গত মাসে পথ দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পাঞ্জাবি গায়ক তথা অভিনেতা রাজবীর জয়ান্দার। অবশেষে না ফেরার দেশে চলে গেলেন তিনি। লড়াই করেও শেষ রক্ষা হলো না। রাজবীরের মৃত্যুতে শোকোস্তব্ধ সঙ্গীত মহল।
গত মাসের ২৭ তারিখ একটি সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। আহত অবস্থায় তাঁকে ভর্তি করানো হয় মোহালির ফোর্টিস হাসপাতালে টানা ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পরেও জিততে পারলেন না তিনি। গায়কের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সেলিব্রিটি থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব, শ্রদ্ধা জানিয়েছেন বহু মানুষ।
আরও পড়ুন: দেবলীনার বাড়িতে হয় থিমের লক্ষ্মীপুজো, কীভাবে হয় শুরু? এবারের থিম কী?
আরও পড়ুন: 'আগে বুঝিনি...', ছেলে বিদেশ যেতেই বাবার কোন কষ্ট উপলব্ধি করলেন চঞ্চল?
কী ঘটেছিল?
গত মাসে বাইক নিয়ে গন্তব্যের দিকে যাচ্ছিলেন তিনি, হঠাৎ করেই রাস্তায় এক গবাদি পশু আচমকা চলে আসে। পশুটিকে বাঁচাতে গিয়ে ভারসাম্য ধরে রাখতে পারেন না গায়ক। দুর্ঘটনায় মাথা এবং মেরুদন্ডে গুরুতর আঘাত লাগে।
হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে ঘোষণা করেন। দুর্ঘটনার পর থেকেই মোহালির ফোর্টিস হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন তিনি। অবশেষে ৮ অক্টোবর হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পাঞ্জাবি সঙ্গীত জগতে রাজবীর একটি জনপ্রিয় নাম ছিল। গানের পাশাপাশি একাধিক পাঞ্জাবি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ছোটবেলা থেকে পুলিশ হওয়ার ইচ্ছে থাকলেও গান গেয়েই পরবর্তীকালে পেশা হিসেবে বেছে নেন তিনি।
অভিনেত্রী নীরু বাজওয়া ইনস্টাগ্রামে প্রয়াত গায়কের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘খুব তাড়াতাড়ি চলে গেলেন।’ পরে তিনি পোস্টটি মুছে ফেলেন। পাঞ্জাব বিধানসভার বিরোধী দলনেতা পারতাও সিং বাজওয়া এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন, ‘রাজবীর জাওয়ান্দার অকাল প্রয়াণের কথা শুনে হৃদয় বিদারক। বহুদিনের সাহসী সংগ্রামের পর, তিনি খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলেন। তোমার প্রাণবন্ত কণ্ঠস্বর এবং প্রাণবন্ত চেতনা আমাদের হৃদয়ে চিরকাল প্রতিধ্বনিত হবে। চির শান্তিতে বিশ্রাম নাও, রাজবীর।’
আরও পড়ুন: বিচ্ছেদের পরেও সিঁথি ভর্তি সিঁদুর কেন? কটাক্ষের জবাবে কী বললেন পৃথা?
আরও পড়ুন: বাড়ির পুজোয় নিজের হাতেই লক্ষ্মী সাজান অপরাজিতা, কীভাবে শুরু হয়েছিল এই রীতি?
পাঞ্জাব বিজেপির সহ-সভাপতি ফতেহজং সিং বাজওয়াও শোক প্রকাশ করে লিখেছেন, ‘রাজবীর জয়বন্দ জির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। যদিও আমরা সকলেই তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেছি, ভাগ্যের অন্য পরিকল্পনা ছিল। এই অকাল ক্ষতিতে বিধ্বস্ত তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। ওয়াহেগুরু তাঁর আত্মাকে চির শান্তি দান করুন এবং তাঁর প্রিয়জনদের এই কঠিন সময় সহ্য করার শক্তি দিন।’
আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়া টুইট করেছেন, ‘রাজবীর জাওয়ান্দার অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত। খুব তাড়াতাড়ি চলে গেলেন, কিন্তু তাঁর প্রাণবন্ত কণ্ঠ পাঞ্জাবের প্রতিটি হৃদস্পন্দনে বেঁচে থাকবে। তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং লক্ষ লক্ষ ভক্তের প্রতি আমার আন্তরিক সমবেদনা। ওয়াহেগুরু তাঁর আত্মাকে চির শান্তি দান করুন।’