Raju Srivastava prayer meet: রবিবার রাজু শ্রীবাস্তবের স্মরণ সভায় কমেডিয়ান জনি লিভার, সুনীল পাল, কপিল শর্মা এবং ভারতী সিং সহ বেশ কয়েকজন সেলিব্রিটি উপস্থিত ছিলেন। 'কমেডির জন্য বিশাল ক্ষতির', এ দিন স্মরণ সভায় হাজির হয়ে বললেন জনি লিভার।
1/7প্রয়াত অভিনেতা তথা কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের পরিবারের তরফে রবিবার স্মরণ সভার আয়োজন করা হয়েছিল। বেশ কয়েকজন সেলিব্রিটি তাঁদের শ্রদ্ধা জানাতে এসেছিলেন। কৌতুক অভিনেতা জনি লিভার, সুনীল পাল, কপিল শর্মা, ভারতী সিং, কিকু শারদা এবং আরও অনেকে উপস্থিত ছিলেন।
2/7জনি লিভার স্মরণ সভায় রাজু সম্পর্কেও কথা বলেছিলেন এবং তার মৃত্যুকে 'স্ট্যান্ড আপ কমেডির জন্য একটি বিশাল ক্ষতি' বলে বর্ণনা করেছিলেন। কপিল শর্মা, কিকু শারদা, ভারতী সিং, এবং হর্ষ লিম্বাচিয়া একসঙ্গে সভাস্থলে এসেছিলেন। সুনীল পাল এবং শৈলেশ লোধাকেও সভাস্থলে দেখা গিয়েছে।
3/7রাজু শ্রীবাস্তবের স্মরণ সভার ছবি। অভিনেতা নীল নীতিন মুকেশ তাঁর বাবা নিতিন মুকেশের সঙ্গে এসেছিলেন। স্মরণ সভায় গুরমিত চৌধুরীও উপস্থিত হয়েছিলেন।
4/7রাজ শ্রীবাস্তবের স্মরণ সভায় তাঁর পরিবারের ছবি। জনি লিভার এদিন মিডিয়ার সঙ্গে কথা বলেন, এবং প্রয়াত কমেডিয়ানের সঙ্গে তাঁর বন্ধনের কথা স্মরণ করেন।
5/7‘হাসির রাজা’র বিদায়বেলায় মনভার সবার। প্রায় দেড় মাস ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়বার পর বুধবার না-ফেরার দেশে পাড়ি দিয়েছেন ‘গজধর ভাইয়া’। ভারতে স্ট্র্যান্ড আপ কমেডির ভিত্তি স্থাপন করেছিলেন যারা, তাঁদের অন্যতম রাজু শ্রীবাস্তব।
6/7জিমে থাকাকালীন দ্বিতীয়বার হৃদরোগে আক্রান্ত হন রাজু শ্রীবাস্তব। এরপরই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। দেড় মাসের লড়াইয়ে ইতি।
7/7কৌতুক অভিনেতা রাজু চলচ্চিত্র কেরিয়ারে ম্যায়নে পেয়ার কিয়া, বাজিগর, বোম্বে টু গোয়া এবং আমদানি আঠানি খারচা রূপাইয়া সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। কয়েক বছর ধরে রাজু বেশ কয়েকটি জনপ্রিয় ভারতীয় টিভি শো-এ অংশগ্রহণ করেন।