সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের জন্য মুখিয়ে আছেন দর্শকরা। তাঁর অনুরাগীরা। বিগত কয়েক মাস ধরেই এই প্রজেক্ট নিয়ে নানা চর্চা শোনা যাচ্ছে। এক এক সময় এক এক অভিনেতার নাম উঠে এসেছে। এবার জানা গেল কোন অভিনেতাকে দেখা যেতে পারে এই ছবিতে। চর্চা অনুযায়ী রাজকুমার রাও থাকবেন মুখ্য ভূমিকায়।
আরও পড়ুন: বছরের শুরুতেই ছক্কা সৃজিতের! তারকাদের ভিড়ে উজ্জ্বল পরমব্রত, কেমন হল সত্যি বলে সত্যি কিছু নেই?
সৌরভের বায়োপিক নিয়ে কী জানা গেল?
নানা জল্পনা অনুযায়ী কখনও পর্দায় সৌরভের চরিত্রে রণবীরকে দেখা যাবে বলে শোনা গিয়েছিল। তো কখনও আবার ভিকি কৌশলকে। বাদ যায়নি আয়ুষ্মান খুরানার নাম। কিন্তু জানা গিয়েছে চেষ্টা করেও রণবীরের ডেট পাওয়া যায়নি। ভিকি কৌশলকেও পাওয়া যায়নি। আরও যে অভিনেতাদের কাছে এই প্রস্তাব গিয়েছিল তাঁরা কেউই রাজি হননি। এবার জানা গেল এই চরিত্রের জন্য নির্বাচিত হয়েছেন রাজকুমার রাও। যদিও আর কোনও বড় বদল না হয় তাহলে রাজকুমারই শেষ পর্যন্ত বড় পর্দায় সৌরভ হয়ে ধরা দেবেন বলেই জানানো হয়েছে আনন্দবাজারের একটি রিপোর্টে।
প্রসঙ্গত রাজকুমার রাও মিস্টার অ্যান্ড মিসেস মাহি ছবিতে ক্রিকেটার এবং স্ত্রীর ক্রিকেট কোচের চরিত্রে ধরা দিয়েছিলেন। এবার তাঁকে দাদার চরিত্রে দেখার জন্য মুখিয়ে আছেন সবাই।
আরও পড়ুন: নটীর জীবনের নিপাট কোলাজ 'বিনোদিনী'! সকলকে ছাপিয়ে গেলেন রুক্মিণী
সৌরভের বায়োপিক নিয়ে আলোচনা
সম্প্রতি ইডেনে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ দেখতে এসেছিলেন লাভ ফিল্মস প্রযোজনা সংস্থার কর্ণধাররা। ছিলেন সৌরভের বায়োপিক বানানোর নেপথ্যে যাঁর অবদান অনস্বীকার্য সেই সঞ্জয় দাস। এদিন প্রাক্তন ক্রিকেটার এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের বন্ধু সঞ্জয় এই ছবির বিষয়ে জানিয়েছেন, 'কাজ এগোচ্ছে বায়োপিকের। বাকিটা সময় মতো জানতে পারবেন। লাভ ফিল্মসের তরফে জানিয়ে দেওয়া হবে সৌরভের ভূমিকায় কে অভিনয় করবেন।' এদিন তাঁরা ইডেন গার্ডেন্সের তিন তলার প্রেসিডেন্ট বক্সে বসেই এই ছবি নিয়ে আলোচনা সারেন বলেই জানা গিয়েছে। ছবিটির পরিচালনা করবেন বিক্রমাদিত্য মোতওয়ানে।