বলিউডের ব্যতিক্রমী অভিনেতাদের মধ্যে অন্যতম হলেন রাজকুমার রাও। এখনও পর্যন্ত তিনি যে সমস্ত চরিত্রে অভিনয় করেছেন, সেগুলি সবকটাই বেশি ইউনিক। কিন্তু এত কিছুর পরেও কেন প্রথম সারির অভিনেতা হিসাবে রাজকুমারকে মানতে নারাজ দর্শকরা। জনপ্রিয়তার দিক থেকে রাজকুমারের থেকে এগিয়ে রাখছেন কোন অভিনেতাদের?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রাজকুমারকে নিয়ে বেশ কিছু পোস্ট ভাইরাল হয়েছে, যা থেকে বেশ স্পষ্ট হয়ে যায় রাজকুমারের জনপ্রিয়তা কেন কম মানুষের মধ্যে। এক সোশ্যাল মিডিয়া ইউজার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, রাজকুমারকে দেখতে যেমন খুব একটা ভালো নয় তেমন তিনি অভিনয় করেন ভীষণ সাদামাটা।
আরও পড়ুন: ‘কাজই কথা বলল, আমার চুপ থাকার জবাব…’, 'ইতি মা'-এর অস্কারে জায়গা পাওয়া নিয়ে বললেন পরিচালক ইন্দিরা
আরও পড়ুন: ভাইরাল ‘গুলাবি শরারা’য় জমিয়ে ঠুমকা ধোনির, সাক্ষীকে দিলেন টেক্কা! মাহির চেয়ে বয়সে কত ছোট তাঁর বউ?
ওই ব্যক্তির কথায় সম্মতি জানিয়েছেন অন্যান্যরাও। একজন লিখেছেন, রাজকুমার সবসময় এমন চরিত্রে অভিনয় করেন যা খুব একটা মনে দাগ কাটে না। রাজকুমারের থেকে ভিকি কৌশল অনেক বেশি আকর্ষণীয়। ২০২১ সালে হোয়াইট টাইগার সিনেমায় রাজকুমার যে অভিনয় করেছিলেন, তার থেকে অনেক ভালো অভিনয় করতে পারতেন সাইফ আলি খান বা অভিষেক বচ্চন।
আয়ুষ্মান খুরানার প্রসঙ্গ টেনেও একজন লিখেছেন, আয়ুষ্মান ‘বাধাই হো’ বা ‘অন্ধাদুন’ সিনেমায় যা অভিনয় করেছেন, তা সত্যি প্রশংসার যোগ্য। ২০১৮ সাল পর্যন্ত আয়ুষ্মান এবং রাজকুমার একই সারিতে ছিলেন কিন্তু এখন আয়ুষ্মানের অভিনয় অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে।
আরও পড়ুন: সিদ্ধার্থ-অদিতির রূপকথার বিয়ে, নেচেকুঁদে পার্টি মাতালেন ফারহা-সোনাক্ষী, আর কী হল?
আরও পড়ুন: হাতজোড় করে অনুরোধ করছি..’ ডুয়া লিপা বিতর্কে এবার মুখ খুললেন অনু মালিক
রাজকুমার প্রসঙ্গে জনতার বক্তব্য, রাজকুমার যদি চরিত্র বাছাই করতে আরও সাবধানী হন তাহলে হয়ত এতটা সমস্যা হবে না ভবিষ্যতে। স্ক্রিপ্ট বাছাই করার সময় অনেক বেশি সচেতন হতে হবে অভিনেতাকে।
দর্শকদের আরও মত, সাদি মে জরুর আনা, সিনেমায় তিনি যেমন এভারেজ অভিনয় করেছেন, তেমনভাবেই যদি তিনি চলেন তাহলে ভবিষ্যতে ওঁর জনপ্রিয়তা আরও কমে যাবে। অভিনেতার উচিত কমার্শিয়াল সিনেমার দিকে বেশি নজর দেওয়া।