রবিবার ২৬ মার্চ ওটিটিপ্লের প্রথম বছরের চেঞ্জমেকার অ্যাওয়ার্ড ২০২৩ অনুষ্ঠিত হয়ে গেল। মুম্বইয়ের এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে হাজির ছিলেন রাজকুমার রাও, প্রাজক্তা কোলি, ভুবন আরোরা, উরফি জাভেদ, গুলশান গ্রোভার, স্বস্তিকা মুখোপাধ্যায়, প্রিয়মণি, প্রমুখ। এদিনের অনুষ্ঠানের সঞ্চালনা করেন ঋত্বিক ধঞ্জনি।
না, এদিন কোনও রেড কার্পেট ছিল না। ছিল পার্পল কার্পেট। এখানে এদিন বিনোদন জগতে যাঁরা পরিবর্তন এনেছেন, ট্রেন্ড তৈরি করেছেন, নতুন কিছু করে দেখিয়েছেন তাঁদের সকলকে সম্মান জানানো হয়।
৪০ জন অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, কনটেন্ট ক্রিয়েটর, ছক ভাঙা পারফরমার, এই দশকের সেরা বিনোদনকারী, বছরের রাইসিং স্টার, প্রমুখকে এই পুরস্কার দেওয়া হয়।
এদিন মৃণাল মুরলি ছবির পরিচালক বেসিল জোসেফ অনুপ্রেরণামূলক পরিচালকের খেতাব জয় করেন। আরআরআর ছবিটি পায় সেরা ভিএফএক্সের অ্যাওয়ার্ড। বাধাই দো এবং মনিকা ও মাই ডার্লিং ছবির জন্য ছক ভাঙা অভিনেতার পুরস্কার পান রাজকুমার রাও। তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন গুলশান গ্রোভার।
এখানে যে কেবল বলিউডের তারকারা ছিলেন এমনটা নয়। আঞ্চলিক ছবির ট্রেন্ড সেটার, বিজনেস লিডার, কনটেন্ট ক্রিয়েটর সহ অনেকেই উপস্থিত ছিলেন।
ওটিটি প্লের সহ প্রতিষ্ঠাতা এবং সিইও অবিনাশ মুদালিয়ার এই অ্যাওয়ার্ডের সম্পর্কে এদিন জানান, 'এই পুরস্কারের মাধ্যমে সম্মান জানানো হবে সেই ট্রেন্ডসেটার, বিনোদনকারী, প্রমুখদের, যাঁরা বিভিন্ন মাধ্যমকে এক্সপ্লোর করে দর্শকদের কাছে বিনোদনকে পৌঁছে দিচ্ছেন। ইনোভেটর এবং ইনফ্লুয়েন্সারদের আমাদের এই প্রথম বছরের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সম্মান জানানো হবে।' একইসঙ্গে তাঁর কথায় উঠে আসে তাঁদের এই উদ্যোগের কারণ জানান, তাঁরা আগামিদিনেও যাতে বিনোদন জগতের সমস্ত কাজকে স্বীকৃতি দিতে পারেন, উদযাপন করতে পারেন, সেটারই সূচনা করা হবে এই অনুষ্ঠানের মাধ্যমে।