ইউভান আর ইয়ালিনি, সোশ্যাল মিডিয়ার দৌলতে রাজ-শুভশ্রীর দুই সন্তানকে এখন কে না চেনেন! প্রায়দিনই নেটপাড়ায় ভাইরাল হয় এই দুই খুদের ছবি ও ভিডিয়ো। অনেক সময় রাজ কিংবা শুভশ্রী নিজেরাই ছেলেমেয়েদের ভিডিয়ো পোস্ট করে থাকেন। কখনও আবার ফ্যানক্লাবের হাত ধরে ভাইরাল হয় তাঁদের নানা মুহূর্ত। বলিউডের তৈমুর কিংবা রাহা-র মতোই ইউভান-ইয়ালিনিও কিছু কম জনপ্রিয় নয়।
সম্প্রতি শুভশ্রীর ফ্যানক্লাবের ইনস্টাগ্রামে উঠে এল 'রাজ'পুত্র ইউভানের কিছু মুহূর্ত। যেগুলি কিনা রাজের হালিশহরের বাড়িতে তোলা। এই মুহূর্তে সেখানেই সময় কাটাচ্ছেন রাজ-শুভশ্রী। সেখানেই রয়েছে ইউভান-ইয়ালিনি, রয়েছেন রাজের মা লীলা চক্রবর্তীও। ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাজের বাড়ির বিশাল উঠোন চত্ত্বরে সাইকেল চালাচ্ছে ইউভান। আর সেখানেই একটু দূরে রাখা সোফায় বসে রয়েছেন তাঁর ঠাকুমা অর্থাৎ রাজের মা লীলাদেবী। তিনি বসে বসে নাতির কাণ্ডকারখানা দেখছিলেন। এদিকে ইউভান যখন সাইকেল চালাচ্ছিল, তখন কোনও একজন কর্মীকে পিছন থেকে ইয়ালিনিকে কোলে নিয়েও যেতে দেখা যায়।
আবার আরও একটা ভিডিয়োতে ইউভানকে বাড়ির পুকুরের সামনে খেলতা দেখা যাচ্ছে। সে পুকুরের দিকে নামার চেষ্টা করলে দূর থেকে ঠাকুমা তাঁকে সাবধান করলেন, ‘উপর দিকে থাকো, নিচে যেও না পা পিছলে যাবে সোনা…।’ এরপরও ইউভান নামতে গেলে শুভশ্রী চিৎকার করে ছেলেকে বারণ করলে ইউভান ফের উঠে এসে মাটি মাখতে শুরু করে। বলে, 'আমি বোনুকে ফলো করছি,…'। ছেলের কাণ্ড দেখে শুভশ্রী শাশুড়িকে বলে ওঠেন, ‘কী করছে দেখো মা…।’ এদিকে ইউভান কিন্তু নিজের খেলা চালিয়ে যেতে থাকে।
আরও একটা ভিডিয়োতে ছেলেকে গান গাইতে দেখে শুভশ্রী জিগ্গেস করেন, ‘Which Song you are singing?’
এদিকে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ইউভানের খেলাধুলো, বাড়িতে হওয়া ব্রোকোলি, আবার রাতে ঠাণ্ডায় আগুন পোহানো সহ শ্বশুরবাড়িতে কাটানো বেশকিছু মুহূর্তের ঝলক পোস্ট করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় নিজেও। বোঝায় যাচ্ছে, পরিবারের সঙ্গে দিব্যি শীতের ছুটি কাটাচ্ছেন তারকা দম্পতি।
প্রসঙ্গত বিয়ের পর থেকে সুখেই কাটছে রাজ-শুভশ্রীর সংসার। বর্তমানে দুই সন্তানের বাবা-মা তাঁরা। ইউভান ইয়ালিনিকে কেন্দ্র করেই কাটছে জীবন। কেরিয়ার আর মাতৃত্ব দুটোই সুন্দরভাবে ব্যালেন্স করতে করছেন অভিনেত্রী। তবে প্রথম সন্তান ইউভানের জন্মের সময় হওয়ার সময় কোভিড পিরিয়ড ছিল। তাই ছিল অনেক বাধানিষেধ। তবে ইয়ালিনির সময় প্রেগন্যান্সির শেষ দিন পর্যন্ত চুটিয়ে উপভোগ করেছেন তিনি। জিম থেকে শ্যুটিং, ছেলেকে স্কুলে দেওয়া-নেওয়া, সব করেন। ইয়ালিনির জন্মের মাস দেড়েকের মধ্যে বাবলি ছবির শ্যুটিং শুরু করেন শুভশ্রী। সম্প্রতি রাজের পরিচালনায় মুক্তি পেয়েছে ঋত্বিক-শুভশ্রী ও মিঠুন চক্রবর্তী ছবি 'সন্তান'। তবে আপাতত কাজ থেকে শীতকালীন বিরতিতে পরিবারের সঙ্গে কাটছে তারকা দম্পতির।