২০০০ সালে মুক্তি পেয়েছিল রাকেশ রোশন পরিচালিত ‘কহো না পেয়ার হ্যায়’। সিনেমায় জুটি বেঁধেছিলেন হৃতিক রোশন এবং আমিশা পাটেল। সিনেমার গল্প থেকে সিনেমার গান, রাতারাতি সবকিছুই ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছিল দর্শকমহলে। কিন্তু এই জনপ্রিয়তাই যে রোশন পরিবারের সদস্যদের কপালে চিন্তার ভাঁজ ফেলবে, তা হয়তো বিন্দুমাত্র টের পাননি তাঁরা। ঠিক কী হয়েছিল?
সম্প্রতি বলিউড হাঙ্গামার সঙ্গে একটি কথোপকথনে রাকেশ বলেছিলেন, প্রথম সিনেমাতেই হৃতিকের জনপ্রিয়তা তাঁকে ফেলে দিয়েছিল বিপদের দিকে। ‘কহো না পেয়ার হ্যায়’ হিট হওয়ার পরেই একের পর এক ফোন আসতে শুরু করে আন্ডারওয়ার্ল্ডের তরফ থেকে। হৃতিককে দিয়ে ছবি তৈরি করার প্রস্তাব দেয় তারা, কিন্তু সেই প্রস্তাব আমি প্রত্যাখ্যান করে দিই।
আরও পড়ুন: বাগদানের অনুষ্ঠানেই কোয়েলের পর্দা ফাঁস করল রাই! ভুল শুধরে এবার স্ত্রীর কাছে ফিরবে অনির্বাণ?
আরও পড়ুন: বাগদানের অনুষ্ঠানেই কোয়েলের পর্দা ফাঁস করল রাই! ভুল শুধরে এবার স্ত্রীর কাছে ফিরবে অনির্বাণ?
রাকেশ বলেন, আমি ওদের এমন কোনও ইঙ্গিত দিইনি, যাতে ওরা এই দাবী করতে পারে। হৃতিকের কোনও ডেট ফাঁকা নেই, এই কথাই বলেছিলাম আমি। তখন ওরা অন্য প্রযোজকদের দিয়ে সিনেমা তৈরি করার কথা বলে যা আমি নাকচ করে দিই। এই কথোপকথনের পর আমাদের সাথে ঘটে যায় একটি দুর্ঘটনা।
রাকেশ রোশন বলেন, এক সপ্তাহের পরেই ঘটে সেই ঘটনাটি। হঠাৎ করেই আমার উপর গুলি চালানো হয়। একবার নয়, দু দু'বার। কিন্তু ভগবানের আশীর্বাদে আমি বেঁচে গিয়েছিলাম। নিজেই হাসপাতালে ভর্তি হয়েছিলাম আমি। আমার ওপর এই হামলার পর হৃতিক বলিউড ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সবকিছুর জন্য নিজেকেই দায়ী করছিল ও। অনেক বুঝিয়ে আবার ওকে ফিরিয়ে আনি আমি।
আরও পড়ুন: ডিসেম্বরেও আত্মহত্যার চেষ্টা করেন চন্দ্রমৌলি! ফসিলস ছেড়ে আসার পরই ডুবতে থাকেন অবসাদে?
আরও পড়ুন: মেটেনি সেলফির আবদার, স্যার বকুনি দিতে খাদান দেখে ফিরেই আত্মহত্যা! ছাত্রের মা বললেন, 'অপমানটা...'
প্রসঙ্গত, ২০২৫ সালে ১০ জানুয়ারি হৃতিকের জন্মদিন উপলক্ষে বড় পর্দায় ফের মুক্তি পায় ‘কহো না পেয়ার হ্যায়’। ১৪ জানুয়ারি সিনেমাটির ২৫ বছর পূর্ণ হয়েছে। শুধু তাই নয়, বলিউডেও হৃতিকের ২৫ বছর পূর্ণ হওয়ার সুবাদে এই সিনেমাটি মুক্তির চিন্তা ভাবনা করেছিলেন রাকেশ রোশন। ২৫ বছর পর আরও একবার নস্টালজিয়ায় ভাসল দর্শকরা।