বাংলা নিউজ > বায়োস্কোপ > Raju Srivastava health update: কাজে এল প্রার্থনা, ১৫ দিন পর জ্ঞান ফিরল রাজু শ্রীবাস্তবের! শারীরিক অবস্থার উন্নতি

Raju Srivastava health update: কাজে এল প্রার্থনা, ১৫ দিন পর জ্ঞান ফিরল রাজু শ্রীবাস্তবের! শারীরিক অবস্থার উন্নতি

রাজু শ্রীবাস্তব

Raju srivastav health update: গত ১০ই অগস্ট জিমে শরীরিক কসরৎ করবার সময় হৃদরোগে আক্রান্ত হন রাজু শ্রীবাস্তব। সেই থেকেই অচৈতন্য অবস্থায় ছিলেন কমেডিয়ান। 

চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রম আর লাখো ভক্তের প্রার্থনায় অবশেষে জ্ঞান ফিরল কৌতুকাভিনেতা রাজু শ্রীবাস্তবের। গত ১০ই অগস্ট হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন রাজু। একটা সময় তাঁর ব্রেন ডেথের খবরও ছড়িয়ে পড়ে। চিকিৎসকরাও কার্যত হাল ছেড়ে দিয়েছিলেন, জানিয়েছিলেন চিকিৎসায় সাড়া দিচ্ছেন না কমেডিয়ান। তবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন রাজু। আর অবশেষে দু- সপ্তাহ পর চোখ মেললেন তিনি। এই মুহূর্তে দিল্লির AIIMS-এ ভর্তি রয়েছেন রাজু শ্রীবাস্তব। আরও পড়ুন-‘সচল রয়েছে অঙ্গ-প্রত্যঙ্গ’, সঙ্কটমুক্ত নন তবে পরিস্থিতির সামন্য উন্নতি রাজুর

রাজু শ্রীবাস্তবের আপ্ত সহায়ক গর্বিত নারাং জানান,  ‘১৫দিন পর রাজু ভাইয়ের আজ জ্ঞান ফিরেছে। দিল্লি AIIMS-এর চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণ করছেন, ওঁনার শারীরিক পরিস্থিতি আগের চেয়ে ভালো আছে’। 

গত ১০ই অগস্ট জিমে ট্রেডমিলে দৌড়ানোর সময় হার্ট অ্যাটাকের শিকার হন এই কৌতুকাভিনেতা। তারপর থেকেই দিল্লি AIIMS-এ ভর্তি রয়েছেন তিনি। হৃদরোগে আক্রান্ত হওয়ার দিনেই অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছিল স্ট্যান্ড আপ কমেডিয়ানের। তাঁকে রাখা হয়েছে লাইফ সাপোর্টে। আরও পড়ুন-রাজু শ্রীবাস্তবের অবস্থা এখনও সংকটজনক, হৃদরোগ কীভাবে মস্তিষ্কের ক্ষতি করে দেখুন

গত সপ্তাহের শেষেই রাজু শ্রীবাস্তবের ভাই দীপু শ্রীবাস্তব ভিডিয়ো বার্তায় জানান, দেশের সেরা চিকিৎসকরা দেখভাল করছে রাজুর। তাই গুজব না ছড়িয়ে রাজুর সুস্থতার কামনা করবার অনুরোধ জানান দীপু। তিনি বলেন,'রাজু ভাই ফাইটার, উনি এই যুদ্ধ জয়ী হবেন এবং আমাদের মধ্যে ফিরে আসবেন'।

রাজু শ্রীবাস্তবের আরোগ্য কামনা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজু শ্রীবাস্তবের পরিবারের সঙ্গে ফোনে কথাও বলেন মোদী। 

 

বন্ধ করুন