিত হয়। সেই বছরের অন্যতম বড় হিট ছিল জেলার। 

আরও পড়ুন: ‘তোমার চেয়ে যোগ্য আর কেউ…’! মমতা চুপ, দাদাসাবে ফালকে পাওয়ায় তৃণমূলীদের কটাক্ষ মিঠুনকে, দেব বলছেন…

আসন্ন সিনেমাগুলির মধ্যে ভেটাইয়ান রজনীকান্তের ১৭০তম ছবি হতে চলেছে। লাইকা প্রোডাকশন দ্বারা প্রযোজিত এই সিনেমাটির শ্যুট হয়েছে চেন্নাই, মুম্বাই, তিরুবনন্তপুরম এবং হায়দরাবাদ-সহ ভারত জুড়ে বেশ কয়েকটি মনোরম লোকেশনে। ১৬০ কোটি টাকার আনুমানিক বাজেটের সঙ্গে, ভেট্টিয়ান বছরের সবচেয়ে বড় রিলিজগুলির মধ্যে একটি হতে চলেছে৷

সকল ভক্তের একটাই প্রার্থনা, ১০ অক্টোবর ভেট্টিয়ান রিলিজের আগেই সুস্থ হয়ে উঠুন রজনীকান্ত। প্রসঙ্গত, কদিন আগে ভেট্টিয়ানের অডিয়ো লঞ্চে উপস্থিত ছিলেন যখন, তখন মঞ্চে নাচেন তিনি। গানের হুক স্টপগুলি ফুটিয়ে তোলেন নিঁখুতভাবে। যা দেখে ধারণা করা মুশকিল, অভিনেতা অসুস্থ হবেন কদিনের মধ্যে। তাই রজনীকান্তের হাসপাতালে ভর্তির খবর যেন আরও বেশি কপালে ভাঁজ ফেলেছে তাঁর অনুরাগীদের। 

বায়োস্কোপ খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল পুজোর আগে শেষ রবিতে বেশি বৃষ্টি হবে একাধিক জেলায়! চতুর্থী থেকে আরও ভাসবে বাংলা? বাংলা-সহ পাঁচটি ভাষাকে ধ্রুপদী স্বীকৃতি দিতে নিয়ম সংশোধন করেছে কেন্দ্র 'আমার মেয়ে একমাস…' জয়নগর কাণ্ডের পর প্রতিক্রিয়া সুদীপ্তার, ক্ষুব্ধ স্বস্তিকারা পুজো বন্ধ করলেই ‘বিপদ’ হয়, জঙ্গলমহলের এই গুহায় আজও হয় দুর্গাপুজো 'বিয়ের বয়স হয়েছে, ওরা আমার মেয়ে কি', খেপে মঞ্চ ছাড়ল ‘ধর্ম প্রচারক’ জাকির নায়েক ব্যাটারদের ব্যর্থতা, ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ! ৪২ হাজারের মধ্যে সরকারি অনুদান প্রত্যাখ্যান মাত্র ৫৯টি পুজো কমিটির: রিপোর্ট ‘অনন্যার কেরিয়ারের সেরা কাজ…’, CTRL দেখে প্রশংসায় পঞ্চমুখ পরিচালক অনুরাগ কাশ্যপ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.