ফুড ব্লগারদের হাত ধরে নানা অখ্যাত, রাস্তার ধারে চলা খাবারের দোকান জনপ্রিয় হয়েছে বিগত বেশ কিছু বছরে। তালিকাটা বেশ লম্বা। আর সেই তালিকায় আছেন রাজু দা এবং তাঁর বানানো পরোটাও। তাঁর লড়াই, জীবনের গল্পও এখন সবার জানা। এবার তিনি তাঁর নতুন কাজের খোঁজ দিলেন। কী জানালেন?
আরও পড়ুন: 'এবার মনে পার্মানেন্ট জায়গা চাই', হঠাৎ কার জন্য প্রকাশ্যে এমনটা লিখলেন ওয়ামিকা?
কী ঘটেছে?
এদিন রাজু দার পকেট পরোটা নামক একটি ফেসবুক পেজ থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। সেখানেই দেখা যাচ্ছে গাড়িতে যেতে যেতে কথা বলছেন রাজু দা। সেখানেই তিনি জানান এবার তাঁকে একেবারে নতুন অবতারে দেখা যাবে। কিন্তু কী সেটা? এই বিষয়ে তিনি জানান, 'আজকে যাচ্ছি এক জায়গায় ইনভাইট (নিমন্ত্রণ) আছে। ওয়েব সিরিজের, ওখানে যাচ্ছি।' এরপর তিনি আরও জানান, 'তো খুব তাড়াতাড়ি এটা দেখতে পারবে হইচইতে।'
কিন্তু তিনি কি সেই ওয়েব সিরিজের প্রোমোশনে যাচ্ছেন নাকি নিজের কাজের প্রচার করতে, সেটা নিয়ে কথা বলতে সেটা স্পষ্ট করলেন না। তার জন্য অপেক্ষা করতে হবে।
তবে এদিন রাজু দা জানান তিনি মোটেই খালি হাতে সেখানে যাচ্ছেন না। সঙ্গে করে তাঁর জনপ্রিয় খাবার অর্থাৎ পরোটা এবং তরকারিও নিয়ে যাচ্ছেন। এই বিষয়ে তিনি বলেন, 'কিছু পরোটা নিয়ে যাচ্ছি আর আনলিমিটেড তরকারি। সঙ্গে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আছেই। অ্যাপেল পেঁয়াজ আর কী। আর আছে সেদ্ধ ডিম।'
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'আপনার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে অনেক ভালোবাসা রইল।' আরেকজন। লেখেন, 'দাদা আপনার ভালোর জন্যই বলছি, আমি জানি আপনি একজন সাদা সিধে মানুষ। তাই ওই ফুড ব্লগারদের জন্য এই ভাবে ওয়েব সিরিজ প্রমোশন, এসব না করে ব্যবসা বাড়ানোর দিকে মন দিন।'
আরও পড়ুন: 'তুমি সুপারস্টার', সমালোচনা নয়, রোহিতের প্রশংসা প্রাপ্য 'নিঃস্বার্থ' ভাবে দলের কথা ভাবার জন্য! দাবি ফারহানের
প্রসঙ্গত শিয়ালদা চত্বরে পরোটা বিক্রি করেন রাজু দা। শিশির মার্কেটে পরোটা বিক্রি করেন তিনি। ২০ টাকায় দেন ৩ টে পরোটা এবং আনলিমিটেড তরকারি।