বাংলা নিউজ > বায়োস্কোপ > HT Bangla Exclusive: রাজুদাকে কি অপছন্দ একেন বাবুর? পোস্টের ক্যাপশনে কাকে নিশানা অনির্বাণের

HT Bangla Exclusive: রাজুদাকে কি অপছন্দ একেন বাবুর? পোস্টের ক্যাপশনে কাকে নিশানা অনির্বাণের

একেন বাবুর সিরিজে রাজুদার উপস্থিতি নিয়ে বিতর্ক চরমে

Raju Da Eken Babu Controversy: সম্প্রতি রাজুদার সঙ্গে একই ফ্রেমে দেখা গিয়েছে একেন বাবুকে। কিন্তু হইচইয়ের প্রোমো শেয়ার করার পাশাপাশি ক্যাপশনে কিছু কথা লিখেছেন অনির্বাণ। কার উদ্দেশ্যে লেখা? অভিনেতা কি অসন্তুষ্ট?

HT Bangla Exclusive: একেন বাবুর সঙ্গে এবার একই ফ্রেমে রাজুদা। শুক্রবার হইচইয়ের সোশ্যাল পেজে একটি প্রোমো পোস্ট করা হয়। আসন্ন ওয়েব সিরিজ ‘পুরো পুরী একেন’-এ দেখা যাবে রাজুদা ও একেন বাবুকে। পোস্টটি নিজের ওয়ালে শেয়ার করেন অনির্বাণ। কিন্তু পোস্টের ক্যাপশন যেন সাম্প্রতিক বিতর্ককে কেন্দ্র করে লেখা। ‘আমাকে আগে post করতে হবে/ আমাকে না জেনে হলেও post করতে হবে/ আমাকে first হতে হবে/ আমি বেশী জানি/ আমি সব জানি/আমি সবকিছু নিয়ে প্রবন্ধ লিখি /গেলো গেলো/ ছি ছি / ইত্যাদি, প্রভৃতি, এবং ...’ — এই সেই ক্যাপশন। কিন্তু কার উদ্দেশ্যে এমন লিখলেন অনির্বাণ? কেন অসন্তুষ্ট অভিনেতা? স্পষ্ট না বললেও তাঁর ইঙ্গিত সম্ভবত সাংবাদিকদের দিকেই। যার মধ্যে HT বাংলাও থাকতে পারে। কেন এই অনুমান? বিস্তারিত বলা যাক। তার পরের অংশে এই ইঙ্গিতের উদ্দেশ্য নিয়েও রয়েছে কিছু কথা।

‘রাজুদার রিল যা বলছে…’

রবিবার সকাল সকাল রাজুদার অফিসিয়াল পেজে একটি রিল পোস্ট হল। রাজুদা বলছেন, ‘একটা ইনভাইট আছে ওয়েব সিরিজে…হইচইয়ে দেখা যাবে শিগগিরই।’ এর পরেই বিভিন্ন সংবাদমাধ্যমে খবর হতে থাকে। হিন্দুস্তান টাইমস বাংলাতেও রাজুদার মন্তব্যের ভিত্তিতে খবর হয়। ‘রাজুদাকে এবার ওয়েব সিরিজে দেখা যাবে’ — এই ছিল শিরোনামের মর্মার্থ। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে খবরে কোনও ভুল ছিল না। ওই দিন দুপুরে HT বাংলা প্রথম এক্সক্লুসিভ খবর দেয় — রাজুদাকে অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে একই ফ্রেমে দেখা যাবে। কিছু ‘সৌজন্য’ মেনেই নাম প্রকাশ করা হয় না সিরিজটির।

বিতর্কের সূত্রপাত যেখানে

রিলের ভিত্তিতে খবর প্রকাশিত হতেই দর্শকদের মধ্যে দুরকম মত দেখা যায়। এক পক্ষ রাজুদাকে ওয়েব সিরিজে নেওয়া হচ্ছে বলে খুশি। বস্তুত তাদের অনেকে রাজুদার ফ্যানও। আরেক পক্ষ অখুশি। তাদের বক্তব্য ‘রাজুদাকে দিয়ে পাবলিসিটির দরকার ছিল না।’, ‘শেষমেশ রাজুদা এত অবস্থা খারাপ?’ বিতর্কের সঙ্গে বিদ্রুপ ছিল। বিদ্রুপের সুর ছিল বিভিন্ন খবর ও সাংবাদিকদের পোস্টেও। এই পোস্ট, রিপোর্ট দেখেই কি অনির্বাণ বিরক্ত হন? এই অনুমানের সাপেক্ষে কিছু যুক্তি দেওয়া যাক।

অনির্বাণ চক্রবর্তীর সেই ক্যাপশন
অনির্বাণ চক্রবর্তীর সেই ক্যাপশন

HT বাংলার এক্স্ক্লুসিভ রিপোর্ট - HT Bangla Exclusive: রাজুদা আর ফেলুদার বন্ধু এবার এক ফ্রেমে! পকেট পরোটা খেয়ে কী বললেন অনির্বাণ

‘আপনাদের Headline and Bait!’

হিন্দুস্তান টাইমস বাংলার এক্সক্লুসিভ রিপোর্টে বিদ্রুপ এড়িয়ে গোটা বিষয়টি ইতিবাচকভাবে তুলে ধরা হয়। খবর প্রকাশের আগে HT বাংলা অভিনেতার অভিজ্ঞতাও জানতে চেয়েছিল। কিন্তু হইচইয়ের শর্ত দেখিয়ে তিনি কথা বলতে রাজি হননি। প্রকাশের পর খবরটি পড়ে অনির্বাণ চক্রবর্তী মেসেজে প্রতিক্রিয়া জানান, ‘উনি ওয়েব সিরিজ এ অভিনয় করেন নি। লেখার প্রথম অংশে ভুল লেখা আছে।…আপনাদের Headline and Bait!…আপনাদের উদ্দ্যেশ্য সফল। এটা নিয়ে খোঁচা দিয়ে কথা বলতে শুরু করে দিয়েছেন লোকজন!’ (বানান অপরিবর্তিত, যেহেতু ব্যক্তিগত প্রতিক্রিয়া, তাই সব কথা এই প্রতিবেদনে উল্লেখ করা হল না)। প্রসঙ্গত, এখানে HT বাংলার সাংবাদিককে লক্ষ করে ‘আপনাদের’ শব্দ ব্যবহারের দুটো অর্থ হতে পারে। এক, গোটা HT বাংলাকে উদ্দেশ্য করে বলা; দুই, বিনোদন জগতের সাংবাদিকের উদ্দেশ্য করে বলা। দুটোই সাংবাদিকতা পেশায় থাকা যে কারওর জন্য অবমাননাকর।

HT বাংলার উদ্দেশ্য

HT বাংলার কোনও ‘উদ্দেশ্য’ ছিল না এক্সক্লুসিভ খবর করা ছাড়া। খবর বলেই তথ্যের প্রতি দায়বদ্ধতা আমাদের সবার প্রথমে। অনির্বাণের দেওয়া তথ্যের ভিত্তিতে খবরটি ফের সম্পাদনা করা হয়। যা বেনজির পদক্ষেপ বললেও ভুল বলা হবে না। সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতেই এই সম্পাদনা। কিন্তু এর পরেও অনির্বাণ যে অসন্তুষ্ট, তা তাঁর গতকালের পোস্টে বুঝিয়ে দিয়েছেন।

কেন দু'জনের মুখে দু'রকম তথ্য?

যেহেতু HT বাংলা প্রথম খবর দেয়, তাই ‘আমাকে আগে post করতে হবে/ আমাকে না জেনে হলেও post করতে হবে/ আমাকে first হতে হবে/’-এর কিছুটা ইঙ্গিত HT বাংলার দিকেও ছিল বলে ধরে নেওয়া যায়। আর এখানেই আসে মোক্ষম প্রশ্ন, শুটিং নিয়ে এই ধন্দ তৈরি হল কেন? রাজুদা বলছেন ওয়েব সিরিজ, অনির্বাণ বলছেন প্রোমো। খোঁজ করতে নেমেই HT বাংলার হাতে আসে একটি বিশেষ তথ্য। তা হল — এই সিরিজ শুট করার আগে কোনও চুক্তিপত্রে সই করানো হয়নি রাজুদাকে। ফলে রাজুদা মুখে শুনে যা জেনেছেন, ভিডিয়োতে তা-ই বলেছেন। একই কথা HT বাংলার এক্সক্লুসিভ রিপোর্টেও জানিয়েছেন।

হইচইয়ের পাবলিসিটি স্টান্ট?

HT বাংলাকে রাজুদা বলেছিলেন, ‘তাকে দিয়ে ওয়েব সিরিজের একটা দৃশ্য ও একটা প্রোমো শুট করানো হয়েছে।’ এখানেই আপত্তি তোলেন অনির্বাণ চক্রবর্তী। তাঁর কথায়, রাজুদা শুধু প্রোমোতে আছেন। কিন্তু সেটা বোঝার উপায়? হইচইয়ের তরফে চুক্তিপত্র দেওয়া হলে কি এত বিতর্ক হত? ওয়েব সিরিজ না প্রোমোর শুট, চুক্তিপত্রে লেখা থাকলে রাজুদার হয়তো বুঝতে অসুবিধা হত না। অসুবিধা হত না সাংবাদিকদেরও। ‘ভুল’ খবর পেতেন না দর্শকরাও। এবার প্রশ্ন, হইচইয়ের তরফে কেন চুক্তিপত্র দেওয়া হল না? সূত্র মারফত খবর, এসব ‘ছোটখাটো’ কাজে চুক্তিপত্র দেওয়া হয় না। যখন বিতর্ক চরমে, তখনও হইচই কোনওরকম বিবৃতি দেয়নি। তাহলে কি বিতর্ক, বিভ্রান্তি জিইয়ে রেখে পাবলিসিটি করাই উদ্দেশ্য ছিল? আরেকটা তথ্য পাঠকদের জন্য — বিবৃতি না দিলেও রাজুদার কাছে ‘সাসপেন্স জিইয়ে রেখে’ আরও রিল বানানোর পরামর্শ এসেছে, হইচইয়ের তরফে!

একেন বাবুর ‘জাত’ বাঁচানোর চেষ্টা?

HT বাংলার সাংবাদিককে অনির্বাণ বলেছিলেন, ‘এটা নিয়ে খোঁচা দিয়ে কথা বলতে শুরু করে দিয়েছেন লোকজন।’ অনির্বাণের এই মন্তব্য কি শুধুই ‘ভুল’ খবরের প্রেক্ষিতে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে? নাকি রাজুদার উপস্থিতি কিছু দর্শকের অপছন্দ বলে তিনি বারবার প্রমাণ করতে চাইলেন, রাজুদা সেভাবে কিছুই করেননি? শুধু একটা প্রোমো করেছেন। বিভ্রান্তি যদি কারণ হয়, HT বাংলার প্রতিবেদনের সমর্থনে উপরে তথ্যপ্রমাণসহ সব উল্লেখ করা হল। আর দর্শকের অপছন্দ যদি কারণ হয়, তবে প্রশ্ন থাকবে, রাজুদাকে কি বেমানান মনে হয় একেন বাবুরও? যদি ‘পুরো পুরী একেন’-র ওরকম ছোট একটি দৃশ্যে রাজুদা সত্যিই থাকতেন, তাহলে কি ক্ষতি হয়ে যেত সিরিজটির? নাকি বিদ্রুপ এড়াতে গিয়ে নিজেও কিছুটা প্রচ্ছন্ন বিদ্রুপ উপহার দিলেন পরোটা বিক্রেতা রাজুদাকে, পাবলিসিটির বিনিময়ে? এটা কিন্তু প্রশ্ন (শিরোনামও)। অনির্বাণ যদি পড়েন, আশা করি বুঝতে পারবেন, এতে সাংবাদিকের তরফে কোনও ‘দাবি’ করা হচ্ছে না।

বায়োস্কোপ খবর

Latest News

স্তন ক্যানসারের সঙ্গে লড়াই জারি! শেষদিন হরগৌরীর সেটে, কেমন আছেন সব্যসাচী-জায়া? 'বন্ধু শুভেচ্ছা রইল!' প্রেসিডেন্ট হিসাবে শপথ ট্রাম্পের, অভিনন্দন মোদীর বেহাল হাল ইমার্জেন্সির, সোমবার আসতেই ভরাডুবি কঙ্গনার! ৪র্থ দিনে কত আয় বক্স অফিসে BCCIর চাপে সুর নরম কোহলির! ১২ বছর পর রঞ্জিতে নামছেন, কার বিরুদ্ধে? কবে ম্যাচ? শুক্রদেব কবে করবেন চালে বদল? কুম্ভ সহ কোন ৩ রাশিতে পড়বে প্রভাব? শীতের রাতে উঠোনে এল বাঘ, বিরাট গর্জন কুলতলিতে রবিনার মেয়ে রাশা, অজয়কে নিয়েও হিট হল না আজাদ! পরিচালকের যুক্তি, ‘স্বপ্ন কখনো…’ পিছিয়ে গেল আনোয়ার আলি মামলার শুনানি, কবে শুনবে PSC? রক্ত বেচে তানপুরা কিনে দেয় বউ অদিতি! সংসারে নতুন সদস্য আসার খবর দিলেন স্নিগ্ধজিৎ ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ ৭৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্পের

IPL 2025 News in Bangla

শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস! এরই মধ্যে বাবাকে বড় উপহার রিঙ্কু সিংয়ের… মহিলাদের অ্যাসেজ দখলে রাখল অস্ট্রেলিয়া! প্রথম T20তে ইংল্যান্ডকে হারাল ৫৭ রানে ২ ইনিংসে ২বারই রানআউট! বিরক্ত কার্তিক বলছেন, ‘রান আউটের সঙ্গেই আমার লাভ স্টোরি…’ ‘মাহি ভাই বলত প্রসেস ফলো করতে, LSGতেও…’ অধিনায়ক হিসেবে প্রথম টার্গেট বললেন পন্ত ‘একটাই টেনশন ছিল, পঞ্জাব যদি আমায়…’ LSG অধিনায়ক হয়ে কোন চিন্তার কথা ফাঁস পন্তের? LSGর অধিনায়ক ঋষভ পন্ত! ঘোষণা সঞ্জীব গোয়েঙ্কার, বললেন ‘যেভাবেই হোক ওকে দলে নিতাম’ সোমবার কলকাতায় ঘোষণা করা হবে LSG-র নতুন অধিনায়কের নাম! সিংহাসনে বসতে চলেছেন পন্ত ভাঙতে চলেছে রাহুলের স্বপ্ন! কার্তিক জানালেন কে হচ্ছেন DC-র নতুন ক্যাপ্টেন ‘ও যা করেছে, অতীতে আর কোন অধিনায়ক করেছে?’ অধিনায়কত্ব বিতর্কে রোহিতের পাশে যুবরাজ ফর্মে ফেরার বড় সুযোগ! IPL 2025-এর পরে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলবে ভারত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.