বাংলা নিউজ > বায়োস্কোপ > Rajkumar Rao: 'বাংলার আদিত্যের পরিচালনায় ছবিতে অভিনয় করতে চান রাজকুমার রাও

Rajkumar Rao: 'বাংলার আদিত্যের পরিচালনায় ছবিতে অভিনয় করতে চান রাজকুমার রাও

রাজকুমার রাও বাংলা ছবি নিয়ে কী বললেন?

Rajkumar Rao on Bengali Film: বাংলার জামাই রাজকুমার রাও বাংলা ছবি নিয়ে কী বললেন? কী জানালেন নিজের পছন্দ নিয়ে, দেখুন।

রাজকুমার রাও বলিউডের এক উজ্জ্বল নক্ষত্র। একটার পর একটা সিনেমা করে চলেছেন। উপহার দিয়ে চলেছেন বিভিন্ন ধরনের কাজ। কিন্তু আপনি কি জানেন ওঁর বহুদিনের ইচ্ছে কী? রাজকুমার রাও দীর্ঘদিন ধরে বাংলা ছবিতে কাজ করার ইচ্ছা পোষণ করেন। জানা গিয়েছে তিনি নাকি একটি বাংলা ছবির জন্য শ্যুটিং সেরেও ফেলেছিলেন অনেকটা। তবে শেষ পর্যন্ত সেই ছবির কাজ মাঝ পথেই থেমে যায়। তবে তাই বলে অভিনেতা তাঁর এই বহুদিনের ইচ্ছেটাকে ভুলে যাননি।

অভিনেতা কিছুদিন আগেই কলকাতা এসেছিলেন একটি ফ্যাশন শোয়ের কারণে। আর শোয়ের ফাঁকেই তিনি একটি সাক্ষাৎকারে জানান, তিনি নাকি বাংলা ছবির দারুন ভক্ত। তিনি সুযোগ পেলেই নাকি বাংলা ছবি দেখেন। শুধু তাই নয়, অভিনেতার বহুদিনের ইচ্ছের কথাও এখানে জানান। তিনি বলেন, 'বাংলা সিনেমায় কাজ করার খুব ইচ্ছে রয়েছে।'

তবে পরিচালকের পছন্দের পরিচালক কে জানেন? অভিনেতা নিজের মুখেই বলেন, 'আদিত্য বিক্রম সেনগুপ্ত আমার খুব পছন্দের পরিচালক।' তিনি আরও জানান, 'আদিত্যর আসা যাওয়ার মাঝে ছবিটা দেখেছিলাম। খুব ভালো একটি ছবি। আমিও আগামীতে তাঁর ছবিতে কাজ করতে চাই। এই বিষয়টা আমি ওকেও বলেছি। ওর সঙ্গে আমার আগে থেকেই আলাপ আছে।'

কিছুদিন আগেই রাজকুমার রাও অভিনীত ছবি মনিকা, ও মাই ডার্লিং মুক্তি পেয়েছে। নেটফ্লিক্সে দেখা যাচ্ছে এই ছবি। রাজকুমার রাওয়ের সঙ্গে এই ছবিতে রাধিকা আপ্তে, হুমা কুরেশিকে দেখা গিয়েছে। আর রাজকুমার রাওয়ের ছবি মানেই সেটা অন্য কিছু হবে, ছবিটা ইতিমধ্যেই বেশ প্রশংসিত হয়েছে। রাজকুমারের অভিনয় দারুন প্রশংসা পেয়েছে সমালোচকদের থেকে।

বলিউডে এখন কেবল রোমান্টিক প্রেমের গল্প দেখা যাচ্ছে এমন নয়। বরং অনেক বেশি ছকে বাঁধা ছবির বাইরে গিয়ে কাজ হচ্ছে। বিভিন্ন ধরনের টপিক নিয়ে কাজ হতে দেখা যাচ্ছে বলিউডে। রাজকুমার রাও নিজেকে নিয়ে, নিজের কাজ নিয়ে এক্সপেরিমেন্ট করছেন। তিনি একাধিক অন্যধারার ছবি যেমন, কুইন, নিউটন, লুডো, আলিগড় এর মতো ছবিতে কাজ করেছেন। নিজেকে প্রমাণ করেছেন।

বন্ধ করুন