বাংলা নিউজ > বায়োস্কোপ > Rajkumar Hirani on Shah Rukh Khan: '২ দিনের শুট ২ ঘণ্টায় করতেন', শাহরুখের কাজের ধরনে উচ্ছ্বসিত রাজকুমার হিরানি

Rajkumar Hirani on Shah Rukh Khan: '২ দিনের শুট ২ ঘণ্টায় করতেন', শাহরুখের কাজের ধরনে উচ্ছ্বসিত রাজকুমার হিরানি

শাহরুখের অকুণ্ঠ প্রশংসা রাজকুমার হিরানির

Rajkumar Hirani on Shah Rukh Khan: দীর্ঘ বিরতি কাটিয়ে চলতি বছরেই পর পর ছবি নিয়ে আসছেন শাহরুখ খান। এই বছরই মুক্তি পেতে চলেছে ডাঙ্কি। সেই ছবির বিষয়ে রাজকুমার হিরানি জানালেন তাঁর অভিজ্ঞতা। কী বললেন তিনি শাহরুখ খানকে নিয়ে?

এই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন শাহরুখ খান এবং রাজকুমার হিরানি। পরিচালকের আগামী ছবি ডাঙ্কিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে শাহরুখকে। দীর্ঘ বিরতি কাটিয়ে এই বছর একসঙ্গে তিনটি ছবি নিয়ে ফিরছেন শাহরুখ। একটি, অর্থাৎ পাঠান তো ইতিমধ্যেই মুক্তি পেয়ে গিয়েছে। শুধু মুক্তি পায়নি, রীতিমত কামাল দেখিয়েছে বক্স অফিসে। অন্যদিকে এবার আসতে চলেছে জওয়ান এবং ডাঙ্কি। এই শেষ ছবিতেই তিনি জুটি বেঁধেছেন হিরানির সঙ্গে। আর বাদশার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন এইবার সেই বিষয়ে জানালেন পরিচালক।

কেবল শাহরুখ নন, ২০১৮ -এর পর রাজকুমার হিরানিও এই ছবির হাত ধরে ফিরছেন কাজে। তাঁর পরিচালিত শেষ ছবি সঞ্জু ২০১৮ সালে মুক্তি পায়, সেখানে সঞ্জয় দত্তের চরিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেন রণবীর কাপুর। অন্যদিকে এবার ডাঙ্কিতে শাহরুখের সঙ্গে দেখা যেতে চলেছে তাপসী পান্নু, বোমান ইরানি, প্রমুখকে। পরিচালক এই ছবির বিষয়ে জানিয়েছেন যে এখানে লম্বা সিন সহ মনোলগ, হাই ভোল্টেজ পারফরমেন্স দেখা যাবে।

তবে যতই লম্বা সিন থাক, যাই হোক শাহরুখ যে তাঁর প্রতিটা সিন থেকে ডায়লগ মুখস্থ রেখেছিলেন এবং সবার সঙ্গে দারুণ মিশে গিয়ে কাজ করেছেন সেই বিষয় জানালেন রাজকুমার। তাঁর গলায় ভূয়সী প্রশংসা শোনা গেল কিং খানের।

ইন্ডিয়া টুডেকে দেওয়া একটি সাক্ষাৎকার তিনি বলেন, 'শাহরুখ তাঁর বাড়িতে এক একটি সিনের ভিডিয়ো বানিয়ে আমাকে পাঠাতেন। সেখানে একাধিক উপায়ে একটা সিন করতেন তিনি। এবং সেটে যাওয়ার আগে আমার থেকে জানতে চাইতেন কোনটা ভালো হবে ছবির জন্য।' তিনি আরও বলেন, 'ওঁ ওঁর টিমকে দারুণ খুশি রাখতেন। ঠিক মনে হতো এই টিম যেন ওঁর এক্সটেন্ডেড ফ্যামিলি। আমার এখন ওঁর সঙ্গে কাজ করে মনে হচ্ছে, ইস এতদিন কেন করিনি? আগে করতে পারতাম।'

কাজের প্রসঙ্গে রাজকুমার আরও বলেন 'কখনও কখনও কোনও শুটের জন্য হয়তো আমরা দুদিন বরাদ্দ করে রেখেছি। কিন্তু বাস্তবে দেখা গিয়েছে উনি ওটা ২ ঘণ্টাতেই শেষ করে দিয়েছেন।'

শাহরুখের শেষ মুক্তি পাওয়া ছবি পাঠান বক্স অফিসে বিশ্বজুড়ে ১,০০০ কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে। এখন পালা ডাঙ্কি আর জওয়ানের ম্যাজিক দেখানোর। ২০২৩ এর ডিসেম্বরেই মুক্তি পাবে ডাঙ্কি।

বন্ধ করুন