বাংলা নিউজ > বায়োস্কোপ > Rajinikanth: সুপারহিরো নয়, তিনি এখন দাদু! স্কুলে যেতে চাইছে না, তাই নাতিকে নিয়ে নিজেই ক্লাসরুমে হাজির রজনীকান্ত

Rajinikanth: সুপারহিরো নয়, তিনি এখন দাদু! স্কুলে যেতে চাইছে না, তাই নাতিকে নিয়ে নিজেই ক্লাসরুমে হাজির রজনীকান্ত

নাতিকে নিয়ে স্কুলে রজনীকান্ত

‘আমার ছেলে বেদ আজ কিছুতেই স্কুলে যেতে চাইছিল না। আর তাই সুপারহিরো থাথা (দাদু), প্রিয়তম তাকে নিজেই স্কুলে নিয়ে গিয়েছিল। তাই আমি ওঁকে বলতে চাই, আপনি যে চরিত্রে অভিনয় করেন, সেই চরিত্রেই সেরা। অফ স্ক্রিনে আমার আপা’।

দক্ষিণের সুুপারস্টার তিনি। লাইট-ক্যামেরা-অ্যাকশনের সামনেই রজনীকান্তকে দেখতে অভ্যস্ত সিনেপ্রেমী মানুষ। তবে সিনেমার দুনিয়ার বাইরেও তিনি মানুষ। তাঁরও ব্যক্তিগত জীবন রয়েছে, পরিবার রয়েছে। তিনিও কারোর স্বামী, কারোর বাবা, কিংবা দাদু। আর তাই এবার তারকা হিসাবে নয়, নেহাতই এক শিশুর কাছে তাঁর দাদু হয়েই ধরা দিলেন রজনীকান্ত, পালন করলেন দায়িত্ব।

আর 'দাদু' রজনীকান্তের একটুকরো মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মেয়ে সৌন্দর্যা রজনীকান্ত। নাতি বেদকে নিয়ে স্কুলে পৌঁছলেন দাদু। সেই মুহূর্ত তুলে ধরে সৌন্দর্যা লেখেন, ‘আমার ছেলে বেদ আজ কিছুতেই স্কুলে যেতে চাইছিল না। আর তাই সুপারহিরো থাথা (দাদু), প্রিয়তম তাকে নিজেই স্কুলে নিয়ে গিয়েছিল। তাই আমি ওঁকে বলতে চাই, আপনি যে চরিত্রে অভিনয় করেন, সেই চরিত্রেই সেরা। অফ স্ক্রিনে আমার আপা’। হ্যাজ ট্যাগে দিয়েছেন, BestGrandfather #BestFather #JustTheBest। 

সৌন্দর্যার পোস্টে তাঁর ছেলে বেদকে নিয়ে রজনীকান্তের গাড়ি করে স্কুলে নিয়ে যাওয়া থেকে ক্লাসরুমে পৌঁছে দেওয়া সব মুহূর্তই উঠে এসেছে। ছবিতে দেখা যাচ্ছে ক্লাসরুমে বেদের সঙ্গে রজনীকান্তকে দেখে অন্যান্য ছাত্র-ছাত্রীরাও অবাক। প্রসঙ্গত গত ৬ মে সৌন্দর্যা পুত্র বেদ ৯ বছরে পা রেখেছে। 

প্রসঙ্গত রজনীকান্ত কন্যা সৌন্দর্যা পেশায়  ফিল্ম পরিচালক, প্রযোজক ও গ্রাফিক্স ডিজাইনার। বেদ সৌন্দর্যার প্রথম পক্ষের সন্তান। এর আগে পরিচালক, ব্যবসায়ী অশ্বিন রাম কুমারের সঙ্গে সৌন্দর্যার প্রথম বিয়ে ভেঙে গিয়েছে। বেদ তাঁদেরই সন্তান। পরে সম্বন্ধ করে সৌন্দর্যার আবার বিয়ে দেয় তাঁর পরিবার। ২০১৯ সালে ঘরোয়াভাবে বিশগান বনাঙ্গমুড়ির সঙ্গে তাঁর বিয়ে হয়। পরে ২০২২-এ সৌন্দর্যার ও বিশগানের সন্তানের জন্ম হয়। তিনি তাঁর ছোট ছেলের নাম রাখেন বীর। 

তবে এর আগে এক সাক্ষাৎকারে সৌন্দর্যা জানিয়েছেন, তাঁর প্রথম বিয়ে সুখের না হলেও দ্বিতীয় স্বামী বিশগানের সঙ্গে তিনি সুখী। তাঁর কথায়, ‘মনে হয় আমরা আজীবন পরস্পরকে চিনি।’

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

অদ্ভূত বোলিং! কেয়ার যাদবকে নকল করতে গিয়ে ফুল ফ্লপ রিয়ান! নো বল দিলেন আম্পায়ার… আর ৭ দিন পরেই শুক্রের ঘরে প্রবেশ রাজার, ৫ রাশির হবে বাম্পার লাভ, সম্পর্ক হবে দৃঢ় শুধু লাভের জন্য ব্যবসা করেননি, রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য সৌরভ সহ অন্যান্যদের ‘‌অপরাধ করলে যথাযথ শাস্তি হোক’‌, থ্রেট কালচার নিয়ে বিস্ফোরক দাবি করলেন কুণাল TRP: ছক্কা রাঙামতি তীরন্দাজের, নম্বর বাড়ল অনুরাগের ছোঁয়ার, কথা-ফুলকি কত নম্বরে? ৩.২ কোটি গ্রাহকের তথ্য অনলাইনে বিক্রি করে স্টার হেলথ? মুখ খুলল সংস্থা টেস্টে এখনও দ্রুততম ত্রিশতরান বীরুর! প্রথম চারে দুবারই সেহওয়াগ!পিছনে হেডেন,ব্রুক ‘‌বাংলায় ন্যায়ের জন্য লড়াই জারি থাকবে’‌, দুর্গাপুজোয় কলকাতা এসে বার্তা নড্ডার সেলেব হয়েও অন্যান্য নতুন মায়েদের মতোই বাচ্চা সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন দীপিকা! টেনিস থেকে অবসর ঘোষণা নাদালের, নভেম্বরেই শেষবার কোর্টে…অবসান ফেডেরার-রাফা যুগের…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.