মা হতে চলেছেন পত্রলেখা? সম্প্রতি রাজকুমার ও তাঁর স্ত্রী পত্রলেখার ছবি ও ভিডিয়ো দেখে তাঁর মা হতে চলার গুঞ্জন ছড়িয়ে পড়ে। সম্প্রতি, নিজের মা হতে চলার গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন পত্রলেখা।
এক সাক্ষাৎকারে পত্রলেখা বলেন, এধরনের গুঞ্জন সত্য়িই আমাকে প্রভাবিত করে। ‘যখন আমার পেট ফোলা দেখায়, তখন লোকে বলতে থাকেন, আমি গর্ভবতী। তবে আমি একজন মেয়ে, এটা বুঝতে হবে যে আমার জীবনেও এমন দিন থাকে, যেদিন হয়ত আমি মানসিকভাবে বিপর্যস্ত। তাই আমি যেমন চাই সেভাবে নিজেকে তুলে ধরতে পারি বা থাকতে পারি। শুরুর দিকে যখন আমি এধরনের কমেন্ট পড়তাম, তখন খুব হতাশ হতাম। তবে এখন আমি কমেন্ট পড়াই বন্ধ করে দিয়েছি। শুধু নিজের ছবিগুলি দেখি, তারপর অন্য ছবিতে চলে যাই।’
তবে পত্রলেখা স্বীকার করে নিয়েছেন, সোশ্য়াল মিডিয়ায় এধরনের ট্রোলগুলি তাঁকে অস্বস্তিতে ফেলে। তাই তিনি অনেকসময়ই পাপারাৎজিকে তাঁর ছবি না তোলার অনুরোধ করেন। তাঁরা আমার কথার সম্মানার্থে সেটা মেনেও নেন। অভিনেত্রীর কথায়, তিনি পাপারাৎজিকে ধরি তুলতে নিষেধ করেন, কারণ তিনি জানেন যে এরপর পাপারাৎজির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় গেলে লোকজন তাঁকে নিয়ে নানান মন্তব্য করবেন। লোকে লিখবে, ‘ও আচ্ছা রাজকুমারের স্ত্রী তাহলে অন্তঃসত্ত্বা, এইসব…’ আমি কী পরছি, কীভাবে চুল বাঁধছি, সবকিছু নিয়েই লোকজনের অনেক সমস্যা রয়েছে।
প্রসঙ্গত, ২০২১-এর ১৫ নভেম্বর বিয়ে সাতপাকে বাঁধা পড়েছিলেন রাজকুমার রাও এবং তাঁর স্ত্রী পত্রলেখা। এর আগে সমালোচকদের দ্বারা প্রশংসিত ছবি 'সিটিলাইটস' এবং ওয়েব সিরিজ 'বোস: ডেড/অ্যালাইভ'-এ একসঙ্গে কাজ করেছেন রাজকুমার ও পত্রলেখা। এদিকে রাজকুমার রাও-কে শেষবার স্ত্রী-২তে দেখা গিয়েছে।
অন্যদিকে পত্রলেখাকে শীঘ্রই ‘ফুলে’ ছবিতে দেখা যাবে। যেখানে তিনি কিংবদন্তি সাবিত্রীবাই ফুলের ভূমিকায় অভিনয় করেছেন। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রতীক গান্ধী।