বাংলা নিউজ > বায়োস্কোপ > Raju Srivastav passes away: প্রয়াত রাজু শ্রীবাস্তব, শোকস্তব্ধ প্রধানমন্ত্রী থেকে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব

Raju Srivastav passes away: প্রয়াত রাজু শ্রীবাস্তব, শোকস্তব্ধ প্রধানমন্ত্রী থেকে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব

রাজু শ্রীবাস্তবের প্রয়ানে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Raju Srivastav passes away: জীবন যুদ্ধে হেরে গেলেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। হাসপাতালে টানা লড়াইয়ের পর বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

প্রয়াত কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৫৮ বছর। গত ১০ অগস্ট থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। দেড় মাসের লড়াইয়ে ইতি, দিল্লির হাসপাতালে প্রয়াত বলিউডের কৌতুকশিল্পী। জাতীয় স্তরের নামজাদা শিল্পীর প্রয়ানে শোক প্রকাশ করেছেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব।

রাজু শ্রীবাস্তবের সঙ্গে একটি ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, ‘রাজু শ্রীবাস্তব হাসি, কৌতুক এবং ইতিবাচকতা দিয়ে আমাদের জীবনকে উজ্জ্বল করেছেন। তিনি খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলেন। বছরের পর বছর ধরে সমৃদ্ধ কাজের জন্য তিনি অসংখ্য মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। তাঁর মৃত্যু দুঃখজনক। তাঁর পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা রইল। ওম শান্তি।’ আরও পড়ুন: মহেশের জন্মদিনে একসঙ্গে জড়ো হয়েছে ভাট পরিবার, হাজির মেয়ে-জামাই আলিয়া-রণবীরও

একজন প্রখ্যাত অভিনেতা ছাড়াও শ্রীবাস্তব একজন রাজনীতিবিদও ছিলেন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির হয়ে কানপুর থেকে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন তিনি। তবে দলের স্থানীয় ইউনিট থেকে যথেষ্ট সমর্থন না পাওয়ার কথা জানিয়ে টিকিট ফেরত দিয়ে দেন। পরে ২০১৪ সালের ১৯ মার্চ ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। আরও পড়ুন: মেয়েকে নিয়ে প্রথম ট্রিপ প্রিয়াঙ্কার! ছবিতে ভালোবাসায় ভরালেন রণবীর, সোনালিরা

বিজেপি সভাপতি জেপি নাড্ডাও শ্রীবাস্তবের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। টুইট করে তিনি লেখেন, ‘প্রখ্যাত কৌতুক অভিনেতা শ্রী রাজু শ্রীবাস্তবজির মৃত্যুর খবর শুনে আমি বাকরুদ্ধ। কমেডি জগতে আলাদা ছাপ রেখে গিয়েছেন তিনি। শোকের এই মুহূর্তে তাঁর পরিবার ও ভক্তদের প্রতি আমার সমবেদনা রইল। ঈশ্বর সেই পুণ্যবান আত্মাকে নিজের চরণে জায়গা দিক।’ আরও পড়ুন: কোন রহস্য লুকিয়ে পাহাড়ি গ্রামে? সন্ধানে বনি! প্রকাশ্যে ‘জতুগৃহ’র ট্রেলার

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাজু শ্রীবাস্তবের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন। কমেডিয়ানের শোকসন্তপ্ত পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন।হিন্দিতে একটি টুইটে রাজনাথ সিং প্রয়াত অভিনেতাকে একজন দক্ষ অভিনয়শিল্পী এবং একজন প্রাণবন্ত এবং প্রফুল্ল ব্যক্তিত্বের অধিকারী হিসাবে বর্ণনা করেছেন।

তিনি লেখেন, ‘প্রখ্যাত কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব জির প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। একজন দক্ষ শিল্পী হওয়ার পাশাপাশি তিনি একজন প্রাণবন্ত মানুষও ছিলেন। সামাজিক ক্ষেত্রেও তিনি ছিলেন অত্যন্ত সক্রিয় ছিলেন। আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি।’

কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জি কিষাণ রেড্ডি শোকপ্রকাশ করে টুইট করে লেখেন, ‘একজন প্রতিভাধর অভিনেতা, যিনি সবাইকে হাসাতে এবং হাসানোর ক্ষমতা রাখেন। এই শোকের মুহুর্তে, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি।’

দিল্লির মুখ্যমন্ত্রীর অরবিন্দ কেজরিওয়াল নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে শোকপ্রকাশ করে লেখেন, ‘বিখ্যাত কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তবজি-র মৃত্যুর খবর শুনে মর্মাহত। ঈশ্বর তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করুক। এই কঠিন সময়ে তাঁর পরিবার এবং তাঁর সমস্ত ভক্তদের প্রতি আমার সমবেদনা রইল।’

বন্ধ করুন