বর্তমানে সোশ্যাল মিডিয়ার অন্যতম সেনসেশন হলেন রাজু দা। লোকজন কটাক্ষ করলেও, কটু মন্তব্য করলেও দিন শেষে কিন্তু তাঁর করা কাজ, ভিডিয়ো দেখতে বেশ ভালোই বাসেন। আর ফুড ব্লগারদের দৌলতে তিনি এখন বেশ জনপ্রিয় বটে। আর সেই জনপ্রিয়তার হাত ধরেই তিনি পরোটা বিক্রির সঙ্গে অন্যান্য নানা জিনিস ট্রাই করছেন। আর সেটারই ঝলক এদিন নিজেই পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: ফাল্গুনি চট্টোপাধ্যায়কে নিয়ে আবেগঘন 'গর্বিত' আবির! কেন লিখলেন, 'বাবারাই আসল সুপারহিরো'?
কী ঘটেছে?
কিছুদিন আগেই হইহই ফেলে দিয়েছিলেন রাজু দা এটা জানিয়ে যে তিনি নাকি সিরিজে অভিনয় করেছেন। যদিও পরে জানা গেল, সিরিজে অভিনয় করেননি তিনি। তবে হইচই প্ল্যাটফর্মের নতুন সিরিজ পুরোপুরি একেনের প্রচারে তাঁকে দেখা গিয়েছে। সেই প্রমোশনাল ভিডিয়োতে তিন অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে রাজু দা পরোটা বিক্রেতা হিসেবেই ধরা দিয়েছিলেন। এবার তিনি মিউজিক ভিডিয়ো আনতে চলেছেন। সেটারই ঝলক পোস্ট করলেন তিনি।
রাজু দা তাঁর পরোটা বিক্রির জন্য নতুন পন্থা অবলম্বন করেছেন। পকেট পরোটা সং বানিয়ে সেটা দিয়েই নিজের ব্যবসা করবেন তিনি। দেবের ছবি রংবাজ থেকে হিট গান ও মধুর অনুকরণে তিনি এই গানটি বানিয়েছেন। তিনি এদিন যে ভিডিয়ো পোস্ট করেছেন সেখানেই তাঁকে একটি চেয়ারে বসে গাইতে শোনা যাচ্ছে, 'হেই ইউ লিসেন টু মি পকেট পরোটা খাবে নাকি?'
এদিন এই ভিডিয়োতে রাজু দার পরনে দেখা যায় সাদা গোলাপি শার্ট এবং জিন্স। চোখে রোদ চশমা। তিনি এদিন তাঁর এই ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'প্রথমবার গানের ভিডিও করলাম।'
আরও পড়ুন: আশা জাগিয়েও ভরাডুবি? ১ কোটিও ছুঁল না বুধবারের আয়! ৬ দিনে কত ব্যবসা করল কঙ্গনার ইমারজেন্সি?
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, ‘নিজেকে সব জায়গাতেই উপযুক্ত মনে করাটা ঠিক হবে না, এতে তোমার নিজের উপরই নিজের প্রভাব পড়বে বলে মনে করি।’ আরেকজন লেখেন, ‘শেষে ভুবন (বাদামওয়ালার) মতো না হয় যেন দাদা।’ তৃতীয় ব্যক্তি লেখেন, ‘আপনি পরোটা নিয়েই থাকুন, অন্যথায় পতন অনিবার্য।’