থাইল্যান্ড থেকে কাজ ফেলে তড়িঘড়ি দেশে ফেরেন রাজপাল যাদব। তাঁর বাবাকে সম্প্রতি ভর্তি করানো হয়েছিল AIIMS এ। কিন্তু শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বছরের শুরুতেই অভিনেতার বাড়িতে নামল শোকের ছায়া।
রাজপাল যাদব এদিন ইনস্টাগ্রামে তাঁর বাবার প্রয়াণের খবর দেন। তাঁর সেই পোস্টে তিনি তাঁর বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করেন সেই ছবিতে তাঁকে তাঁর বাবার সঙ্গে হাসিমুখে পোজ দিতে দেখা যাচ্ছে। জড়িয়ে আছেন তিনি। এদিন রাজপাল তাঁর পোস্টে লেখেন, 'বন্ধুরা, আজ আমার এনার্জিজ আমার শক্তি, আমার জীবনের যোদ্ধা আবার বাবা আমাদের ছেড়ে আজ চলে গেলেন। ওঁর থেকে পাওয়া আশীর্বাদ, এবং অনুপ্রেরণা সবসময়ই আমার সঙ্গে আছে আর থাকবে। আপনাদের সবার জন্য ভালোবাসা রইল, আপনারা যে আশীর্বাদ দিয়েছেন সেটার জন্য ধন্যবাদ।'
প্রসঙ্গত কিছুদিন আগেই রাজপাল যাদবকে কিছুদিন আগে খুনের হুমকি দেওয়া হয়েছিল। পাকিস্তান থেকে এসেছিল এই হুমকির ফোন। তার কিছুদিনের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তাঁর বাবা।
রাজপাল যাদবকে যে খুনের হুমকি দেওয়া হয়েছে সেটার পর ইতিমধ্যেই মুম্বই পুলিশ একটি কেস ফাইল করেছে। তবে কেবল রাজপাল যাদবকে নন, বলিউডের একাধিক ব্যক্তিকেই দেওয়া হয়েছে খুনের হুমকি। এঁদের মধ্যে আছেন কমেডিয়ান কপিল শর্মাও। বাদ যাননি কোরিওগ্রাফার রেমো ডিসুজা। আম্বোলি থানার তরফে এদিন FIR দায়ের করা হয়েছে যে ব্যক্তির ইমেল দিয়ে হুমকি মেল এসেছে সেই বিষ্ণু নামক ব্যক্তির নামে। এই মেলে অভিনেতা সহ তাঁর পরিবার এবং কমেডিয়ান কপিল শর্মার ক্ষতি করার ইঙ্গিত দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ফেডারেশনের রক্ত চক্ষুর সামনে কৌশিক-জয়দীপ! শ্যুটিংয়ের অনুমতি পেলেন অরিন্দম?
কী ছিল সেই হুমকি মেলে?
সেই হুমকি মেলে লেখা হয়েছিল, 'আমরা আপনার সাম্প্রতিক কাজকর্মকে মনিটর করছি। আপনার নজর আকর্ষণ করার চেষ্টা করছি। এটা কোনও পাবলিসিটি স্টান্ট নয়। আর আপনাকে হ্যারাস করতে চাই না। তাই গুরুত্বের সঙ্গে ইমেলটাকে দেখুন। জানা গিয়েছে যে মেল আইডি থেকে এই হুমকি এসেছে সেটা পাকিস্তানের। আপাতত খতিয়ে দেখছে মুম্বই পুলিশ।