বলিউডে ভালো অভিনেতাদের নাম যদি করা হয় তাহলে অবশ্যই বলা যাবে রাজকুমার রাওয়ের (Rajkumar Rao) নাম। সম্প্রতি রাজকুমার রাও অভিনীত ‘স্ত্রী টু’ বক্স অফিসে ৬০০ কোটি টাকার ব্যবসা করেছে। এমনকি সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘ভিকি অর বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিয়ো’ বেশ ভালই সাড়া পেয়েছে দর্শকদের কাছ থেকে। কিন্তু এত কিছুর পরেও গাড়ি কেনার টাকা নেই রাজকুমারের! এমনই জানালেন তিনি
সম্প্রতি সামদিশ ভাটিয়ার সঙ্গে কথোপকথনে রাজকুমার রাও বলেন, অন্য অভিনেতাদের মতো তিনি একেবারেই অত ধনী নন। তিনি শোরুমে ঢুকে হঠাৎ করেই ৬ কোটি টাকার একটি গাড়ি কিনতে পারেন না। বরং এখন বাড়ির জন্য ইএমআই দিচ্ছেন তিনি, সেটি শেষ না হওয়া পর্যন্ত অন্য কিছু কেনার কথা চিন্তাভাবনা করবেন না রাজকুমার।
(আরও পড়ুন: ৬ বছর পর অক্ষয় কুমারের ‘নন্দু নো স্মোকিং’ বিজ্ঞাপন সরিয়ে নিল সিবিএফসি! কেন এল নতুন অ্যাড?)
রাজকুমার বলেন, ‘ইয়ার সচ মে ইতনা পয়সা হে নেহি জিতনা লোগো কো লাগতা হে। ইএমআই চাল রাহিহে ঘরকি। মতলব ঘার লিয়া হুয়া হে, উসকি ইএমআই হে আচ্ছি খাসি। মাতলাব এয়সা ভি নেহি হে আজ মান কিয়া ওর শোরুম যাকে এক গাড়ি কা দাম পুচা ঔর খরিদ লি।’
রাও আরও বলেন, তিনি যদি একটি ৫০ লাখ টাকার গাড়ি কিনেন সেটাও আলোচনা সাপেক্ষে হবে। প্রচুর অর্থ একসঙ্গে উপার্জন করলে মানসিক বিশৃঙ্খলা তৈরি হতে পারে। তাই তিনি এই মুহূর্তে ২০ লক্ষ টাকার বেশি গাড়ি কেনার পক্ষপাতী নন।
(আরও পড়ুন: পুজোয় বাংলা ছবির কাছে গো-হারা হেরেছে বলিউড, কী বলছে বক্স অফিস রিপোর্ট?)
প্রসঙ্গত, রাজকুমার রাও অভিনীত সর্বশেষ সিনেমা ‘ভিকি অর বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিয়ো’ একটি সেক্স কমেডিতে ভরপুর সিনেমা। এই গল্পটি এমন একটি দম্পতিকে ঘিরে তৈরি করা হয়েছে যারা তাদের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিয়ো হারিয়ে ফেলে যেটি তারা হানিমুনে রেকর্ড করেছিল। এই সিনেমায় রাজকুমার রাও-এর বিপরীতে অভিনয় করেছেন তৃপ্তি দিমরি। অভিনয় করেছেন মল্লিকা শেরাওয়াত এবং বিজয় রাজ।