ছোটবেলার প্রেম, এরপর বড় হয়ে সেই সুজানকেই বিয়ে করেন সুপারস্টার হৃত্বিক রোশন। সেটা ছিল ২০০০ সাল। সুখেই কাটছিল সংসার। তাঁদের দুই ছেলেও হয়। রেহান ও হৃদান। এরপর হঠাৎই ২০১৪ সালে এসে ডিভোর্সের কথা জানান বলিপাড়ার এই তারকা দম্পতি।
সেসময় তথাকথিত 'আদর্শ দম্পতি'র ডিভোর্সে হতবাকই হয়েছিলেন অনুরাগীরা। কিন্তু কেন ভেঙেছিল তাঁদের বিয়ে? এর উত্তর এখনও মেলেনি। এরপর ২০১৭ সালে ফের একবার হৃত্বিক ও সুজানের ফের কাছাকাছি হওয়ার খবর শোনা যাচ্ছিল। সেসময় দুই ছেলেকে নিয়ে একসঙ্গে বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়া, সিনেমা দেখতে যাওয় সবই করছিলেন তাঁরা। শোনা যাচ্ছিল ফের বিয়ে করতে পারেন! তবে নাহ, হৃত্বিক-সুজান সেপথে আর হাঁটেননি।
এই মুহূর্তে এরাঁ দুজনেই নিজেদের মতো করে আলাদা আলাদা বন্ধু-বান্ধবী খুঁজে নিয়েছেন। হৃত্বিক সম্পর্কে জড়িয়েছেন বয়সে অনেক ছোট সাবা আজাদের সঙ্গে। আর সুজানও আরসালান গনির সঙ্গে সম্পর্কে রয়েছেন। তবে সম্প্রতি প্রাক্তন বউমা সুজানকে নিয়ে মুখ খুললেন রাকেশ রোশন।
আরও পড়ুন-মুসলিমকে বিয়ে করেও ধর্মান্তরিত হননি দেবলীনা, এবার সামনে এল 'গোপী বহু'র ছেলের নাম
আরও পড়ুন-কোমর ধরে তরুণীকে কাছে টেনে Flirting! শাহরুখ ফের বললেন, 'এর থেকে বেশি কাছে টানার…'
সম্প্রতি এক সাক্ষাৎকারে ছেলে হৃতিক রোশন ও প্রাক্তন পুত্রবধূ সুজান খানের বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন পরিচালক রাকেশ রোশন। রাকেশ বলেন, হৃত্বিক-সুজানের মধ্যে যা ঘটেছে সেটা তাঁদের ব্যক্তিগত বিষয়। তবে সুজানের সঙ্গে তাঁর সমীকরণ এখনও আগের মতোই রয়েছে। সুজানকে এখনও রোশন পরিবারেরই অংশ বলে মনে করেন রাকেশ।
ঠিক কী বলেছেন রাকেশ রোশন?
রাকেশ বলেন ‘তাঁদের মধ্যে যা কিছু ঘটেছে, সেটা তাঁদের বিষয়। তবে আমার কাছে সুজান এখনও সেই সুজানই আছে। তারাই প্রেমে পড়েছিল, তাঁদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। তবে এটার সমাধান ওদের করতেই হবে। আমাদের জন্য, ও (সুজান) আমাদের বাড়িতে এসেছিলেন, এবং এখন ও আমার বাড়ির একজন সদস্য।’
সাক্ষাৎকারে রাকেশ রোশনকে প্রশ্ন করা হয়, হৃত্বিক কি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে বাবার সঙ্গে কথা বলেন? উত্তরে রাকেশ বলেন, ‘হৃত্বিক ও আমার মেয়ে আমাকে একটু ভয়ই পায়। আমি জানি না কেন! তবে সম্ভবত আমি শৃঙ্খলাপরায়ন মানুষ বলে। তার মানে এই নয় যে আমি বদমেজাজি। আমি যেখ খুব বকাঝকা করব, চিৎকার-চেঁচামিচি করব, এমন মানুষ নই। তবে আমি শৃঙ্খলা মেনে চলি। হৃত্বিক যখন ছোট ছিল, তখন অনেক কথাই আমায় ভয়ে বলত না। তবে এখন বলে। এখন আমাদের মধ্যে সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ।’