দক্ষিণের সুুপারস্টার তিনি। লাইট-ক্যামেরা-অ্যাকশনের সামনেই রজনীকান্তকে দেখতে অভ্যস্ত সিনেপ্রেমী মানুষ। তবে সিনেমার দুনিয়ার বাইরেও তিনি মানুষ। তাঁরও ব্যক্তিগত জীবন রয়েছে, পরিবার রয়েছে। তিনিও কারোর স্বামী, কারোর বাবা, কিংবা দাদু। আর তাই এবার তারকা হিসাবে নয়, নেহাতই এক শিশুর কাছে তাঁর দাদু হয়েই ধরা দিলেন রজনীকান্ত, পালন করলেন দায়িত্ব।
আর 'দাদু' রজনীকান্তের একটুকরো মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন মেয়ে সৌন্দর্যা রজনীকান্ত। নাতি বেদকে নিয়ে স্কুলে পৌঁছলেন দাদু। সেই মুহূর্ত তুলে ধরে সৌন্দর্যা লেখেন, ‘আমার ছেলে বেদ আজ কিছুতেই স্কুলে যেতে চাইছিল না। আর তাই সুপারহিরো থাথা (দাদু), প্রিয়তম তাকে নিজেই স্কুলে নিয়ে গিয়েছিল। তাই আমি ওঁকে বলতে চাই, আপনি যে চরিত্রে অভিনয় করেন, সেই চরিত্রেই সেরা। অফ স্ক্রিনে আমার আপা’। হ্যাজ ট্যাগে দিয়েছেন, BestGrandfather #BestFather #JustTheBest।
সৌন্দর্যার পোস্টে তাঁর ছেলে বেদকে নিয়ে রজনীকান্তের গাড়ি করে স্কুলে নিয়ে যাওয়া থেকে ক্লাসরুমে পৌঁছে দেওয়া সব মুহূর্তই উঠে এসেছে। ছবিতে দেখা যাচ্ছে ক্লাসরুমে বেদের সঙ্গে রজনীকান্তকে দেখে অন্যান্য ছাত্র-ছাত্রীরাও অবাক। প্রসঙ্গত গত ৬ মে সৌন্দর্যা পুত্র বেদ ৯ বছরে পা রেখেছে।
প্রসঙ্গত রজনীকান্ত কন্যা সৌন্দর্যা পেশায় ফিল্ম পরিচালক, প্রযোজক ও গ্রাফিক্স ডিজাইনার। বেদ সৌন্দর্যার প্রথম পক্ষের সন্তান। এর আগে পরিচালক, ব্যবসায়ী অশ্বিন রাম কুমারের সঙ্গে সৌন্দর্যার প্রথম বিয়ে ভেঙে গিয়েছে। বেদ তাঁদেরই সন্তান। পরে সম্বন্ধ করে সৌন্দর্যার আবার বিয়ে দেয় তাঁর পরিবার। ২০১৯ সালে ঘরোয়াভাবে বিশগান বনাঙ্গমুড়ির সঙ্গে তাঁর বিয়ে হয়। পরে ২০২২-এ সৌন্দর্যার ও বিশগানের সন্তানের জন্ম হয়। তিনি তাঁর ছোট ছেলের নাম রাখেন বীর।
তবে এর আগে এক সাক্ষাৎকারে সৌন্দর্যা জানিয়েছেন, তাঁর প্রথম বিয়ে সুখের না হলেও দ্বিতীয় স্বামী বিশগানের সঙ্গে তিনি সুখী। তাঁর কথায়, ‘মনে হয় আমরা আজীবন পরস্পরকে চিনি।’