বাংলা নিউজ > বায়োস্কোপ > Rajinikanth: লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে অনেক দূরে…! সব ছেড়ে হিমালয়ে চলে গেলেন রজনীকান্ত?

Rajinikanth: লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে অনেক দূরে…! সব ছেড়ে হিমালয়ে চলে গেলেন রজনীকান্ত?

রজনীকান্ত

হিমালয় থেকে রজনীকান্তের একটা ছবি ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে চিরপরিচিত লুকে দেখা গিয়েছে। সাদা ধুতি আর শার্টের উপর অফহোয়াইট রঙের শাল জড়িয়ে নিয়েছেন, আর চোখে কালো রোদচশমা, আর রাজনীকান্তের ঠোঁটের কোণে লেগে রয়েছে সেই চিরপরিচিত হাসি। তাঁর ঠিক পিছনেই দেখা যাচ্ছে সুবিশাল হিমালয় পর্বতমালা।

লাইট-ক্যামেরা-অ্যাকশনের সামনেই তাঁকে দেখতে অভ্যস্ত বিনোদন দুনিয়ার মানুষ। দক্ষিণের সুুপারস্টার তিনি। বয়স ৭৩, তবু এখনও তিনি স্টাইল আইকন। হ্য়াঁ, ঠিকই ধরেছেন রজনীকান্তের কথাই বলছিলাম। তবে হঠাৎই কর্মব্যস্ত জীবন ছেড়ে হিমালয়ে পাড়ি দিলেন 'থালাইভা' রজনীকান্ত।

নিউজ ১৮-এর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, সুপারস্টার রজনীকান্ত কেদারনাথ এবং বদ্রীনাথে আধ্যাত্মিক যাত্রা শুরু করেছেন। সম্প্রতি দুবাইতে ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন রজনীকান্ত। হিমালয় থেকে রজনীকান্তের একটা ছবি ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে চিরপরিচিত লুকে দেখা গিয়েছে। সাদা ধুতি আর শার্টের উপর অফহোয়াইট রঙের শাল জড়িয়ে নিয়েছেন, চোখে কালো রোদচশমা, আর রাজনীকান্তের ঠোঁটের কোণে লেগে রয়েছে সেই চিরপরিচিত হাসি। তাঁর ঠিক পিছনেই দেখা যাচ্ছে সুবিশাল হিমালয় পর্বতমালা।

সত্যিই কি হিমালয়ে গিয়েছেন রজনীকান্ত! নাকি ফটোশপ করা ছবি?

প্রসঙ্গত, জনীকান্ত কেদারনাথ এবং বদ্রীনাথে আধ্যাত্মিক যাত্রা করেন। নিউজ ১৮-এর প্রতিবেদন বলছে এবারও তিনি সেই যাত্রাতেই গিয়েছেন। ANI-এর সঙ্গে কথা বলার সময়, রজনীকান্ত এর আগে জানিয়েছিলেন তিনি এবার কেদারনাথ, বদ্রীনাথ সহ অন্য আরও একটা মন্দিরে যাচ্ছেন। দেরাদুন বিমানবন্দরে তাঁকে সাধারণ পোশাকে দেখা গিয়েছে। রজনীকান্ত বলেন, ‘প্রতি বছরই আমি নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে পেরেছি। যা আমাকে বারবার আমার আধ্যাত্মিক যাত্রা চালিয়ে যেতে বাধ্য করে। আমি বিশ্বাস করি এবারও (আমি) নতুন অভিজ্ঞতা লাভ করব।’

রজনীকান্তের কথায়, ‘সমগ্র বিশ্বেরই আসলে আধ্যাত্মিকতা প্রয়োজন, কারণ এটা প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ। আধ্যাত্মিক পথে হাঁটার অর্থ হল শান্তি ও প্রশান্তি অনুভব করা এবং মৌলিকভাবে এর সঙ্গে ঈশ্বরের উপর বিশ্বাস রাখার বিষয়টিও জড়িয়ে রয়েছে।’

প্রসঙ্গত, গতবছর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পা ছুঁয়ে প্রণাম করতে দেখা গিয়েছিল রজনীকান্তকে। যা নিয়ে কিছু কম বিতর্ক হয়নি। অনেকেই প্রশ্ন করেছিলেন রজনীকান্ত কি ২০ বছরের ছোট আদিত্যনাথের পা ছুঁয়ে প্রণাম করতে পারেন?

যদিও বিতর্কের জবাব দিয়ে রজনীকান্ত তখন বলেছিলেন, ‘সন্ন্যাসী বা যোগীকে আমি সবসময়ই এভাবে পা ছুঁয়ে প্রণাম করি। তা তিনি ছোট হোক কিংবা বড়। তিনি যে প্রতিষ্ঠানের সঙ্গেই যুক্ত থাকুন না কেন, আমি তাঁকে সম্মান করি।’ এদিকে কাজের ক্ষেত্রে রজনীকান্ত সম্প্রতি 'ভেট্টাইয়ান' ছবির শ্যুটিং শেষ করেছেন। 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

‘এটুকু স্বার্থত্যাগ…’, জুনিয়র ডাক্তারদের ডাকা অরন্ধন নিয়ে আবেদন সুদীপ্তার চোট নাকি অন্য কিছু? কী জন্য IND vs NZ Test সিরিজ থেকে বাদ পড়লেন মহম্মদ শামি? অনশনে অসুস্থ হয়ে পড়লেন উত্তরবঙ্গ মেডিক্যালের এক ছাত্র, ভর্তি করা হল হাসপাতালে নবমীতে বাংলার নারীশক্তির জয়গাথা! এশিয়ান TT-তে 'পদক জিতে' ইতিহাস ঐহিকা-সুতীর্থার সব বাথরুমগুলোতে খুঁজলাম, কেউ আটকে পড়েনি তো! দুর্ঘটনায় বাগমতি, কীভাবে উদ্ধারকাজ? নিম্নচাপ ঘনাচ্ছে বঙ্গোপসাগরে, লক্ষ্মীপুজো থেকে বৃষ্টি বাড়বে! এখন কোন জেলায় হবে? ‘‌হিন্দুদের রাজনৈতিক হাতিয়ার হতে দেওয়া হবে না’‌ কড়া বার্তা দিলেন ক্রীড়া উপদেষ্টা বন্ধ চা–বাগানগুলিও মেতে উঠল দুর্গাপুজোয়, রাজ্যের অনুদানে উৎসবে ফেরেন শ্রমিকরা ‘‌সৃষ্টির স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী....‌’‌ আরতি করতে গিয়ে কাঁদলেন কল্যাণ হাতে মাত্র দু'দিন! কলকাতার এই সেরা ১০ পুজো না দেখা হলে ঘুরে আসুন চটজলদি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.