ছবি বানানোর জন্য ব্যাঙ্ক থেকে ১১ কোটি টাকার ঋণ নিয়েছিলেন। কিন্তু সেই টাকা এখনও ফেরত দেননি তিনি। আর তারপরই তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।
কী ঘটেছে?
জানা গিয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া রাজপাল যাদবের উত্তর প্রদেশের শাজাহানপুরের কাছারির কাছে অবস্থিত শেঠ এনক্লেলেভ কলোনির বাড়িতে তালা ঝুলিয়ে দিয়েছে। তিনি নাকি এই ব্যাঙ্ক থেকে লোন নিয়ে সেটা আর মেটাননি। একটি সিনেমা বানানোর জন্য তিনি ব্যাঙ্ক থেকে ৩ কোটি টাকা ধার নেন। কিন্তু সেই ঋণ শোধ করতে পারেননি।
রাজপাল যাদব একটি প্রোডাকশন হাউজ বানিয়েছেন। সেটার নাম দিয়েছেন শ্রী নড়ং গোদাবরী এন্টারটেইনমেন্ট লিমিটেড। তাঁর বাবা মায়ের নামে থাকা এই সম্পত্তির কাগজ মর্গ রেখে ব্যাঙ্কে থেকে তিনি টাকা নেন। তাঁর প্রযোজনা সংস্থাটি তাঁর স্ত্রীর নামে বলেই জানা গিয়েছে। তাঁরা এই প্রযোজনা সংস্থার হয়ে একটি ছবি বানান যেখানে রাজপাল যাদব এবং ওম পুরীকে দেখা গিয়েছিল। সঙ্গে শাজাহানপুরের স্থানীয় অভিনেতারা ছিলেন। কিন্তু তিনি এই ছবি বানানোর জন্য যে ৩ কোটি টাকা ঋণ নিয়েছিলেন সেটা শোধ না করতে করতে ১১ কোটি টাকায় পৌঁছে গিয়েছে।
এরপর গত ৮ অগস্ট স্থানীয় পুলিশকে না জানিয়েই সেন্ট্রাল ব্যাঙ্কের তরফে তাঁর এই বাড়িতে তালা ঝুলিয়ে দেওয়া হয়। যদিও এখনও পর্যন্ত কোনও অফিসিয়াল নোটিশ দেওয়া হয়নি। বা বাড়িটা বাজেয়াপ্ত করা হয়েছে এমন কিছুও জানানো হয়নি।
আরও পড়ুন: 'শাসক ভয় পায় কেন?', 'রাত দখল' -এর রাতেই আরজি করে প্রবল ভাঙচুর, প্রতিবাদে সরব ঋত্বিক - অঙ্কুশ
আরও পড়ুন: শাহরুখের নতুন ছবি মোটেই অ্যাকশন ফিল্ম নয়! আপডেট দিয়ে 'কিং' জানালেন, 'এটা একটি কুল এবং...'
প্রসঙ্গত এটা প্রথম নয়। ২০১০ সালে তিনি মাধব গোপাল আগরওয়ালের থেকে ৫ কোটি টাকা ধার নেন। কিন্তু সেটা টাকা ফেরত দিতে পারেন না। সেই টাকাও বেড়ে ১০ কোটি হয়। এরপর এই টাকা শোধ না দিতে পারায় তাঁকে জেলও খাটতে হয়।