টলিপাড়ার সবচেয়ে জনপ্রিয় স্টার-কিড সে। তিন পূর্ণ করে মঙ্গলবার চারে পা দিল রাজ-শুভশ্রী পুত্র ইউভান চক্রবর্তী (Yuvaan Chakraborty)। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই পদোন্নতি হচ্ছে ইউভানের। চক্রবর্তী বাড়ির সবেচেয়ে খুদে সদস্য আর থাকবে না সে, ডিসেম্বরে দ্বিতীয়বার মা হচ্ছেন নায়িকা। তার আগে ইউভানের জন্মদিন ঘিরে সাজোসাজো রব পরিবারে।
২০২০ সালের ১২ই সেপ্টেম্বর ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন শুভশ্রী। আজ তাঁর মাতৃত্বের তিন বছর পূর্ণ হল। এদিন শুধু ইউভানের জন্ম হয়নি, নতুন জন্ম হয়েছিল শুভশ্রীর। ছেলের জন্মদিনটা সাদামাটভাবেই পালন করেছেন রাজশ্রী। আনন্দবাজার অনলাইনে ছেলের জন্মদিনের পরিকল্পনা ফাঁস করেন রাজ। পরিচালক-বিধায়কের কথায়, ‘ধুমধাম করার কোনও প্ল্যান নেই। আমাদের আবাসনে ইউভানের কিছু বন্ধু থাকে ওদের সঙ্গেই কেক কাটবে। ওর স্কুলের কিছু বন্ধুরাও আসবে’।
আর পাঁচজন বাচ্চার মতোই বড় হোক ইউভান, চান রাজ-শুভশ্রী। তবে ছেলেকে কোনওদিন সোশ্যাল মিডিয়ার আড়ালে রাখেননি তাঁরা। বরং খুদে ইউভানের কার্যকলাপ হামেশাই ইনস্টায় তুলে ধরেন এই তারকা দম্পতি। এদিনও ছেলেকে নিয়ে আবেগঘন শুভশ্রী। ছেলের একগুচ্ছ অদেখা ছবি এবং ভিডিয়ো ফ্যানেদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অন্তঃসত্ত্বা নায়িকা। সেখানে রয়েছে টলমল পায়ে ইউভানের হাঁটার একটি ভিডিয়ো, যা মন কেড়েছে ভক্তদের।
সাদা কুর্তা আর পাজামায় খুদে ইউভান। টলমল পায়ে হাঁটতে গিয়ে ধপাস করে পড়েও গেল সে, আবার মায়ের হাত ধরে উঠে দাঁড়িয়ে হাঁটি হাঁটি পা পা! ভিডিয়োয় দেখা মিলেছে শুভশ্রীর চারপেয়ে সন্তান জিলেটো-র। রাজ-শুভশ্রী ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধরাও এদিন ইউভানকে উপহার পাঠিয়েছেন। পূজা বন্দ্যোপাধ্যায়ের উপহারের ঝলকও ইনস্টায় তুলে ধরেন শুভশ্রী।
চক্রবর্তী পরিবারে এখন ডবল সেলিব্রেশনের মুহূর্ত। অন্তঃসত্ত্বা শুভশ্রী পুরোপুরি সুস্থ রয়েছেন, নিয়মিত শরীর চর্চা করছেন। ডান্স বাংলা ডান্সের শ্যুটিংও করছেন পুরোদমে। প্রেগন্যান্সি কোনও রোগ নয়, স্পষ্ট জানিয়েছেন নায়িকা। পাশাপাশি হবু মায়েদের তাঁর পরামর্শ স্ত্রীরোগ বিশেষজ্ঞর পরামর্শ মেনে শরীরচর্চা চালিয়ে যেতে।
গত ২৭শে জুন ইনস্টাগ্রামে শুভশ্রীর দ্বিতীয় প্রেগন্যান্সির ঘোষণা করেন রাজ। তিনি জানিয়েছিলেন- ‘ইউভানের প্রোমোশন হয়ে গেল… এখন থেকে বড় দাদা সে’। ইউভানের বয়স তিন বছর হলে তাঁর খেলার সঙ্গী আনার পরিকল্পনা আগেভাগেই সেরে রেখেছিলেন রাজশ্রী। আর দাদা হওয়ার আনন্দে কী প্রতিক্রিয়া খুদের? টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে শুভশ্রী জানিয়েছেন, ‘ও এখনও পুরোটা বোঝেনি, ওকে জানিয়েছি ওর একটা ভাই বা বোন আসবে। কিন্তু কোথা থেকে আসবে সেটা বুঝতে পারছে না। মাঝেমধ্যে আমার পেটের দিকে আঙুল করে বলছে, মা ওটা তো পুরো বেলুন’।