Raju Srivastava passes away: প্রয়াত দেশের অন্যতম সেরা কমেডিয়ান। তাঁর সম্পর্কে অনেক কথাই অনেকে জানেন না। রইল তেমনই কয়েকটি অজানা তথ্য।
1/9রাজুর জন্ম ১৯৬৩ সালের ২৫ ডিসেম্বর। কানপুরে জন্ম হয় তাঁর। তখন নাম রাখা হয় সত্য প্রকাশ শ্রীবাস্তব। পরে বিনোদন জগতে আসার সময়ে তিনি ডাকনাম রাজু ব্যবহার করতে শুরু করেন।
2/9১। ‘গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ দিয়ে তাঁকে মানুষ চিনতে শুরু করলেও, তার বহু আগে থেখেই তিনি বিনোদন জগতের সঙ্গে যুক্ত। যদিও তখন অভিনেতা হিসাবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছিলেন শিল্পী।
3/9২। ‘গজধর’ নামে একটি চরিত্র তৈরি করেন তিনি। সেটিও বিপুল জনপ্রিয় হয়। তার পরে অনেকেই তাঁকে গজধর নামেও ডাকতেন।
4/9৩। টিভিতে নাম করার আগে ‘বাজিগর’ এবং ‘মেইনে পেয়ার কিয়া’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও আরও বেশ কিছু ছবিতে ছোট চরিত্রে দেখা যায় তাঁকে।
5/9৪। ‘শক্তিমান’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি। তাঁর অভিনীত সেই চরিত্রটিও পরবর্তীকালে বেশ জনপ্রিয় হয়েছিল।
6/9৫। অভিনয় বা কৌতুকশিল্পের পাশাপাশি তিনি মিমিক শিল্পী হিসাবেও কাজ করেছিলেন। এবং সেই হিসাবে এক সময়ে তাঁ বেশ নামডাকও হয়।
7/9৬। নিজে অমিতাভ বচ্চনের ভক্ত ছিলেন। আর সেই কারণেই বিগ বি-র মিমিক করার চেষ্টা করেছিলেন তিনি। বিগ বি-র নকল করে দেখানোর জন্য এক সময়ে তাঁর বেশ নামও হয়।
8/9৭। শুধু দেশে নয়, সারা পৃথিবী ঘুরেই শো করেছেন রাজু। এবং রাজু ছিলেন ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া কৌতুকশিল্পী।
9/9৮। রাজু ছিলেন উত্তর প্রদেশের ফিল্ম ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান। এই পদেও দীর্ঘ দিন দায়িত্ব সামলেছেন শিল্পী।