প্রবীণ চলচ্চিত্র নির্মাতা রাকেশ রোশন বহু বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। নায়ক হিসাবে হোক বা পরিচালনা, তিনি বলিউডের সঙ্গে সময় কাটিয়েছেন অনেকটা। সম্প্রতি বলিউডের অন্যতম অংশ ভ্যানিটি ভ্যান প্রসঙ্গে নিজের মত প্রকাশ করলেন পরিচালক রাকেশ রোশন।
রাকেশ রোশন বলেন, আমাদের সময় মেকআপ স্টুডিয়োগুলো ভীষণ ভালো হত। স্টুডিয়োর মধ্যেই সমস্ত ব্যবস্থা থাকত। এখন মেকআপ রুম আরও উন্নত হয়েছে কিন্তু ভ্যানিটি ভ্যান এখন ফ্যাশনে চলে এসেছে। প্রয়োজন না থাকলেও এখন প্রায় প্রত্যেকই ভ্যানিটি ভ্যান ব্যবহার করেন।
আরও পড়ুন: সর্দারজি ৩-এ এবার দিলজিতের সঙ্গে পাকিস্তানি নায়িকা হানিয়া আমির?
পরিচালক বলেন, প্রথম প্রথম নায়ক এবং নায়িকাদের জন্য ভ্যানিটি ভ্যানের ব্যবস্থা রাখা হত। তবে এখন পরিচালক থেকে কোরিওগ্রাফার, সকলেই ব্যবহার করেন ভ্যানিটি ভ্যান। ২৪ ঘন্টা যারা সেটে থাকেন, তারাও ভ্যানিটি ভ্যান ব্যবহার করেন কেন আমিও সেটাই বুঝতে পারি না।
রাকেশ রোশন বলেন, আমি যখন সিনেমা পরিচালনা করতাম তখনও ভ্যানিটি ভ্যান ছিল কিন্তু আমার নিজের জন্য ছিল না। আমাকে ওয়াশরুমে যখন যেতে হত, আমি নায়ক বা নায়িকার ভ্যানিটি ভ্যান ব্যবহার করতাম, একাধিক ভ্যানিটি ভ্যান ব্যবহার করার তো কোনও মানে আছে বলে আমার মনে হয় না।
আরও পড়ুন: ‘গুজবে কান দেবেন না’, গুলকান্দা টেলস বিতর্কে কী বললেন রাজ এবং ডিকে?
‘কৃষ ৪’ সিনেমা প্রসঙ্গে পরিচালক বলেন, বেশ কয়েক বছর হল আমরা অপেক্ষা করছি এই সিনেমাটির জন্য। বারবার বাজেটের জন্য সমস্যায় পড়ে যেতে হচ্ছে। আসলে এখনকার শিশুরা যে সুপারহিরো দেখতে চায় সেই সুপারহিরোর সিনেমা তৈরি করতে গেলে যে বাজেট প্রয়োজন তা আমাদের কাছে নেই।
সিনেমা প্রসঙ্গে পরিচালক আরও বলেন, এখনকার বাচ্চারা যে সমস্ত সুপারহিরো সিনেমা দেখে অভ্যস্ত, তারা এখন সবকিছু নিয়েই সমালোচনা করবে। তবে কৃষ ৪ অবশ্যই তৈরি করব, হয়তো সময় লাগছে তবে সিনেমাটি অবশ্যই আসবে এটুকু বলতে পারি।