সোমবার মধ্যরাতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন রজনীকান্ত। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। এদিন বিকেলে অবশেষে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে আপডেট মিলল বর্ষীয়ান অভিনেতার স্বাস্থ্যের।
আরও পড়ুন : একদিকে ডাকাতি, আরেকদিকে পরিবারের চাপ! রুদ্ধশ্বাস থ্রিল - অ্যাকশনে জমজমাট শিবপ্রসাদ - আবিরের বহুরূপীর ঝলক
কী জানানো হল হ্যাঁ হাসপাতালের তরফে?
রজনীকান্তকে গত ৩০ সেপ্টেম্বর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর এদিন চেন্নাইয়ের এই হাসপাতালের মেডিকেল সার্ভিসের ডিরেক্টর ডক্টর আর কে ভেঙ্কেটাসালম হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানান সোমবার অভিনেতাকে গুরুতর অবস্থায় আনা হয়। তাঁর মহাধমনী অর্থাৎ যেটা হার্ট থেকে বেরোচ্ছে (Aorta) সেটা ফুলে ঢোল হয়ে গিয়েছিল। সেটার চিকিৎসা করা হয় কোনও রকম সার্জারি ছাড়াই, Transcatheter পদ্ধতির সাহায্যে।
আরও পড়ুন : ডোনেশন নয়, মেধার জোরেই ডাক্তার হয়েছেন কিঞ্জল! অনিকেতের আক্রমণের পর প্রকাশ্যে আনলেন WBJEE -র র্যাঙ্ক
মঙ্গলবার, ১ অক্টোবর সেই হাসপাতালের সিনিয়র কার্ডিওলজিস্ট ডাক্তার সাই সতীশ তাঁর মহাধমনীতে একটি স্টেন বসান ফোলা কমানো এবং পুরোপুরি ভাবে আটকানোর জন্য। এই গোটা পদ্ধতি সঠিক ভাবে সম্পন্ন হয়েছে বলেই হাসপাতালের তরফে জানানো হয়। একই সঙ্গে বলা হয়েছে তিনি আপাতত স্টেবল আছেন। ভালো আছেন। হয়তো দুই দিনের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হবে।
এদিন সকালে অভিনেতার স্ত্রী নিউজ ১৮ কে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন রাতের বেলায় তাঁর পেট ব্যথা শুরু হয়। তখনই তাঁকে হাসপাতালে এনে ভর্তি করানো হয়। চিকিৎসার পর যে অভিনেতা সুস্থ আছেন সেটা তাঁর স্ত্রীও এদিন নিশ্চিত করেছেন। কাল তাঁর অসুস্থতার খবর রটে যেতেই দুশ্চিন্তার কালো মেঘ ঘনায় রজনীকান্তের ভক্তদের মনে। তবে এখন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে ভয়ের কিছু নেই।
আরও পড়ুন : পুজোর আগেই কলকাতায় পরপর খুন, টোটা - অনির্বাণের সঙ্গে তদন্তে হাত মেলালেন বলিউডের শান্তনুও!