রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর সিনেমা মুক্তি পেয়েছিল ১৫ অগস্টের দিন। এখনও এই সিনেমা রাজত্ব করছে বক্স অফিসে। মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে হিট এই হরর কমেডি। এর মাঝে বেশ কিছু সিনেমা এসেছে, চলেও গিয়েছে। তবে মাটি কামড়ে পড়ে আছে স্ত্রী ২, আর শুধু থেকেই যায়নি, আয়ও করছে চুটিয়ে। স্ত্রী ২ এখন চতুর্থ সপ্তাহে প্রবেশ করেছে। আসুন জেনে নিই ছবিটি মুক্তির ২২তম দিনে অর্থাৎ চতুর্থ বৃহস্পতিবার কত আয় হল?
স্যাকনিল্কের প্রাথমিক রিপোর্ট অনুসারে, 'স্ত্রী ২' তার মুক্তির তৃতীয় বৃহস্পতিবার ৫ কোটি টাকা সংগ্রহ করেছে। আর যার ফলে ২২ দিনে ছবির মোট আয় দাঁড়িয়েছে ৫০২.৯০ কোটি টাকায়।
আরও পড়ুন: ‘এই কাঞ্চনকে চিনি না…’, মন্তব্য দেবের!বললেন, ‘কল্যাণদা যে গাড়ি থেকে নামিয়েছিল…’
'স্ত্রী ২' তার প্রথম সপ্তাহে২৯১.৬৫ কোটি টাকা এবং দ্বিতীয় সপ্তাহে ১৪১.৪ কোটি টাকা সংগ্রহ করেছে। ছবিটি তৃতীয় সপ্তাহের তৃতীয় শুক্রবার ৮.৫ কোটি টাকা, তৃতীয় শনিবার ১৬.৫ কোটি টাকা এবং তৃতীয় রবিবার ২২ কোটি টাকা আয় করেছে। 'স্ত্রী ২' তৃতীয় সোমবার ৬.৭৫ কোটি টাকা, তৃতীয় মঙ্গলবার ৫.৫ কোটি টাকা এবং তৃতীয় বুধবার ৫.৬ কোটি টাকা সংগ্রহ করেছে।
আরও পড়ুন: ‘এক জোড়া চটির ছবি দিয়েছিলাম বলে…’! মাকু-রাম নাকি তৃণু, কোন দলের লোক স্বস্তিকা?
গদর ২-এর সঙ্গে সংঘর্ষ:
চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকরা মনে করছেন, শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাওয়ের হরর কমেডি এবার টপকে যাবে সানি দেওলের গদর ২-কে। ২২ দিনে ৫০০ কোটির ঘরে ঢুকে রীতিমতো ইতিহাস তৈরি করেছে এই সিনেমা। 'গদর ২'-এর আজীবন সংগ্রহের (৫২৫.৭ কোটি টাকা) থেকে সামান্যই দূরে রয়েছে স্ত্রী ২। মনে করা হচ্ছে, চলতি শুক্র-শনি-রবিবারের মধ্যেই হয়তো পিছিয়ে পড়বেন সানি দেওল। ইতিমধ্যে তা ছাপিয়ে গিয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার অ্যানিমেলের আজীবন সংগ্রহকে। বর্তমানে ২০২৪ সালের সবচেয়ে লাভদায়ক সিনেমা এটি।
আরও পড়ুন: ‘আমিও তো মহিলা…ইডি-র ডাক পাঠানো মহানায়িকা’র পাশে দাঁড়ানোয় টলিউডকে তোপ শ্রীলেখার
'স্ত্রী ২' পরিচালনা করেছেন অমর কৌশিক। রাজকুমার ও শ্রদ্ধা কাপুর ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক ব্যানার্জি এবং অপশক্তি খুরানা। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল স্ত্রী। আর এই ছবি সেইসময় ১৮১ কোটি আয় করে।